কলকাতা, 12 মে: শুক্রবার রাতে প্রথমবার কলকাতায় পা রাখতে চলেছেন ভাইজান সলমন খান ৷ ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি । তবে তাঁর আগে যে কালীঘাটে যাবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এতো আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। এবার একটি সূচি পাওয়া গিয়েছে নবান্ন সূত্রে। জানা গিয়েছে, বলিউড অভিনেতা সলমন খান, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যেতে পারেন বিকেল তিনটে নাগাদ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সলমন খানকে বাংলার মিষ্টি, ফুল এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানাবেন । একইসঙ্গে সলমন খানের হাতে তুলে দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা কিছু বই । মূলত নবান্নের তরফে একে সৌজন্য সাক্ষাৎ হিসাবেই দেখানো হয়েছে । জানা গিয়েছে, সলমন খান শুক্রবার মধ্যরাতে শহরে আসছেন । ইস্টবেঙ্গল মাঠে শনিবার রয়েছে সলমন নাইটস । শহর তিলোত্তমার বুকে প্রথমবার পারফর্ম করবেন অভিনেতা ।
পাশাপাশি, জানা গিয়েছে, ভাইজানের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের কয়েকজন সদস্যও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি । যদিও এই সাক্ষাৎকে বারবার সৌজন্য সাক্ষাৎই বলা হচ্ছে । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই তা আগেই বলা হয়েছে । মূলত, সলমন খানকে কালীঘাটে দেখার জন্য ভিড় জমাতে পারেন বহু অনুরাগীরা । ফলে নজরে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। দীর্ঘ তেরো বছর পর কলকাতায় আসছেন সলমন খান । ইভেন্টের নাম- 'দাবাং:দ্য ট্যুর রিলোডেড' । শনিবারের এই বিশেষ অনুষ্ঠানে ভাইজানের সঙ্গে থাকছেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, জ্যাকলিন ফার্নান্ডেজ, গুরু রনধাওয়া, সুনীল গ্রোভার, মনীশ পল, পূজা হেগড়েও।
আরও পড়ুন: লাল-হলুদে শো'য়ের আগেই দিদি দর্শনে ভাইজান, টুইটে জানালেন কুণাল
উল্লেখ্য, 2009 সালে ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে কলকাতায় একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবার কথা ছিল সলমন খানের । মাঠে আসতেই সলমনকে ঘিরে ধরেন অনুরাগীরা । পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার কারণে বাতিল হয় ম্যাচ । এরপর আর শহর তিলোত্তমা পা রাখেননি ভাইজান । তবে এবার নিজের কমিটমেন্ট থেকে যে ভাইজান সরছেন না, তা হলফ করে বলাই যায় ।