ETV Bharat / entertainment

মুখোমুখি 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর', অ্যাডভান্স বুকিংয়ে লড়াই শুরু রণবীর-ভিকির

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 5:05 PM IST

Animal and Sam Bahadur Clash: পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর' ৷ অ্যাডভান্স টিকিট বুকিংয়ে দুটিরই গ্রাফ উপরদিকে ৷ শেষ হাসি হাসবে কে, অপেক্ষা আর কিছুদিনের ৷

Animal and Sam Bahadur Clash
মুখোমুখি 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর'

হায়দরাবাদ, 26 নভেম্বর: বক্সঅফিসে কোনও ছবি একইদিনে মুক্তি পাওয়া মানে হাড্ডাহাড্ডি লড়াই ৷ সেই প্রতিযোগিতায় কখনও কোনও ছবি পিছিয়ে যায় আবার কোনও কোনও ছবি একসঙ্গেই সফলতার মুখ দেখে ৷ উদাহরণ হিসাবে ধরা যেতে পারে সানি দেওলের 'গদর 2' ও অক্ষয় কুমারের 'ওএমজি 2' ৷ 11 অগস্ট মুক্তি পেলেও বক্সঅফিসে দুটি ছবির আয় 500 কোটি ছাড়িয়ে যায় ৷ এবার পয়লা ডিসেম্বর প্রতিযোগিতায় নামছে 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর' ৷ কে কাকে টেক্কা দেবে, নজর এখন সেদিকে ৷

বক্স অফিস সমীক্ষা দেখলে জানা যায়, 'জওয়ান' মুক্তির সময় অন্য কোনও বিগ বাজেটের ছবি মুক্তি পায়নি ৷ ফলে একচ্ছত্র রাজত্ব করে গিয়েছেন শাহরুখ খান ৷ এরবর দীর্ঘ সময় পর 'গদর' ছবির সিক্যুয়েল নিয়ে হাজির হন অভিনেতা সানি দেওল ৷ একই সময়ে মুক্তি পায় 'ওহ মাই গড 2' ৷ দুটি ছবিই সিনে ময়দানে মন কাড়ে দর্শকদের ৷ একদিকে যেমন তারা সিংকে দেখতে ভিড় জমান অনুরাগীরা অন্যদিকে, শিক্ষাব্যবস্থার ত্রুটির সূক্ষ্ম বিষয় তুলে ধরে দর্শক মনে জায়গা করে নেন পঙ্কজ ত্রিপাঠী ও অক্ষয় কুমার ৷ ফলে ক্ল্যাশ হলেও তা খারাপ প্রভাব ফেলেনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একইভাবে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' ও ভিকি কৌশল অভিনীত 'শ্যাম বাহাদুর' ট্রেলার ট্রেন্ড করেছে সোশাল মিডিয়ায় ৷ অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে 'অ্যানিম্যাল' কিছুটা 'গদর 2'-এর মতোই এগোচ্ছে ৷ অন্যদিকে 'শ্যাম বাহাদুর'-এর অ্যাডভান্স বুকিং 'ওহ মাই গড 2' ছবির মতো ৷ অর্থাৎ রণবীরের ছবির 1 লক্ষ 11 হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ যার আনুমানিক অর্থমূল্য হয় 3.4 কোটি টাকা ৷ ভিকির ছবির টিকিট বিক্রি হয়েছে 12 হাজার 876টি ৷ টিকিট বিক্রির নিরিখে মুক্তির আগেই 44.71 লক্ষ টাকা 'শ্যাম বাহাদুর' ছবির ঝুলিতে এসেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' মুক্তির দিন একবছর আগেই ঘোষণা করা হয়েছিল ৷ সেদিক থেকে সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবির মুক্তির দিন প্রকাশ্যে আনা হয় সেপ্টেম্বর মাসে ৷ এবার শেষ বাজি মারবে কে, তা সময়ই বলবে ৷

হায়দরাবাদ, 26 নভেম্বর: বক্সঅফিসে কোনও ছবি একইদিনে মুক্তি পাওয়া মানে হাড্ডাহাড্ডি লড়াই ৷ সেই প্রতিযোগিতায় কখনও কোনও ছবি পিছিয়ে যায় আবার কোনও কোনও ছবি একসঙ্গেই সফলতার মুখ দেখে ৷ উদাহরণ হিসাবে ধরা যেতে পারে সানি দেওলের 'গদর 2' ও অক্ষয় কুমারের 'ওএমজি 2' ৷ 11 অগস্ট মুক্তি পেলেও বক্সঅফিসে দুটি ছবির আয় 500 কোটি ছাড়িয়ে যায় ৷ এবার পয়লা ডিসেম্বর প্রতিযোগিতায় নামছে 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর' ৷ কে কাকে টেক্কা দেবে, নজর এখন সেদিকে ৷

বক্স অফিস সমীক্ষা দেখলে জানা যায়, 'জওয়ান' মুক্তির সময় অন্য কোনও বিগ বাজেটের ছবি মুক্তি পায়নি ৷ ফলে একচ্ছত্র রাজত্ব করে গিয়েছেন শাহরুখ খান ৷ এরবর দীর্ঘ সময় পর 'গদর' ছবির সিক্যুয়েল নিয়ে হাজির হন অভিনেতা সানি দেওল ৷ একই সময়ে মুক্তি পায় 'ওহ মাই গড 2' ৷ দুটি ছবিই সিনে ময়দানে মন কাড়ে দর্শকদের ৷ একদিকে যেমন তারা সিংকে দেখতে ভিড় জমান অনুরাগীরা অন্যদিকে, শিক্ষাব্যবস্থার ত্রুটির সূক্ষ্ম বিষয় তুলে ধরে দর্শক মনে জায়গা করে নেন পঙ্কজ ত্রিপাঠী ও অক্ষয় কুমার ৷ ফলে ক্ল্যাশ হলেও তা খারাপ প্রভাব ফেলেনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একইভাবে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' ও ভিকি কৌশল অভিনীত 'শ্যাম বাহাদুর' ট্রেলার ট্রেন্ড করেছে সোশাল মিডিয়ায় ৷ অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে 'অ্যানিম্যাল' কিছুটা 'গদর 2'-এর মতোই এগোচ্ছে ৷ অন্যদিকে 'শ্যাম বাহাদুর'-এর অ্যাডভান্স বুকিং 'ওহ মাই গড 2' ছবির মতো ৷ অর্থাৎ রণবীরের ছবির 1 লক্ষ 11 হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ যার আনুমানিক অর্থমূল্য হয় 3.4 কোটি টাকা ৷ ভিকির ছবির টিকিট বিক্রি হয়েছে 12 হাজার 876টি ৷ টিকিট বিক্রির নিরিখে মুক্তির আগেই 44.71 লক্ষ টাকা 'শ্যাম বাহাদুর' ছবির ঝুলিতে এসেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' মুক্তির দিন একবছর আগেই ঘোষণা করা হয়েছিল ৷ সেদিক থেকে সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবির মুক্তির দিন প্রকাশ্যে আনা হয় সেপ্টেম্বর মাসে ৷ এবার শেষ বাজি মারবে কে, তা সময়ই বলবে ৷

আরও পড়ুন:

1. 'মৃত্যুর কোনও ভিসা লাগে না'- সলমন ঘনিষ্ঠ বলেই পাঞ্জাবি গায়ক গিপ্পির বাড়ি লক্ষ্য করে গুলি!

2. না ভোলার নৃশংস চারটে দিন! সিনেপর্দায় ফিরে দেখা মুম্বই হামলার 15 বছর

3. মুক্তির আগে প্রচারে ঝড় তুলতে চলেছে হৃত্বিক-দীপিকার 'ফাইটার'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.