ETV Bharat / entertainment

Chirantan Banerjee: নতুন গান নিয়ে হাজির চিরন্তন বন্দ্যোপাধ্যায়, করলেন অভিনয়ও - Chirantan Banerjee on His New Song

সঙ্গীত পরিচালক চিরন্তন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিয়ে এলেন তাঁর নতুন বাংলা গান 'ভালোবাসি ঠিক আগের মতন'(Chirantan Banerjee New Music Video)।

Chirantan Banerjee
নতুন গান নিয়ে হাজির চিরন্তন বন্দ্যোপাধ্যায়, করলেন অভিনয়ও
author img

By

Published : Dec 8, 2022, 12:58 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: জনপ্রিয় গায়ক তথা সঙ্গীত পরিচালক চিরন্তন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিয়ে এলেন তাঁর নতুন বাংলা গান 'ভালোবাসি ঠিক আগের মতন'। এটি চিরন্তনের আপ টেম্পো সাউন্ড স্টুডিয়ো অরিজিনালস- এর 'নতুন গানের ঝড়' সিরিজের চতুর্থ গান । গানটির গীতিকার নমিতা বোস ও গায়ক ও সুরকার চিরন্তন স্বয়ং । ভিডিয়োটিতে চিরন্তনের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী রাজরানী রিয়াকেও(Chirantan Banerjee New Music Video) ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ভিডিয়োর জন্য় ক্যামেরা সামলেছেন মহার্ণব বসু । প্রসঙ্গত, চিরন্তন ইতিমধ্যেই বেশ কিছু বাংলা ছবিতে সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন । ছবির গান ছাড়াও বাংলা আধুনিক গান নিয়ে চর্চা করেন চিরন্তন । নতুনদের নিয়েও অনেক নতুন কাজের পরিকল্পনাও রয়েছে বলে আগেই জানিয়েছেন তিনি । এখন এই গান কীভাবে দর্শকদের ছুঁয়ে যায় সেদিকেই তাকিয়ে থাকবে দর্শকরা(Chirantan Banerjee New Song Is Out Now ) ৷

Chirantan Banerjee
সঙ্গীত পরিচালক চিরন্তন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিয়ে এলেন তাঁর নতুন বাংলা গান 'ভালোবাসি ঠিক আগের মতন'

আরও পড়ুন: কিংবদন্তি ধর্মেন্দ্রর জন্মদিনে শুভেচ্ছা অজয় ববির

এই নিয়ে কথা বলতে গিয়ে চিরন্তন বলেন, "গায়ক এবং সঙ্গীত পরিচালক হিসেবে অনেক রকম গান বানানোর ইচ্ছে হয় আমার ৷ কিন্তু সিনেমার ক্ষেত্রে ছবির গল্প এবং চিত্রনাট্য অনুযায়ী গান বানাতে হয় । তাই আমার স্টুডিয়ো 'আপটেম্পো সাউন্ড স্টুডিয়ো' থেকে এই নতুন উদ্যোগ নিলাম যেখানে সারা বছর জুড়ে বিভিন্ন ধারার নতুন গান আমরা তৈরি করবো ও সকলের কাছে পৌঁছে দেব(Chirantan Banerjee on His New Song )।"

কলকাতা, 8 ডিসেম্বর: জনপ্রিয় গায়ক তথা সঙ্গীত পরিচালক চিরন্তন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিয়ে এলেন তাঁর নতুন বাংলা গান 'ভালোবাসি ঠিক আগের মতন'। এটি চিরন্তনের আপ টেম্পো সাউন্ড স্টুডিয়ো অরিজিনালস- এর 'নতুন গানের ঝড়' সিরিজের চতুর্থ গান । গানটির গীতিকার নমিতা বোস ও গায়ক ও সুরকার চিরন্তন স্বয়ং । ভিডিয়োটিতে চিরন্তনের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী রাজরানী রিয়াকেও(Chirantan Banerjee New Music Video) ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ভিডিয়োর জন্য় ক্যামেরা সামলেছেন মহার্ণব বসু । প্রসঙ্গত, চিরন্তন ইতিমধ্যেই বেশ কিছু বাংলা ছবিতে সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন । ছবির গান ছাড়াও বাংলা আধুনিক গান নিয়ে চর্চা করেন চিরন্তন । নতুনদের নিয়েও অনেক নতুন কাজের পরিকল্পনাও রয়েছে বলে আগেই জানিয়েছেন তিনি । এখন এই গান কীভাবে দর্শকদের ছুঁয়ে যায় সেদিকেই তাকিয়ে থাকবে দর্শকরা(Chirantan Banerjee New Song Is Out Now ) ৷

Chirantan Banerjee
সঙ্গীত পরিচালক চিরন্তন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিয়ে এলেন তাঁর নতুন বাংলা গান 'ভালোবাসি ঠিক আগের মতন'

আরও পড়ুন: কিংবদন্তি ধর্মেন্দ্রর জন্মদিনে শুভেচ্ছা অজয় ববির

এই নিয়ে কথা বলতে গিয়ে চিরন্তন বলেন, "গায়ক এবং সঙ্গীত পরিচালক হিসেবে অনেক রকম গান বানানোর ইচ্ছে হয় আমার ৷ কিন্তু সিনেমার ক্ষেত্রে ছবির গল্প এবং চিত্রনাট্য অনুযায়ী গান বানাতে হয় । তাই আমার স্টুডিয়ো 'আপটেম্পো সাউন্ড স্টুডিয়ো' থেকে এই নতুন উদ্যোগ নিলাম যেখানে সারা বছর জুড়ে বিভিন্ন ধারার নতুন গান আমরা তৈরি করবো ও সকলের কাছে পৌঁছে দেব(Chirantan Banerjee on His New Song )।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.