হায়দরাবাদ, 22 অগস্ট: দক্ষিণে অভিনেতাদের জন্মদিনে সাধারণত তাঁদের নতুন ছবির খবরাখবর সামনে আসেই ৷ এখন একই ট্রেন্ড অনুসরণ করছে বলিউডও ৷ এবার সুপারস্টার চিরঞ্জীবীর জন্মদিনেও নিয়মের ব্যতিক্রম হল না ৷ সামনে এল তাঁর 157তম ছবির খবর ৷ চিরঞ্জীবীর এই ছবির বর্তমান নাম দেওয়া হয়েছে 'মেগা 157' ৷ দক্ষিণে এই বিষয়টিকে বলা হয় 'ওয়ার্কিং টাইটেল' ৷ ছবির আসল নাম নির্মাতারা সামনে আনবেন আগামী দিনে ৷
ছবির কাহিনি এবং পরিচালনা করছেন বশিষ্ঠ ৷ এর আগে 'বিম্বিসার'-এর মতো ছবির পরিচালনা করেছেন তিনি ৷ আর এবার তিনি জুটি বাঁধতে চলেছেন দক্ষিণের এই মেগাস্টারের সঙ্গে ৷ সঙ্গে থাকছেন অস্কার জয়ী সুরকার এমএম কীরাবাণীও ৷ ছবির সুরের দায়িত্ব রয়েছে তাঁর হাতে ৷ ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নাম অবশ্য় এখনও সামনে আসেনি ৷
এদিন সকালে ছবির একটি অ্যানাউন্সমেন্ট পোস্টার সামনে এনেছেন নির্মাতারা ৷ তার ক্যাপশানে তাঁরা লেখেন, "এবার 'মেগা মাস' বিশ্ব ছাড়িয়ে যাবে ৷ মেগাস্টারের এলিমেন্টাল ফোর্স হিসাবে একত্রিত হবে পাঁচটি শক্তি ৷ শুভ জন্মদিন মেগাস্টার চিরঞ্জিবী ৷" যদিও এর মধ্য দিয়ে ঠিক কী বার্তা দিতে চাইলেন নির্মাতারা তা এখনও রহস্যাবৃত ৷ যে পোস্টারটি সামনে এসেছে তা নিয়ে কম জটিলতা নেই ৷ পোস্টারের ঠিক মাঝে রয়েছে একটি বড় নক্ষত্র ৷ অন্য়দিকে তার পিছনে রয়েছে অন্ধকারময় একটি গাছ ৷ যার অর্থ একটাই হতে পারে ৷ এবার হয়তো কোনও পৌরানিক বা কল্পবিজ্ঞান ভিত্তিক ছবিতে দেখা যাবে তাঁকে ৷
আরও পড়ুন:বডি শেমিং নিয়ে ট্রলড, সপাটে জবাব অভিনেত্রী স্বস্তিকার
সময়টা অবশ্য় খুব একটা ভালো যাচ্ছেনা চিরঞ্জিবীর ৷ ইউভি ক্রিয়েশনস প্রযোজিত এই ছবির হাত ধরে তিনি ঘুরে দাঁড়াতে পারেন কি না সেটাই এখন দেখার ৷ তাঁকে শেষ দেখা গিয়েছিল 'ভোলা শংকর' ছবিতে ৷ এই ছবিটি শুরু থেকেই বক্স অফিসে তেমন জায়গা করে উঠতে পারেনি ৷ এখন তাই তাঁর নতুন প্রজেক্টের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে ৷