মুম্বই, 13 জানুয়ারি: একেই বলে তারকাদের বিয়ে ৷ আমির খান-কন্যা ইরা খানের বিয়ে চলছে প্রায় দু'সপ্তাহ ধরে ৷ শনিবাসরীয় সন্ধ্যায় মুম্বইয়ের নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে বসেছিল ইরা-নূপুরের গ্র্যান্ড রিসেপশনের আসর। সেখানে উপচে পড়েছে বলিউড তারকাদের ভিড়।পাপারাৎজির সামনে স্বামী নূপুর ও পরিবারের সঙ্গে পোজ দেন ইরা। মেয়ে ইরা খান এবং জামাই নুপূর শিকরের সঙ্গে দেদার ছবি তোলেন আমির খানও ৷ মেয়ের রিশেপশন পার্টিতে কাউকেই নিমন্ত্রণের তালিকায় রাখতে ভোলেননি বাবা ৷ রিসেপশনে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন, সলমন খান থেকে শাহরুখ খান, অক্ষয় কুমার, রাজকুমার হিরানি, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, জয়া বচ্চন, শেহনাজ গিল থেকে অন্যান্যরা ৷ কেমন ছিল তাঁদের সাজ-পোশাক, দেখে নিন ভিডিয়োয়...
-
#ShahRukhKhan #AamirKhan at the wedding reception 💖
— Viral Bhayani (@viralbhayani77) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
📸 @SpiceSocial1 pic.twitter.com/DVhF5ocjCd
">#ShahRukhKhan #AamirKhan at the wedding reception 💖
— Viral Bhayani (@viralbhayani77) January 14, 2024
📸 @SpiceSocial1 pic.twitter.com/DVhF5ocjCd#ShahRukhKhan #AamirKhan at the wedding reception 💖
— Viral Bhayani (@viralbhayani77) January 14, 2024
📸 @SpiceSocial1 pic.twitter.com/DVhF5ocjCd
নবদম্পতিতে আর্শীবাদে ভরিয়ে দিতে এসেছিলেন রীতেশ-জেনেলিয়া থেকে ধর্মেন্দ্র, সায়রা বানু, রেখা, জয়া বচ্চনরা। ছিলেন অজয় দেবগণ, করণ জোহর, করিনা কাপুর খান, জুহি চাওলা, সুনীধি চৌহান ও শংকর মহাদেবনরা ৷ এককথায় চাঁদের হাট। বিটাউন সূত্রের খবর, ইন্ডাস্ট্রির সিংহভাগ তারকাকে আমির খান নিজে আমন্ত্রণ জানিয়েছেন। মেয়ের রিসেপশনে কালো রঙা গলাবন্ধ স্য়ুটে দেখা গেল মিস্টার পারফেকশানিস্টকে। ছেলে আর জামাইয়ের সঙ্গে পোশাকে রং মিলান্তি তাঁর। অন্যদিকে, মেয়ে ইরার লেহঙ্গার রংয়ের সঙ্গে মিলিয়ে লাল শাড়িতে দ্যুতি ছড়ালেন আমিরের প্রাক্তন স্ত্রী রীনা দত্ত।
ইরার রিসেপশনের অনুষ্ঠানে বিদেশি খাবারের ছিটেফোঁটাও ছিল না ৷ বরং ছিল ভারতীয় খাবারের নানা পদ। গুজরাতি-মরাঠি পদ মিলিয়ে 9টি ভিন্ন রাজ্যের এলাহি খাবার। এদিন বলিউড তারকারা ছাড়াও ইরার রিসেপশনে রাজনীতিবিদরাও আমন্ত্রিত ছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি-সহ অন্যান্যরা ৷ এদিন অতিথিদের আমোদ-প্রোমোদের জন্য জাঁকজমকপূর্ণ গান-বাজনার আয়োজনও করা হয়েছিল। উল্লেখ্য, মুম্বইয়ে গত 3 জানুয়ারি আইনি বিয়ে সারেন ইরা খান ও নূপুর শিখরে। তারপর উদয়পুরে খ্রিস্টান রীতি মেনে ডেস্টিনেশন বিয়ে সারেন গত বুধবার।
আরও পড়ুন: