মুম্বই, 20 মে: বলি-তারকা সারা আলি খান এবং ঐশ্বর্য রাই বচ্চন কয়েকদিন আগেই মন মাতিয়েছেন কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ রেড কার্পেটে রীতিমতো ঝড় তুলেছিল তাঁদের লুক ৷ এবার এই ইভেন্ট সেরে দেশে ফিরলেন এই দুই বলি ডিভা ৷ ঐশ্বর্যর সঙ্গে এদিন দেখা গেল কন্য়া আরাধ্য়াকেও ৷ প্রতিবারের মতো এবারও বলিউডের অনেক তারকাই গিয়ছেন এই বিশ্ব বিখ্যাত উৎসবের অংশ হতে।
মুম্বই বিমানবন্দরে সারা পাপারাৎজিদের ক্যামেরা বন্দি হলেন ৷ তাঁর পরণে এদিন ছিল কালো ক্রপ টপ এবং বেগুনি প্যান্ট ৷ আর সঙ্গে তিনি গায়ে চড়িয়েছিলেন একটি ঝকমকে জ্যাকেট ৷ সারা এদিন সকলকে মোহিত করলেন তাঁর মোহময়ী হাসি দিয়ে ৷ তিনি যে বেশ তাড়াহুড়োর মধ্যে ছিলেন তা বোঝা গেল তাঁর আচরণেই ৷ ফ্যানেদের জটলা কাটিয়ে তাঁকে দ্রুত বিমানবন্দর ছেড়ে বেড়িয়ে যান ৷ বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় অবশ্য় ফ্যানেদের সঙ্গে সেলফিও তোলেন নায়িকা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এবারের 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার অংশ নেন আলি খান ৷ সারা এই উৎসবে অভিষেক করেন আবু জানি সন্দীপ খোসলার তৈরি দেশি লেহেঙ্গায় ৷ তাঁর পোশাক জুড়েই ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া ৷ প্রথমবার কানে পা রাখার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে সারা বলেন, " এখানে এসে আমি সত্যিই ভীষণ গর্বিত ৷ তার একটা বড় কারণ, এখানে নারীর মর্যাদার উদযাপন হচ্ছে ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অন্যদিকে, ঐশ্বর্য রাই বচ্চনও দেশে ফিরলেন কন্য়া আরাধ্য়াকে নিয়ে ৷ দেবদাস খ্যাত অভিনেত্রীকে দেখা গেল ধূসর এবং সবুজে মেশানো পোশাকে । সঙ্গে ছিল কালো প্যান্ট ৷ একইসঙ্গে ঐশ্বর্যর সঙ্গে ছিল একটি কালো ডিজাইনার ব্যাগ ৷ অন্য়দিকে, আরাধ্যার পরণেও ছিল ক্যাজুয়াল পোশাক ৷ আরাধ্য়া এদিন নিজেকে সাজিয়েছিলেন কালো টপ আর গ্রে প্যান্টে ৷ ঐশ্বর্য প্রতিবারের মতো এবারও কানে নজর কেড়েছেন কালো এবং রূপোলি মেশানো হুডেড গাউনে ৷
আরও পড়ুন: 'রক্তবীজ' এর হাত ধরে কি অচেনা ভুবনে পা রাখছেন শিবপ্রসাদ, আসবে কি কাঙ্খিত সাফল্য