ETV Bharat / entertainment

Cannes 2023: কান চলচ্চিত্র উৎসবে হাজির কারা কারা ? দেখানো হবে কোন ছবি ? দেখুন একনজরে - কান চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি

কান চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ থাকছেন সারা আলি খান, মানুষী চিল্লার, অনুষ্কা শর্মার মতো বলি সুন্দরীরা ৷

Cannes 2023
কান চলচ্চিত্র উৎসবের সূত্রপাত হয়ে গিয়েছে ইতিমধ্য়েই
author img

By

Published : May 16, 2023, 11:08 AM IST

Updated : May 16, 2023, 3:58 PM IST

হায়দরাবাদ, 16 মে: বিশ্বের সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র উৎসবগুলির একটি হল কান চলচ্চিত্র উৎসব ৷ ফ্রান্সের এই উৎসবে হাজির হন বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতারা ৷ এবারের 76তম কান চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে মঙ্গলবার থেকে ৷ উৎসব চলবে 27 মে পর্যন্ত ৷ ভারতের জন্যও এইবারের উৎসবটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ কারণ একদিকে যেমন মানুষী চিল্লার, অনুষ্কা শর্মারা অভিষেক করতে চলেছেন কানের লাল গালিচায় তেমনই আবার এই উৎসবে দেখানো হবে একাধিক ভারতীয় ছবি ৷

কানু বহেল পরিচালিত 'আগ্রা', অনুরাগ কাশ্যপ পরিচালিত 'কেনেডি' এবং যুধাজিৎ বসুর 'নেহেমিক' দেখানো হবে এই উৎসবে ৷ এছাড়া মনিপুরী ছবি 'ঈশানউ'ও জায়গা করে নিয়েছে এই উৎসবে ৷ আরিবাম শ্যাম শর্মা পরিচালিত এই ছবিটি অবশ্য তৈরি হয়েছিল নয়ের দশকে ৷ কান ফিল্ম ফেস্টিভ্যালের ক্লাসিক সেকশনে জায়গা করে নিয়েছে এই ছবিটি ৷ এবছর কানের জুরি প্রেসিডেন্ট হতে চলেছেন রুবেন স্টলুন্ড ৷

কান ফিল্ম ফেস্টিভ্যালে এবার শুধু প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা নয়, উপস্থিত থাকবেন আরও অনেকেই ৷ ঠিক যেমন বি টাউন থেকে দেখা যাবে ঈশা গুপ্তাকে ৷ তেমনই আবার অস্কারজয়ী গুণিত মোঙ্গা এবং কেন্দ্রীয় মন্ত্রী এল মরুগানও হাজির হবেন কানের লাল গালিচায় ৷ থাকবেন কুমার শানুর কন্যা শ্যানন কেও ৷

ঐশ্বর্য রাই বচ্চন এবং অদিতি রাও হায়দারি তো থাকছেনই তার পাশাপাশি এবার লাল গালিচায় প্রথমবার পা রাখতে চলেছেন সারা আলি খানও ৷ অন্যদিকে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডলি সিংও প্রথমবার পা রাখবেন এই চলচ্চিত্র উৎসবে ৷ নাগাল্যান্ডের প্রতিনিধি হিসাবে কানে হাজির হবেন বর্ষীয়ান পরিচালক কিভিনি শোহে আর তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী আন্দ্রেয়া কিভিচুসাকে ৷ তিনি কয়েকদিন আগেই আয়ুষ্মান খুরানার 'অনেক' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ৷ পরিচালক অনুরাগ কাশ্যপ এবং তাঁর নতুন ছবি 'কেনেডি'-তে মুখ্য় চরিত্রে অভিনয় করা রাহুল ভাটও এই উৎসবে পা রাখতে চলেছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: 'ভূতের ভবিষ্যৎ' নিয়ে মন্তব্যে শুভাপ্রসন্নের বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি অনীকের

হায়দরাবাদ, 16 মে: বিশ্বের সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র উৎসবগুলির একটি হল কান চলচ্চিত্র উৎসব ৷ ফ্রান্সের এই উৎসবে হাজির হন বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতারা ৷ এবারের 76তম কান চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে মঙ্গলবার থেকে ৷ উৎসব চলবে 27 মে পর্যন্ত ৷ ভারতের জন্যও এইবারের উৎসবটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ কারণ একদিকে যেমন মানুষী চিল্লার, অনুষ্কা শর্মারা অভিষেক করতে চলেছেন কানের লাল গালিচায় তেমনই আবার এই উৎসবে দেখানো হবে একাধিক ভারতীয় ছবি ৷

কানু বহেল পরিচালিত 'আগ্রা', অনুরাগ কাশ্যপ পরিচালিত 'কেনেডি' এবং যুধাজিৎ বসুর 'নেহেমিক' দেখানো হবে এই উৎসবে ৷ এছাড়া মনিপুরী ছবি 'ঈশানউ'ও জায়গা করে নিয়েছে এই উৎসবে ৷ আরিবাম শ্যাম শর্মা পরিচালিত এই ছবিটি অবশ্য তৈরি হয়েছিল নয়ের দশকে ৷ কান ফিল্ম ফেস্টিভ্যালের ক্লাসিক সেকশনে জায়গা করে নিয়েছে এই ছবিটি ৷ এবছর কানের জুরি প্রেসিডেন্ট হতে চলেছেন রুবেন স্টলুন্ড ৷

কান ফিল্ম ফেস্টিভ্যালে এবার শুধু প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা নয়, উপস্থিত থাকবেন আরও অনেকেই ৷ ঠিক যেমন বি টাউন থেকে দেখা যাবে ঈশা গুপ্তাকে ৷ তেমনই আবার অস্কারজয়ী গুণিত মোঙ্গা এবং কেন্দ্রীয় মন্ত্রী এল মরুগানও হাজির হবেন কানের লাল গালিচায় ৷ থাকবেন কুমার শানুর কন্যা শ্যানন কেও ৷

ঐশ্বর্য রাই বচ্চন এবং অদিতি রাও হায়দারি তো থাকছেনই তার পাশাপাশি এবার লাল গালিচায় প্রথমবার পা রাখতে চলেছেন সারা আলি খানও ৷ অন্যদিকে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডলি সিংও প্রথমবার পা রাখবেন এই চলচ্চিত্র উৎসবে ৷ নাগাল্যান্ডের প্রতিনিধি হিসাবে কানে হাজির হবেন বর্ষীয়ান পরিচালক কিভিনি শোহে আর তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী আন্দ্রেয়া কিভিচুসাকে ৷ তিনি কয়েকদিন আগেই আয়ুষ্মান খুরানার 'অনেক' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ৷ পরিচালক অনুরাগ কাশ্যপ এবং তাঁর নতুন ছবি 'কেনেডি'-তে মুখ্য় চরিত্রে অভিনয় করা রাহুল ভাটও এই উৎসবে পা রাখতে চলেছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: 'ভূতের ভবিষ্যৎ' নিয়ে মন্তব্যে শুভাপ্রসন্নের বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি অনীকের

Last Updated : May 16, 2023, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.