কান, 17 মে : প্রথমবার জুরির অন্যতম সদস্য হিসাবে কান চলচ্চিত্র উৎসবের অংশ হতে চলেছেন বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন ৷ এর আগে পরিচালক মীরা নায়ার, ঐশ্বরিয়া রাই বচ্চন-সহ আরও অনেক ভারতীয় চিত্রতারকাই এই সম্মান লাভ করেছেন ৷ এবার বেছে নেওয়া হয়েছে পর্দার পিকুকে ৷ কানে জুরি সদস্য় হিসাবে তাঁর প্রথম উপস্থিতির ভিডিয়ো এখন রীতিমত ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় ৷
সোমবার প্রথম কানের হোটেল মার্টিনেজে জুরি সদস্যদের জন্য আয়োজিত ডিনারে অংশ নিলেন দীপিকা (Deepika Padukone Cannes Videos) ৷ সোশ্যাল মিডিয়ায় দীপিকা অনুরাগীরা এই ভিডিয়ো দেখার পর রীতিমত উচ্ছ্বসিত ৷ এর আগে অবশ্য় সোমবার কানে পৌঁছানোর পর পরই একটি ভিডিয়ো ক্লিপ ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তাঁর যাত্রার ছোট ছোট কিছু ঝলক তুলে ধরে এই ক্লিপটি ৷ অবশ্য় দীপিকা জানান 11 ঘণ্টার জার্নির বেশিরভাগটাই তিনি কাটিয়েছেন ঘুমিয়ে ৷ ভিডিয়োর শেষ পর্যায়ে কান থেকে অনুরাগীদের ভালবাসাও জানান অভিনেত্রী ৷ তাঁর পোস্ট করা এই ভিডিয়োটিতে তাঁকে দেখা গিয়েছিল ক্যাজুয়াল ডেনিম ক্রপ টপ আর ট্রাউজারে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : এবার কি ইয়োহানির সঙ্গে গলা মেলাবেন গুরু
অভিনয়ের ক্ষেত্রে বলতে গেলে দীপিকাকে আগামীতে দেখা যাবে 'প্রজেক্ট কে' ছবিতে ৷ পরিচালক নাগ অশ্বিনের আসন্ন এই ছবিতে প্রভাসের সঙ্গে একদিকে যেমন স্ক্রিনশেয়ার করবেন অমিতাভ বচ্চন, তেমনই রয়েছন দীপিকাও ৷ প্যান ইন্ডিয়া বিগ বাজেট এই ছবিটি মূলত একটি সাই-ফাই বা সায়েন্স ফিকশন ৷ আগামি বছর পর্দায় আসছে এই ছবি ৷