ETV Bharat / entertainment

Dev Film New Song: শরদিন্দুর কাহিনিতে রবি ঠাকুরের গান, প্রেমিক সত্যান্বেষীর দেখা মিলল নতুন গানে - Byomkesh O Durgo Rohosyo New Song

'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবিতে প্রেমের মুহূর্তকে ফুটিয়ে তুলতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার বিরসার ৷ সোমবার মুক্তি পেল 'ও যে মানে না মানা' গানটি ৷

Dev Film New Song
মুক্তি পেল দেবের নতুন ছবির গান ও যে মানে না মানা
author img

By

Published : Aug 7, 2023, 3:52 PM IST

কলকাতা, 7 অগস্ট: বাঙালির আবেগে নাড়া দিয়েই শরদিন্দুর ব্য়োমকেশে রবি ঠাকুরের গান । বাঙালির মনে কবিগুরু চিরন্তন । সেই আবেগ বুঝেই দেবের এই উদ্যোগ । এবার মুক্তি পেল ছবির দ্বিতীয় গান 'ও যে মানে না মানা' ৷ বাঙালির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের গান ৷ তাঁর গানকে বারবার রূপোলি পর্দায় ব্যবহার করেছেন তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালক ৷ এবার একই রাস্তায় হাঁটলেন বিরসাও ৷ শরদিন্দু বন্দোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনিতে যুক্ত হল রবি ঠাকুরের গান 'ও যে মানে না মানা' ৷ সোমবার মুক্তি পেয়েছে এই রবীন্দ্রসঙ্গীতটি ৷

এই গানে কণ্ঠ দিয়েছেন লগ্নজিতা চক্রবর্তী ৷ সঙ্গীত প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুদীপ্ত পাল এবং দীপতর্ক বোস ৷ এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে ব্যোমকেশ সত্যবতীর মিষ্টি প্রেমের এক দৃশ্য ৷ গানের এই ভিডিয়োটিতে দেখা যায় গর্ভবতী সত্যবতী ৷ তাকে নিয়ে রাস্তায় হাঁটতে বেড়িয়েছেন ব্যোমকেশ ৷ যিনি রহস্য সমাধানে দূরে যাবেন ৷ তিনি চান সত্যবতী এই অবস্থায় তাঁর সঙ্গে যেন না যান ৷ কিন্তু গানের এই পর্বে এসে সত্যবতী বলে ওঠে সেও ব্যোমকেশের সঙ্গেই যাবে ৷ তাকে একা ছেড়ে সে থাকবে না ৷
এরপর পর্দায় দেখা যায় একটি গাড়ি ছুটে চলেছে ৷ আর ব্যাকগ্রাউন্ডে লগ্নজিতার কণ্ঠে শোনা যায় 'ও যে মানে না মানা' ৷ বলাই বাহুল্য গানটির জন্য় খুব মিষ্টি একটি মুহূর্ত সৃষ্টি করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত ৷ এই ছবিতে ব্যোমকেশকে শুধু একজন রহস্য সন্ধানী নয় পাওয়া যাবে একজন আদর্শ স্বামী রূপেও ৷ যে স্ত্রীর কথা মাথায় রেখে ধূমপান পর্যন্ত ত্যাগ করেছেন ৷ অন্যদিকে আবার তাঁকে দেখা যাবে অজিতের সঙ্গে মিলে ক্ষুরধার বুদ্ধিতে শান দিতেও ৷

আরও পড়ুন: 100 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ড এবার 'করনটাস্টিক'

'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 11 অগস্ট ৷ একই দিনে মুক্তি পেতে চলেছে মধুমিতা সরকারের নতুন ছবি 'চিনি 2' ৷ আবার বলিউডেও এদিন রয়েছে দু'টি বিগ রিলিজ ৷ একদিকে অক্ষয়ের 'ওএমজি 2' এবং অন্যদিকে সানির 'গদর 2' ৷ তাই সব মিলিয়ে বক্স অফিস ব্যাটেল কেমন জমে সেটাই দেখার ৷

কলকাতা, 7 অগস্ট: বাঙালির আবেগে নাড়া দিয়েই শরদিন্দুর ব্য়োমকেশে রবি ঠাকুরের গান । বাঙালির মনে কবিগুরু চিরন্তন । সেই আবেগ বুঝেই দেবের এই উদ্যোগ । এবার মুক্তি পেল ছবির দ্বিতীয় গান 'ও যে মানে না মানা' ৷ বাঙালির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের গান ৷ তাঁর গানকে বারবার রূপোলি পর্দায় ব্যবহার করেছেন তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালক ৷ এবার একই রাস্তায় হাঁটলেন বিরসাও ৷ শরদিন্দু বন্দোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনিতে যুক্ত হল রবি ঠাকুরের গান 'ও যে মানে না মানা' ৷ সোমবার মুক্তি পেয়েছে এই রবীন্দ্রসঙ্গীতটি ৷

এই গানে কণ্ঠ দিয়েছেন লগ্নজিতা চক্রবর্তী ৷ সঙ্গীত প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুদীপ্ত পাল এবং দীপতর্ক বোস ৷ এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে ব্যোমকেশ সত্যবতীর মিষ্টি প্রেমের এক দৃশ্য ৷ গানের এই ভিডিয়োটিতে দেখা যায় গর্ভবতী সত্যবতী ৷ তাকে নিয়ে রাস্তায় হাঁটতে বেড়িয়েছেন ব্যোমকেশ ৷ যিনি রহস্য সমাধানে দূরে যাবেন ৷ তিনি চান সত্যবতী এই অবস্থায় তাঁর সঙ্গে যেন না যান ৷ কিন্তু গানের এই পর্বে এসে সত্যবতী বলে ওঠে সেও ব্যোমকেশের সঙ্গেই যাবে ৷ তাকে একা ছেড়ে সে থাকবে না ৷
এরপর পর্দায় দেখা যায় একটি গাড়ি ছুটে চলেছে ৷ আর ব্যাকগ্রাউন্ডে লগ্নজিতার কণ্ঠে শোনা যায় 'ও যে মানে না মানা' ৷ বলাই বাহুল্য গানটির জন্য় খুব মিষ্টি একটি মুহূর্ত সৃষ্টি করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত ৷ এই ছবিতে ব্যোমকেশকে শুধু একজন রহস্য সন্ধানী নয় পাওয়া যাবে একজন আদর্শ স্বামী রূপেও ৷ যে স্ত্রীর কথা মাথায় রেখে ধূমপান পর্যন্ত ত্যাগ করেছেন ৷ অন্যদিকে আবার তাঁকে দেখা যাবে অজিতের সঙ্গে মিলে ক্ষুরধার বুদ্ধিতে শান দিতেও ৷

আরও পড়ুন: 100 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ড এবার 'করনটাস্টিক'

'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 11 অগস্ট ৷ একই দিনে মুক্তি পেতে চলেছে মধুমিতা সরকারের নতুন ছবি 'চিনি 2' ৷ আবার বলিউডেও এদিন রয়েছে দু'টি বিগ রিলিজ ৷ একদিকে অক্ষয়ের 'ওএমজি 2' এবং অন্যদিকে সানির 'গদর 2' ৷ তাই সব মিলিয়ে বক্স অফিস ব্যাটেল কেমন জমে সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.