ETV Bharat / entertainment

Byomkesh New Song: প্রকাশ্যে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'র প্রথম গান 'ব্যোম সত্যান্বেষী', মুগ্ধ অনুরাগীরা - Byomkesh O Durgo Rohosyo

প্রকাশ্যে এসেছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-এর প্রথম গান 'ব্যোম সত্যান্বেষী' ৷ সোশাল মিডিয়ায় এই গান ইতিমধ্যেই ঝড় তুলেছে ৷ দর্শকরা মজেছেন নতুন এই গানে ৷

Etv Bharat
'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-এর প্রথম গান 'ব্যোম সত্যান্বেষী'
author img

By

Published : Jul 31, 2023, 10:54 PM IST

হায়দরাবাদ, 31 জুলাই: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ট্রেলার ৷ এবার প্রকাশ্যে এসেছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'র প্রথম গান 'ব্যোম সত্যান্বেষী' ৷ সোমবার বিকেলেই গানটি মুক্তি পেয়েছে সোশাল মিডিয়ায় ৷ গানটির কথা ও সুর মন জয় করেছে দর্শকদের ৷

ব্যোমকেশ, শিবের অপর নাম ৷ গানের ছত্রে ছত্রে ধরা পড়েছে সেই শিববন্দনা ৷ ভগবান শিব যেমন অসহায়ের রক্ষাকর্তা তেমনি শয়তানের ধ্বংসও তিনিই করেন ৷ অন্ধকারে আলো দেখান তিনি ৷ আবার তিনি সত্যসন্ধানী ৷ ব্যোম ব্যোমকেশ গানে ফুটে উঠেছে তারই প্রতিফলন ৷ ছবিতে সত্যের সন্ধানে ব্যোমকেশ ৷ রহস্যের জটিল মায়াজাল ছিন্ন করতে যিনি বদ্ধপরিকর ৷

'ব্যোম সত্যান্বেষী' গানটি লিখেছেন অর্ঘ্য়নীল ঘোষ ৷ গানটিতে সুর দিয়েছেন ও গেয়েছেন দীপ্তর্ক বোস ৷ গিটারে অরিন্দম সরকার, বেস গিটারে সম্বীত সম্রাট, মিক্সিংয়ে শোমি চট্টোপাধ্যায় ৷ মিউজিকের অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব সামলেছেন দীপ্তর্ক বোস ৷ গানটিতে দর্শকদের মুগ্ধ করেছে তা, কমেন্টস থেকেই বোঝা যায় ৷ কেউ লিখেছেন, "গানটি শুনলে লোমখাঁড়া হয়ে যাচ্ছে ৷" আবার কেউ লিখেছেন," অনেকদিন পর এই গান মন ভালো করে দিল ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বিরসা দাশগুপ্ত পরিচালিত ও দেব অভিনীত এই ছবির প্রথম থেকেই চর্চায় ৷ নানা সমালোচনা পেড়িয়ে আজ দর্শকদের সামনে হাজির সত্যান্বেষী ব্যোমকেশ ও অর্থাৎ দেব ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অনেকেই ব্যোমকেশ চরিত্র ফুটিয়ে তুলেছেন পর্দায় ৷ অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায় অভিনীত ব্যোমকেশ দর্শক দরবারে ভূয়সি প্রশংসা কুড়িয়েছে ৷ এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন অভিনেতা দেব ৷

আরও পড়ুন: সকলকে অবাক করে মঞ্চে সৃজিত, মুক্তি পেল দেব-অভিনীত ব্যোমকেশের ট্রেলার

সাহিত্যের পাতা থেকে উঠে আসা এই ছবির ঝলক ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে ৷ দুর্গের মধ্যে রহস্য, খুন ও প্রতিহিংসা ৷ সমাধানে সত্যান্বেষী ব্যোমকেশ ৷ কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাঁকে ? আর কীভাবে হবে রহস্যের সমাধান ? তার উত্তর পাওয়া যাবে আগামী 11 অগষ্ট ৷

হায়দরাবাদ, 31 জুলাই: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ট্রেলার ৷ এবার প্রকাশ্যে এসেছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'র প্রথম গান 'ব্যোম সত্যান্বেষী' ৷ সোমবার বিকেলেই গানটি মুক্তি পেয়েছে সোশাল মিডিয়ায় ৷ গানটির কথা ও সুর মন জয় করেছে দর্শকদের ৷

ব্যোমকেশ, শিবের অপর নাম ৷ গানের ছত্রে ছত্রে ধরা পড়েছে সেই শিববন্দনা ৷ ভগবান শিব যেমন অসহায়ের রক্ষাকর্তা তেমনি শয়তানের ধ্বংসও তিনিই করেন ৷ অন্ধকারে আলো দেখান তিনি ৷ আবার তিনি সত্যসন্ধানী ৷ ব্যোম ব্যোমকেশ গানে ফুটে উঠেছে তারই প্রতিফলন ৷ ছবিতে সত্যের সন্ধানে ব্যোমকেশ ৷ রহস্যের জটিল মায়াজাল ছিন্ন করতে যিনি বদ্ধপরিকর ৷

'ব্যোম সত্যান্বেষী' গানটি লিখেছেন অর্ঘ্য়নীল ঘোষ ৷ গানটিতে সুর দিয়েছেন ও গেয়েছেন দীপ্তর্ক বোস ৷ গিটারে অরিন্দম সরকার, বেস গিটারে সম্বীত সম্রাট, মিক্সিংয়ে শোমি চট্টোপাধ্যায় ৷ মিউজিকের অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব সামলেছেন দীপ্তর্ক বোস ৷ গানটিতে দর্শকদের মুগ্ধ করেছে তা, কমেন্টস থেকেই বোঝা যায় ৷ কেউ লিখেছেন, "গানটি শুনলে লোমখাঁড়া হয়ে যাচ্ছে ৷" আবার কেউ লিখেছেন," অনেকদিন পর এই গান মন ভালো করে দিল ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বিরসা দাশগুপ্ত পরিচালিত ও দেব অভিনীত এই ছবির প্রথম থেকেই চর্চায় ৷ নানা সমালোচনা পেড়িয়ে আজ দর্শকদের সামনে হাজির সত্যান্বেষী ব্যোমকেশ ও অর্থাৎ দেব ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অনেকেই ব্যোমকেশ চরিত্র ফুটিয়ে তুলেছেন পর্দায় ৷ অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায় অভিনীত ব্যোমকেশ দর্শক দরবারে ভূয়সি প্রশংসা কুড়িয়েছে ৷ এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন অভিনেতা দেব ৷

আরও পড়ুন: সকলকে অবাক করে মঞ্চে সৃজিত, মুক্তি পেল দেব-অভিনীত ব্যোমকেশের ট্রেলার

সাহিত্যের পাতা থেকে উঠে আসা এই ছবির ঝলক ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে ৷ দুর্গের মধ্যে রহস্য, খুন ও প্রতিহিংসা ৷ সমাধানে সত্যান্বেষী ব্যোমকেশ ৷ কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাঁকে ? আর কীভাবে হবে রহস্যের সমাধান ? তার উত্তর পাওয়া যাবে আগামী 11 অগষ্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.