হায়দরাবাদ, 3 নভেম্বর: এসআরকের 57তম জন্মদিন নিয়ে এই মুহূর্তে উত্তাল নেটপাড়া(Shah Rukh 57th birthday) ৷ সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা বুধবার তো প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেনই এছাড়া তাঁর বাড়ির মন্নতের সামনেও ভিড় করেছিলেন তাঁরা ৷ এবার মুম্বইয়ের কিং খানের জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানানো হল দুবাইয়ের বুর্জ খলিফা কতৃপক্ষের তরফে ৷ অভিনেতা জন্মদিনে বিশেষ আলোক সজ্জায় সেজে উঠল বুর্জ খলিফা ৷ বিশ্বের এই সবচেয়ে উঁচু ভবনে এদিন বিশেষ এক আলোর অনুষ্ঠানের ব্যবস্থার করা হয় ৷ আলোয় সজ্জিত বুর্জ খলিফায় লেখা হয় "শুভ জন্মদিন শাহরুখ, শুভ জন্মদিন পাঠান। আমরা তোমাকে ভালোবাসি ৷" শুধু তাই নয় তাতে শাহরুখের একটি ছবিও ছিল(Burj Khalifa Lights up on SRK Birthday) ৷
বুর্জ খলিফা কতৃপক্ষের তরফে বুধবার রাতে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ আর তাতেই দেখা গেল এই আলোর কারসাজি ৷ ভিডিয়োতে ব্যবহার করা হয়েছে 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম' গানটিও (Burj Khalifa lights up to wish Shah Rukh on his 57th birthday)৷ শাহরুখের বিখ্য়াত ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-র যে গান আজও মুখে মুখে ফেরে তাঁর অনুরাগীদের ৷ শাহরুখও তাঁর ফ্যানেদের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে সকলকে ধন্য়বাদ জানিয়েছেন তাঁকে এত ভালোবাসার জন্য(SRK Birthday) ৷
প্রিয় তারকার জন্মদিনে বুর্জ খলিফার এই উদ্যোগে খুশি শাহরুখ অনুরাগীরাও ৷ এক নেটিজেন যেমন লিখেছেন, "শাহরুখ গ্লোবাল তারকা। অভিনন্দন কিং ৷" এর আগেও বুর্জ খলিফার তরফে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷ শাহরুখ দুবাই ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর 2020 সালে প্রথমবার এই উদ্যোগ নেওয়া হয় সংস্থার তরফে ৷ এরপর কিং খানের 56তম জন্মদিনেও সেজে উঠেছিল বিশ্বের সর্বোচ্চ ভবনটি ৷
এদিকে কয়েকবছর বছর পর ফের বড় পর্দায় ফিরতে চলেছেন কিং খান ৷ এর মাঝে 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট', 'লাল সিং চাড্ডা' এবং 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা' ছবিতে ক্যামিও পারফরম্য়ান্সে তাঁকে দেখা গিয়েছে ঠিকই, কিন্তু সেভাবে বড় চরিত্রে তিনি সামনে আসেননি ৷ পরের বছরের শুরুর দিকে কিং খান রূপালি পর্দায় ফিরে আসবেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ু্ন: সেলফি পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ জানালেন কিং খান
আগামী বছর পর পর তিনটি ছবি পর্দায় আসতে চলেছে তাঁর ৷ 'জিরো' বক্স অফিসে সেভাবে সাফল্য না পাওয়ার পর বড় পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি ৷ এবার তিনি পর্দায় ফিরছেন সিদ্ধার্থ আনন্দের 'পাঠান', অ্য়াটলির 'জওয়ান' এবং রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবির হাত ধরে ৷ এই তিনটি ছবির মাধ্যমে বিভিন্ন ধরনের দর্শকদের আকর্ষণ করার যে পরিকল্পনা করেছেন এসআরকে তা কতখানি সফল হন, সেটাই এখন দেখার ৷