ETV Bharat / entertainment

Bratya Basu on Hubba: 'থ্রিলার এবং কমেডির মিশ্রণ হুব্বা', নতুন ছবি নিয়ে জানালেন ব্রাত্য

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'হুব্বাট ছবির টিজার ৷ থ্রিলার এবং কমেডির এক দারুণ মিশেল এই ছবি জানালেন ব্রাত্য বসু ৷

Pic Credit Bratya Basu Facebook
হুব্বা ছবি তৈরি হয়েছে সত্য় ঘটনা অবলম্বনে জানালেন ব্রাত্য
author img

By

Published : Aug 12, 2023, 5:07 PM IST

কলকাতা, 12 অগস্ট: এসে গেল ব্রাত্য বসু পরিচালিত 'হুব্বা' ছবির টিজার । হুগলির এক সময়কার ত্রাস হুব্বা শ্যামল ওরফে শ্যামল দাসকে নিয়ে বাংলা ছবি তৈরি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । শ্যামল দাসকে নাকি বলা হত 'হুগলির দাউদ ইব্রাহিম'। খুন, মাদক পাচার-সহ বহু কুকর্মে লিপ্ত ছিল সে ৷ 2011 সালে বৈদ্যবাটীর একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় । হুগলির সেই কুখ্যাত ব্যক্তির জীবনের ঘটনাই এবার বড় পর্দায় ।
"কুত্তা যদি ঘেউ ঘেউ না করল, তাহলে সে কীসের কুত্তা?’ প্রথম ঝলকেই এমন কথা শোনা গেল ব্রাত্য বসু নির্মিত ছবির প্রধান চরিত্র 'হুব্বা'র কণ্ঠে ।

শুক্রবার মুক্তি পেল ছবির টিজার। এই ছবিতে হুব্বা শ্যামলের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা মোশারফ করিমকে । আর সিআইডি আধিকারিকের চরিত্রে রয়েছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত । এই ছবিতে বেশ কয়েকজন নাট্যকর্মীও অভিনয় করবেন বলে জানা গিয়েছে । পরিবির্তিত রাজনৈতিক পরিস্থিতিও এই ছবিতে উঠে আসবে বলে খবর ।

গত বছরই পুজোর সময়ে কলকাতায় এসে ব্রাত্য বসুর এই ছবির শুটিং সেরেছিলেন মোশারফ করিম । ছবিটি প্রযোজনায় ফিরদৌসুল হাসান । তাঁর প্রযোজনাতেই মুক্তি পেয়েছিল অনীক দত্তর 'অপরাজিত'। পরিচালক ব্রাত্য বসু ও প্রযোজক ফিরদৌসুল হাসান জুটির এটা দ্বিতীয় ছবি । এর আগে এই পরিচালক-প্রযোজক জুটি বানিয়েছিলেন ‘ডিকশনারি’। 'হুব্বা' টিজার ভিডিয়ো পোস্ট করে প্রযোজক ফিরদৌসুল হাসান লিখেছেন, "একসময় মৃত্যুর তাণ্ডব দেখাত হুব্বা ।"

আরও পড়ুন: সানি আমিশার 'গদর 2' ছবির কাছে প্রথম দিনেই পিছিয়ে অক্ষয়ের 'ও মাই গড 2'

ব্রাত্য বসু জানিয়েছেন, "হুব্বা, থ্রিলার এবং কমেডির মিশ্রণ। হুব্বা শ্যামল ন'য়ের দশকে হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন । তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ এবং অস্ত্র ও গোলাবারুদের লেনদেনের জন্য 30টি মামলা দায়ের করা হয়েছিল । সে তিনবার ধরা পড়লেও শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেয়ে যায় । 2009 সালে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল হুব্বা শ্যামল ৷ কিন্তু শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করে নেয় শ্য়ামল । 2011 সালে, বৈদ্যবাটীর কাছে তার মৃতদেহ পাওয়া যায় । আমি এই ছবির মাধ্যমে এই বিশ্বায়নের যুগে রাজনীতির পরিবর্তনশীল গতিশীলতা এবং আন্ডারওয়ার্ল্ডকে অন্বেষণ করতে চাই ।"

কলকাতা, 12 অগস্ট: এসে গেল ব্রাত্য বসু পরিচালিত 'হুব্বা' ছবির টিজার । হুগলির এক সময়কার ত্রাস হুব্বা শ্যামল ওরফে শ্যামল দাসকে নিয়ে বাংলা ছবি তৈরি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । শ্যামল দাসকে নাকি বলা হত 'হুগলির দাউদ ইব্রাহিম'। খুন, মাদক পাচার-সহ বহু কুকর্মে লিপ্ত ছিল সে ৷ 2011 সালে বৈদ্যবাটীর একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় । হুগলির সেই কুখ্যাত ব্যক্তির জীবনের ঘটনাই এবার বড় পর্দায় ।
"কুত্তা যদি ঘেউ ঘেউ না করল, তাহলে সে কীসের কুত্তা?’ প্রথম ঝলকেই এমন কথা শোনা গেল ব্রাত্য বসু নির্মিত ছবির প্রধান চরিত্র 'হুব্বা'র কণ্ঠে ।

শুক্রবার মুক্তি পেল ছবির টিজার। এই ছবিতে হুব্বা শ্যামলের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা মোশারফ করিমকে । আর সিআইডি আধিকারিকের চরিত্রে রয়েছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত । এই ছবিতে বেশ কয়েকজন নাট্যকর্মীও অভিনয় করবেন বলে জানা গিয়েছে । পরিবির্তিত রাজনৈতিক পরিস্থিতিও এই ছবিতে উঠে আসবে বলে খবর ।

গত বছরই পুজোর সময়ে কলকাতায় এসে ব্রাত্য বসুর এই ছবির শুটিং সেরেছিলেন মোশারফ করিম । ছবিটি প্রযোজনায় ফিরদৌসুল হাসান । তাঁর প্রযোজনাতেই মুক্তি পেয়েছিল অনীক দত্তর 'অপরাজিত'। পরিচালক ব্রাত্য বসু ও প্রযোজক ফিরদৌসুল হাসান জুটির এটা দ্বিতীয় ছবি । এর আগে এই পরিচালক-প্রযোজক জুটি বানিয়েছিলেন ‘ডিকশনারি’। 'হুব্বা' টিজার ভিডিয়ো পোস্ট করে প্রযোজক ফিরদৌসুল হাসান লিখেছেন, "একসময় মৃত্যুর তাণ্ডব দেখাত হুব্বা ।"

আরও পড়ুন: সানি আমিশার 'গদর 2' ছবির কাছে প্রথম দিনেই পিছিয়ে অক্ষয়ের 'ও মাই গড 2'

ব্রাত্য বসু জানিয়েছেন, "হুব্বা, থ্রিলার এবং কমেডির মিশ্রণ। হুব্বা শ্যামল ন'য়ের দশকে হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন । তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ এবং অস্ত্র ও গোলাবারুদের লেনদেনের জন্য 30টি মামলা দায়ের করা হয়েছিল । সে তিনবার ধরা পড়লেও শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেয়ে যায় । 2009 সালে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল হুব্বা শ্যামল ৷ কিন্তু শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করে নেয় শ্য়ামল । 2011 সালে, বৈদ্যবাটীর কাছে তার মৃতদেহ পাওয়া যায় । আমি এই ছবির মাধ্যমে এই বিশ্বায়নের যুগে রাজনীতির পরিবর্তনশীল গতিশীলতা এবং আন্ডারওয়ার্ল্ডকে অন্বেষণ করতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.