ETV Bharat / entertainment

Brahmastra at Box Office: আড়াইশো কোটি ছুঁতে চলল 'ব্রহ্মাস্ত্র'! রণালিয়ার জয়যাত্রা অব্যাহত - রণলিয়ার জয়যাত্রা অব্যাহত

সোমবারও বেশ ভালো ব্যবসা করল রণালিয়ার স্বপ্নের প্রজেক্ট 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' (Brahmastra passes the box office test )৷ সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে হিন্দি বলয় থেকে প্রায় 14.25 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ অন্যদিকে অন্যান্য ভাষায়ও প্রায় 2 কোটি টাকা আয় করেছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra at Box Office)৷

Brahmastra at Box Office
আড়াইশো কোটি ছুঁতে চলল 'ব্রহ্মাস্ত্র'! রণলিয়ার জয়যাত্রা অব্যাহত
author img

By

Published : Sep 13, 2022, 4:37 PM IST

মুম্বই, 13 সেপ্টেম্বর: 'ব্রহ্মাস্ত্র' ছবির জয়যাত্রা এখনও অব্যাহত ৷ পরপর কঠিন সমালোচনা, কঙ্গনার আক্রমণের মাঝেও তিনদিনেই এই ছবির সারা বিশ্ব জোড়া আয় ছিল প্রায় 225 কোটি ৷ সোমবারও বেশ ভালো ব্যবসা করল ছবি ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে সোমবার হিন্দি বলয় থেকে প্রায় 14.25 কোটি টাকার ব্যবসা করেছে রণালিয়ার এই স্বপ্নের প্রজেক্ট ৷ অন্যদিকে অন্যান্য ভাষায়ও প্রায় 2 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ অর্থাৎ প্রায় আড়াইশো কোটি ছুঁয়ে ফেলল এই ছবি (Brahmastra box office test )৷

সোমবারই বক্স অফিসে এই সাফল্য়ের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, "ব্রহ্মাস্ত্র প্রথম উইকএন্ডে খুব ভালো শুরু করেছে! এই অনুভূতিটি কেবল মাত্র কৃতজ্ঞতার ৷ আমাদের দর্শকদের জন্য় অফুরন্ত কৃতজ্ঞতা! দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাই আমার ছবি নিয়ে কাজ করার একমাত্র পুরস্কার ৷ ব্রহ্মাস্ত্র ট্রিলজির ভবিষ্যত এবং অ্যাস্ট্রাভার্স সবই দর্শকদের হাতে রয়েছে (Brahmastra passes the box office test)" ।

আর এবার সোমবারের রিপোর্ট দেখে মনে হচ্ছে বক্স অফিসের পরীক্ষায় সসম্মানে পাশ করেছে অয়নের ছবি (Brahmastra Part One Shiva) ৷ প্রথম দিনে বিশ্বব্যাপী 75 কোটি টাকা ও দ্বিতীয় দিনে 85 কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি ৷ অন্যদিকে তৃতীয় দিনে ছবির আয় ছিল প্রায় 65 কোটি টাকা ৷ চিত্রনাট্য এবং সংলাপ নিয়ে প্রশ্ন উঠলেও ছবিতে ভিএফএক্সের কাজ রীতিমতো মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই ৷ প্রথম দিনের বক্স অফিস কালেকশনে 'আরআরআর'-কেও পিছনে ফেলে দিয়েছিল রণলিয়ার 'ব্রহ্মাস্ত্র'(Ranbir Kapoor and Alia Bhatt ) ৷

আরও পড়ুন: পণ্ডিত কুমার বসুর উদ্যোগে শহরের বুকে মনোজ্ঞ সুর সন্ধ্যা

প্রসঙ্গত বিশ্বব্যাপী 8,913টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবিটি (ভারতে 5,019টি স্ক্রিন এবং বিদেশে 3,894টি স্ক্রিন) ৷ পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের প্রায় 9 বছরের পরিশ্রম রয়েছে 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' ছবির পিছনে ৷ রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মৌনি রায়, নাগার্জুন-সব মিলিয়ে কার্যত চাঁদের হাট বসেছে এই ছবিতে ৷ আগামী দিনে তা দর্শকদের আরও কতটা নজর কাড়বে সেটাই এখন এখন দেখার ৷

মুম্বই, 13 সেপ্টেম্বর: 'ব্রহ্মাস্ত্র' ছবির জয়যাত্রা এখনও অব্যাহত ৷ পরপর কঠিন সমালোচনা, কঙ্গনার আক্রমণের মাঝেও তিনদিনেই এই ছবির সারা বিশ্ব জোড়া আয় ছিল প্রায় 225 কোটি ৷ সোমবারও বেশ ভালো ব্যবসা করল ছবি ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে সোমবার হিন্দি বলয় থেকে প্রায় 14.25 কোটি টাকার ব্যবসা করেছে রণালিয়ার এই স্বপ্নের প্রজেক্ট ৷ অন্যদিকে অন্যান্য ভাষায়ও প্রায় 2 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ অর্থাৎ প্রায় আড়াইশো কোটি ছুঁয়ে ফেলল এই ছবি (Brahmastra box office test )৷

সোমবারই বক্স অফিসে এই সাফল্য়ের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, "ব্রহ্মাস্ত্র প্রথম উইকএন্ডে খুব ভালো শুরু করেছে! এই অনুভূতিটি কেবল মাত্র কৃতজ্ঞতার ৷ আমাদের দর্শকদের জন্য় অফুরন্ত কৃতজ্ঞতা! দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাই আমার ছবি নিয়ে কাজ করার একমাত্র পুরস্কার ৷ ব্রহ্মাস্ত্র ট্রিলজির ভবিষ্যত এবং অ্যাস্ট্রাভার্স সবই দর্শকদের হাতে রয়েছে (Brahmastra passes the box office test)" ।

আর এবার সোমবারের রিপোর্ট দেখে মনে হচ্ছে বক্স অফিসের পরীক্ষায় সসম্মানে পাশ করেছে অয়নের ছবি (Brahmastra Part One Shiva) ৷ প্রথম দিনে বিশ্বব্যাপী 75 কোটি টাকা ও দ্বিতীয় দিনে 85 কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি ৷ অন্যদিকে তৃতীয় দিনে ছবির আয় ছিল প্রায় 65 কোটি টাকা ৷ চিত্রনাট্য এবং সংলাপ নিয়ে প্রশ্ন উঠলেও ছবিতে ভিএফএক্সের কাজ রীতিমতো মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই ৷ প্রথম দিনের বক্স অফিস কালেকশনে 'আরআরআর'-কেও পিছনে ফেলে দিয়েছিল রণলিয়ার 'ব্রহ্মাস্ত্র'(Ranbir Kapoor and Alia Bhatt ) ৷

আরও পড়ুন: পণ্ডিত কুমার বসুর উদ্যোগে শহরের বুকে মনোজ্ঞ সুর সন্ধ্যা

প্রসঙ্গত বিশ্বব্যাপী 8,913টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবিটি (ভারতে 5,019টি স্ক্রিন এবং বিদেশে 3,894টি স্ক্রিন) ৷ পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের প্রায় 9 বছরের পরিশ্রম রয়েছে 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' ছবির পিছনে ৷ রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মৌনি রায়, নাগার্জুন-সব মিলিয়ে কার্যত চাঁদের হাট বসেছে এই ছবিতে ৷ আগামী দিনে তা দর্শকদের আরও কতটা নজর কাড়বে সেটাই এখন এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.