ETV Bharat / entertainment

Brahmastra Box Office Collection: কঙ্গনার আক্রমণের মাঝেই দু'শো কোটির ক্লাবে 'ব্রহ্মাস্ত্র'

প্রথম উইকএন্ডের দুশো কোটির ক্লাবে রণলিয়া জুটির নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra Part One Shiva) ৷ এর আগে প্রথম দিনে বিশ্বব্যাপী 75 কোটি টাকা ও দ্বিতীয় দিনে 85 কোটি টাকা আয় করেছিল এই ছবি (Brahmastra Box Office Collection)৷

Brahmastra Box Office Collection
কঙ্গনার আক্রমণের মাঝেই দু'শো কোটির ক্লাবে 'ব্রহ্মাস্ত্র'
author img

By

Published : Sep 12, 2022, 3:07 PM IST

মু্ম্বই, 12 সেপ্টেম্বর: উদ্বোধনী উইকএন্ডেই বক্স অফিসে শোরগোল ফেলে দিল রণলিয়া জুটির প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra Part One Shiva) ৷ প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী আয়ের নিরিখে দু'শো কোটির ক্লাবে পা রাখল এই ছবি ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে সোমবার এই খবর শেয়ার করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ এখনও পর্যন্ত বিশ্বব্য়াপী 225 কোটি টাকা আয় করেছে এই ছবি (Brahmastra earns 225 crore worldwide gross)৷ 'ওয়েক আপ সিড' এবং 'ইয়ে জওয়ানি হ্য়ায় দিওয়ানি' ছবির পরিচালক অয়নের একটি অ্যাম্বিসাস প্রজেক্ট ছিল 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' ৷ প্রায় 9 বছরের পরিশ্রম রয়েছে এই ছবির পিছনে ৷ গত 9 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷ আর প্রথম সপ্তাহান্তের রিপোর্ট বলছে হাজারো সমালোচনা সত্ত্বেও দর্শকদের মন টানতে সফল হয়েছে এই ছবি (Brahmastra gross box office collection worldwide )৷

দর্শকদের সে কারণে ধন্যবাদ জানাতে ভোলেননি পরিচালক ৷ অয়ন লেখেন, "ব্রহ্মাস্ত্র প্রথম উইকএন্ডে দুর্দান্ত শুরু করেছে! এই অনুভূতিটি কেবল মাত্র কৃতজ্ঞতার ৷ আমাদের দর্শকদের জন্য় অফুরন্ত কৃতজ্ঞতা! দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা আমাদের ছবি নিয়ে কাজ করার একমাত্র পুরস্কার ৷ ব্রহ্মাস্ত্র ট্রিলজির ভবিষ্যত এবং অ্যাস্ট্রাভার্স সবই দর্শকদের হাতে রয়েছে ৷ যা আমরা এই সপ্তাহে দর্শকদের কাছে পেয়েছি..."

দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন আলিয়াও ৷ ইনস্টাগ্রামে তিনি বলেন, "আলোতে উজ্জ্বল একটি উইকএন্ড ৷ আমাদের হৃদয় ভালবাসায় ভরে গিয়েছে ৷ আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ ৷" 410 কোটি টাকা ব্যয়ে তৈরি 'ব্রহ্মাস্ত্র' ইতিমধ্যেই হিন্দি ছবির সবচেয়ে ব্যয় বহুল ছবির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে ৷ এর আগে এই স্থানে ছিল 'ঠাগস অফ হিন্দুস্তান' ৷ যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটি বানাতে খরচ হয়েছিল 310 কোটি টাকা ৷ 'ব্রহ্মাস্ত্র' তৈরি হয়েছে স্টার স্টুডিয়ো, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্সের যৌথ প্রযোজনায় (Brahmastra box office collection)৷

আরও পড়ুন: ওটিটি প্লে অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার সেরা পরমব্রত চট্টোপাধ্যায়

প্রথমদিন থেকেই এই ছবির বক্স অফিস রিপোর্ট বেশ ভালো ৷ প্রথম দিনে বিশ্বব্যাপী 75 কোটি টাকা ও দ্বিতীয় দিনে 85 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ যদিও আবার এই ছবির সাফল্য নিয়ে একমত নন কঙ্গনা রানাওয়াতের মতো অনেকেই ৷ তাঁর দাবি, করণ জোহর গ্যাং দর্শকদের মধ্যে একটি হাইপ তৈরি করার চেষ্টা করছে। 'ব্রহ্মাস্ত্র'-র এই সাফল্য় সংক্রান্ত হিসেব আসলে একটি স্ক্যাম ৷ শুধু তাই নয় ৷ 'কুইন' কঙ্গনার মতে, এই ছবির বাজেটও অনেক বেশি ৷ ছবির বাজেট 410 কোটি নয় বরং 650 কোটি(Kangna on Brahmastra Part One Shiva) ৷

মু্ম্বই, 12 সেপ্টেম্বর: উদ্বোধনী উইকএন্ডেই বক্স অফিসে শোরগোল ফেলে দিল রণলিয়া জুটির প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra Part One Shiva) ৷ প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী আয়ের নিরিখে দু'শো কোটির ক্লাবে পা রাখল এই ছবি ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে সোমবার এই খবর শেয়ার করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ এখনও পর্যন্ত বিশ্বব্য়াপী 225 কোটি টাকা আয় করেছে এই ছবি (Brahmastra earns 225 crore worldwide gross)৷ 'ওয়েক আপ সিড' এবং 'ইয়ে জওয়ানি হ্য়ায় দিওয়ানি' ছবির পরিচালক অয়নের একটি অ্যাম্বিসাস প্রজেক্ট ছিল 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' ৷ প্রায় 9 বছরের পরিশ্রম রয়েছে এই ছবির পিছনে ৷ গত 9 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷ আর প্রথম সপ্তাহান্তের রিপোর্ট বলছে হাজারো সমালোচনা সত্ত্বেও দর্শকদের মন টানতে সফল হয়েছে এই ছবি (Brahmastra gross box office collection worldwide )৷

দর্শকদের সে কারণে ধন্যবাদ জানাতে ভোলেননি পরিচালক ৷ অয়ন লেখেন, "ব্রহ্মাস্ত্র প্রথম উইকএন্ডে দুর্দান্ত শুরু করেছে! এই অনুভূতিটি কেবল মাত্র কৃতজ্ঞতার ৷ আমাদের দর্শকদের জন্য় অফুরন্ত কৃতজ্ঞতা! দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা আমাদের ছবি নিয়ে কাজ করার একমাত্র পুরস্কার ৷ ব্রহ্মাস্ত্র ট্রিলজির ভবিষ্যত এবং অ্যাস্ট্রাভার্স সবই দর্শকদের হাতে রয়েছে ৷ যা আমরা এই সপ্তাহে দর্শকদের কাছে পেয়েছি..."

দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন আলিয়াও ৷ ইনস্টাগ্রামে তিনি বলেন, "আলোতে উজ্জ্বল একটি উইকএন্ড ৷ আমাদের হৃদয় ভালবাসায় ভরে গিয়েছে ৷ আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ ৷" 410 কোটি টাকা ব্যয়ে তৈরি 'ব্রহ্মাস্ত্র' ইতিমধ্যেই হিন্দি ছবির সবচেয়ে ব্যয় বহুল ছবির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে ৷ এর আগে এই স্থানে ছিল 'ঠাগস অফ হিন্দুস্তান' ৷ যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটি বানাতে খরচ হয়েছিল 310 কোটি টাকা ৷ 'ব্রহ্মাস্ত্র' তৈরি হয়েছে স্টার স্টুডিয়ো, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্সের যৌথ প্রযোজনায় (Brahmastra box office collection)৷

আরও পড়ুন: ওটিটি প্লে অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার সেরা পরমব্রত চট্টোপাধ্যায়

প্রথমদিন থেকেই এই ছবির বক্স অফিস রিপোর্ট বেশ ভালো ৷ প্রথম দিনে বিশ্বব্যাপী 75 কোটি টাকা ও দ্বিতীয় দিনে 85 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ যদিও আবার এই ছবির সাফল্য নিয়ে একমত নন কঙ্গনা রানাওয়াতের মতো অনেকেই ৷ তাঁর দাবি, করণ জোহর গ্যাং দর্শকদের মধ্যে একটি হাইপ তৈরি করার চেষ্টা করছে। 'ব্রহ্মাস্ত্র'-র এই সাফল্য় সংক্রান্ত হিসেব আসলে একটি স্ক্যাম ৷ শুধু তাই নয় ৷ 'কুইন' কঙ্গনার মতে, এই ছবির বাজেটও অনেক বেশি ৷ ছবির বাজেট 410 কোটি নয় বরং 650 কোটি(Kangna on Brahmastra Part One Shiva) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.