ETV Bharat / entertainment

Boycott Brahmastra Trend : জুতো পরে মন্দিরে, ভগবানের দিকে 'ফ্লাইং কিস' ! টুইটারে ট্রেন্ডিং বয়কট ব্রহ্মাস্ত্র - Brahmastra Trailer Controversy

বুধবার সকালে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত রণলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র' ট্রেলার (Alia Bhatt, Ranbir Kapoor Starrer Brahmastra) ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারে 'বয়কট ব্রহ্মাস্ত্র' ট্রেন্ড ৷ কেন ?

Boycott Brambhastra Trend in Social Media
ব্রহ্মাস্ত্র বয়কট ট্রেন্ড
author img

By

Published : Jun 16, 2022, 12:33 PM IST

মুম্বই, 16 জুন : বিতর্কে ব্রহ্মাস্ত্র ৷ মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবির ট্রেলার (Alia Bhatt and Ranbir Kapoor Starrer Movie Brahmastra) ৷ একদিকে দুরন্ত স্পেশাল এফেক্টস, বিগ বির ভয়েসওভার থাকলেও টুইটার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় 'বয়কট ব্রহ্মাস্ত্র' স্লোগান (#BoycottBrahmastra) চলছে ৷ কেন ?

নেটিজেনদের রাগের কারণ কি ? ট্রেলারে এক জায়গায় রণবীরকে মন্দিরের ঘণ্টা বাজাতে দেখা যায় ৷ আর সেসময় তাঁর পায়ে ছিল বুট জুতো ৷ তা দেখেই চটেছে নেটপাড়া ৷ ট্রেলার দেখে এক নেটিজেন লেখেন, "জুতো পরেই মন্দিরে প্রবেশ, আমরা উর্দুউড থেকে এটাই আশা করতে পারি । সনাতন ধর্মের প্রতি আমাদের আবেগে আঘাত করার সুযোগ কখনও হাতছাড়া করে না বলিউড ।" এমনই মত আরও অনেকের ৷ কেউ কেউ তো দক্ষিণী সিনেমার সঙ্গে তুলনা টেনে বলেছেন, দক্ষিণের সিনেমায় সবসময় ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, কিন্তু বলিউড ততটা নজর দেয় না ৷

আরও পড়ুন : 'আমাদের হৃদয়ের টুকরো', 'ব্রহ্মাস্ত্র'র ট্রেলার শেয়ার করে আবেগী আলিয়া

কেউ আবার বলছেন ঈশ্বরের দিকে 'ফ্লাইং কিস' ছুড়ছেন রণবীর ৷ এগুলো মেনে নেওয়া যায় না ৷ সবমিলিয়ে নেটিজেনদের ক্ষোভ এখন চরমে ৷ 9 সেপ্টেম্বর পর্দায় আসছে 'ব্রহ্মাস্ত্র' ৷ ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট তো বটেই দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং টেলি তারকা মৌনি রায়কেও ৷ স্পেশাল ক্যামিও অ্যাপিয়ারেন্সে থাকছেন শাহরুখ খান ৷

মুম্বই, 16 জুন : বিতর্কে ব্রহ্মাস্ত্র ৷ মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবির ট্রেলার (Alia Bhatt and Ranbir Kapoor Starrer Movie Brahmastra) ৷ একদিকে দুরন্ত স্পেশাল এফেক্টস, বিগ বির ভয়েসওভার থাকলেও টুইটার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় 'বয়কট ব্রহ্মাস্ত্র' স্লোগান (#BoycottBrahmastra) চলছে ৷ কেন ?

নেটিজেনদের রাগের কারণ কি ? ট্রেলারে এক জায়গায় রণবীরকে মন্দিরের ঘণ্টা বাজাতে দেখা যায় ৷ আর সেসময় তাঁর পায়ে ছিল বুট জুতো ৷ তা দেখেই চটেছে নেটপাড়া ৷ ট্রেলার দেখে এক নেটিজেন লেখেন, "জুতো পরেই মন্দিরে প্রবেশ, আমরা উর্দুউড থেকে এটাই আশা করতে পারি । সনাতন ধর্মের প্রতি আমাদের আবেগে আঘাত করার সুযোগ কখনও হাতছাড়া করে না বলিউড ।" এমনই মত আরও অনেকের ৷ কেউ কেউ তো দক্ষিণী সিনেমার সঙ্গে তুলনা টেনে বলেছেন, দক্ষিণের সিনেমায় সবসময় ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, কিন্তু বলিউড ততটা নজর দেয় না ৷

আরও পড়ুন : 'আমাদের হৃদয়ের টুকরো', 'ব্রহ্মাস্ত্র'র ট্রেলার শেয়ার করে আবেগী আলিয়া

কেউ আবার বলছেন ঈশ্বরের দিকে 'ফ্লাইং কিস' ছুড়ছেন রণবীর ৷ এগুলো মেনে নেওয়া যায় না ৷ সবমিলিয়ে নেটিজেনদের ক্ষোভ এখন চরমে ৷ 9 সেপ্টেম্বর পর্দায় আসছে 'ব্রহ্মাস্ত্র' ৷ ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট তো বটেই দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং টেলি তারকা মৌনি রায়কেও ৷ স্পেশাল ক্যামিও অ্যাপিয়ারেন্সে থাকছেন শাহরুখ খান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.