ETV Bharat / entertainment

Salman Gets Relief: সলমনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ খারিজ বম্বে হাইকোর্টে - Salman Khan

সলমন খানের (HC Quashes Complaint against Salman) বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ খারিজ করে দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)৷ 2019 সালে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক সাংবাদিক (Salman Gets Relief)৷

Salman Khan ETV Bharat
সলমনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ
author img

By

Published : Mar 30, 2023, 12:37 PM IST

মুম্বই, 30 মার্চ: অভিনেতা সলমন খানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে এক সাংবাদিকের দায়ের করা মামলা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট (HC Quashes Complaint against Salman)৷ বিচারপতি ভারতী ডাংগ্রের সিঙ্গল বেঞ্চ 2019 সালের সেই মামলা বাতিল করে বলেছেন যে, সলমন খান এবং তাঁর দেহরক্ষী নওয়াজ শেখের দায়ের করা আবেদনগুলি মেনে নেওয়া হচ্ছে ৷ গত বছর সলমন খান (Salman Gets Relief) ও তাঁর দেহরক্ষীকে নিম্ন আদালত যে সমন জারি করেছিল, তা বাতিল করে দিয়েছে হাইকোর্ট (Bombay High Court)৷

2022 সালের মার্চ মাসে বলিউডের 'সুলতান' (Salman Khan) এবং নওয়াজ শেখের বিরুদ্ধে সমন জারি করে ম্যাজিস্ট্রেট আদালত ৷ তাঁদের 5 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । সাংবাদিক অশোক পান্ডে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় সেই মামলার প্রেক্ষিতে এই আদেশ দিয়েছিল আদালত ৷ সাংবাদিক পরে অভিযোগ করেন যে, তাঁকে হুমকি দেওয়া হয় এবং লাঞ্ছিত করেন অভিযুক্তরা ।

গত বছরের এপ্রিল মাসে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সলমন খান ৷ অভিনেতার আবেদনের শুনানির জন্য 2022 সালের 5 এপ্রিল নিম্ন আদালতের জারি করা সমন স্থগিত করে হাইকোর্ট । শেখও পরে সমনকে চ্যালেঞ্জ করে একটি পিটিশন দাখিল করেন, যার ফলে সেই সমনও হাইকোর্ট স্থগিত করে ।

ওই সাংবাদিকের অভিযোগ ছিল যে, 2019 সালের এপ্রিল মাসে সলমন খান এবং নওয়াজ শেখ রাস্তায় সাইকেল চালানোর সময় অভিনেতার ছবি তোলার জন্য ওই সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করা হয় । এই ঘটনায় অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত অভিযোগ জানান অশোক পান্ডে ।

আরও পড়ুন: ছবির তৃতীয় গানে গলা দিলেন সলমন, রোমান্স জমল পূজার সঙ্গে

সলমন খান তাঁর পিটিশনে দাবি করেছেন যে, অশোক পান্ডের অভিযোগে অসঙ্গতি রয়েছে ৷ যে ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে সে দিন তিনি সাংবাদিককে কিছু বলেননি বলে দাবি করেন সলমন ৷ এই বিষয়ে পুলিশের রিপোর্টের ভিত্তিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরআর খান সলমনের বিরুদ্ধে সমন জারি করেছিলেন ৷

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 504 ধারা (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অবমাননা) এবং 506 (অপরাধমূলক ভাবে ভয় দেখানো) ধারার অধীনে মামলা দায়ের করা হয় ৷ মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালানোর সময় সলমনের ছবি তোলায় অভিনেতা তাঁর মোবাইল কেড়ে নিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন ওই সাংবাদিক ৷ সেই মামলাই বম্বে হাইকোর্ট আজ বাতিল করে দিয়েছে ৷

মুম্বই, 30 মার্চ: অভিনেতা সলমন খানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে এক সাংবাদিকের দায়ের করা মামলা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট (HC Quashes Complaint against Salman)৷ বিচারপতি ভারতী ডাংগ্রের সিঙ্গল বেঞ্চ 2019 সালের সেই মামলা বাতিল করে বলেছেন যে, সলমন খান এবং তাঁর দেহরক্ষী নওয়াজ শেখের দায়ের করা আবেদনগুলি মেনে নেওয়া হচ্ছে ৷ গত বছর সলমন খান (Salman Gets Relief) ও তাঁর দেহরক্ষীকে নিম্ন আদালত যে সমন জারি করেছিল, তা বাতিল করে দিয়েছে হাইকোর্ট (Bombay High Court)৷

2022 সালের মার্চ মাসে বলিউডের 'সুলতান' (Salman Khan) এবং নওয়াজ শেখের বিরুদ্ধে সমন জারি করে ম্যাজিস্ট্রেট আদালত ৷ তাঁদের 5 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । সাংবাদিক অশোক পান্ডে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় সেই মামলার প্রেক্ষিতে এই আদেশ দিয়েছিল আদালত ৷ সাংবাদিক পরে অভিযোগ করেন যে, তাঁকে হুমকি দেওয়া হয় এবং লাঞ্ছিত করেন অভিযুক্তরা ।

গত বছরের এপ্রিল মাসে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সলমন খান ৷ অভিনেতার আবেদনের শুনানির জন্য 2022 সালের 5 এপ্রিল নিম্ন আদালতের জারি করা সমন স্থগিত করে হাইকোর্ট । শেখও পরে সমনকে চ্যালেঞ্জ করে একটি পিটিশন দাখিল করেন, যার ফলে সেই সমনও হাইকোর্ট স্থগিত করে ।

ওই সাংবাদিকের অভিযোগ ছিল যে, 2019 সালের এপ্রিল মাসে সলমন খান এবং নওয়াজ শেখ রাস্তায় সাইকেল চালানোর সময় অভিনেতার ছবি তোলার জন্য ওই সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করা হয় । এই ঘটনায় অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত অভিযোগ জানান অশোক পান্ডে ।

আরও পড়ুন: ছবির তৃতীয় গানে গলা দিলেন সলমন, রোমান্স জমল পূজার সঙ্গে

সলমন খান তাঁর পিটিশনে দাবি করেছেন যে, অশোক পান্ডের অভিযোগে অসঙ্গতি রয়েছে ৷ যে ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে সে দিন তিনি সাংবাদিককে কিছু বলেননি বলে দাবি করেন সলমন ৷ এই বিষয়ে পুলিশের রিপোর্টের ভিত্তিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরআর খান সলমনের বিরুদ্ধে সমন জারি করেছিলেন ৷

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 504 ধারা (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অবমাননা) এবং 506 (অপরাধমূলক ভাবে ভয় দেখানো) ধারার অধীনে মামলা দায়ের করা হয় ৷ মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালানোর সময় সলমনের ছবি তোলায় অভিনেতা তাঁর মোবাইল কেড়ে নিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন ওই সাংবাদিক ৷ সেই মামলাই বম্বে হাইকোর্ট আজ বাতিল করে দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.