লখনউ, 4 অগস্ট: চিরঘুমের দেশে পাড়ি দিলেন বলিউডের জনপ্রিয় শিল্পী মিথিলেশ চতুর্বেদী (Mithilesh Chaturvedi Passes Away in Lucknow) ৷ 3 অগস্ট সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছু সময় ধরেই হৃদরোগের সঙ্গে লড়াই চালাতে হচ্ছিল এই অভিনেতাকে ৷ চিকিৎসার জন্য লখনউ-তেও নিয়ে যাওয়া হয় অভিনেতাকে ৷
বুধবার তাঁর জামাই আশিস চতুর্বেদী সোশাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবরটি সকলকে জানিয়েছেন ৷ অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন,"আপনি বিশ্বের সেরা বাবা, আপনি আমাকে জামাইয়ের মতো নয়, ছেলের মতো ভালোবাসতেন, আপনার আত্মা শান্তিতে থাকুক..."
1997 সালে 'ভাই ভাই' ছবির মাধ্য়মে মিথিলেশ চতুর্বেদী হিন্দি ছবির জগতে পা রাখেন ৷ এরপর তাঁর মূলত পরিচিতি গড়ে ওঠে টিভির দুনিয়ায় ৷ তাঁর প্রয়াণে তাই শোকাহত টেলিভিশন এবং বলিউড ইন্ডাস্ট্রি ৷ বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে তাঁকে ৷ সানি দেওলের সঙ্গে 'গদর: এক প্রেম কথা', মনোজ বাজপেয়ীর সঙ্গে 'সত্য', 'তাল', অভিষেক বচ্চনের সঙ্গে 'বান্টি অর বাবলি', হৃতিক রোশনের সঙ্গে 'কৃষ' এবং সলমন খানের সঙ্গে 'রেডি' এবং শাহরুখ খানের 'অশোকা' ছবিতেও স্ক্রিনশেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন: হিন্দি ছবির দুরবস্থার জন্য তুমিই দায়ী, আমিরকে তোপ করণের
পার্শ্বচরিত্রে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে ৷ তবে তাঁর অভিনয় সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল 'কোই মিল গ্যায়া' ছবিতে । এই ছবিতে তিনি হৃতিক রোশনের কম্পিউটার শিক্ষকের ভূমিকায় অভিনয় করেন তিনি । এছাড়া সম্প্রতি ওয়েবেও পা রেখেছিলেন এই অভিনেতা ৷ 2020 সালে 'স্ক্যাম 1992' সিরিজে তাঁর অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷ এই ছবিতে দেখানো হয়েছিল হর্ষল মেহেতার টাকা তছরুপের কাহিনি ৷ বর্তমানে মিথিলেশ চতুর্বেদী 'বাঞ্চাধা' নামের একটি ছবিতে কাজ করছিলেন ।