ETV Bharat / entertainment

Diwali 2023: ভালোবাসার মানুষের গালে চুমু এঁকে দিওয়ালি উদযাপন রণবীর-দীপিকার, পারফেক্ট ছবি পেলেন না করিনা - social media

Celeb Diwali Celebration: বলিউডের তারকারা মেতে ওঠেন দিওয়ালি উদযাপনে ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের একাধিক ছবি ৷

Etv Bharat
বলিউডের তারকাদের দিওয়ালি উদযাপন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 7:50 AM IST

Updated : Nov 13, 2023, 8:10 AM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর: দিওয়ালি পার্টির পর বলিউডের তারকারা পরিবারের সঙ্গে মেতে উঠলেন আলোর উৎসবে ৷ সোশাল মিডিয়ায় এমনই বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটের মতো বলিউডের তারকারা ৷ তার মধ্যে আলাদা করে কয়েকজনের কথা না-বললেই নয়। বিয়ের পর প্রথম দিওয়ালি উদযাপন করলেন কিয়ারা-সিদ্ধার্থ, পরিণীতি-রাঘবরা ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় আসতেই অনুরাগীরা জানালেন শুভেচ্ছা এই পাওয়ার কাপেলকে ৷

Diwali 2023
পরিণীতি চোপড়ার দিওয়ালি

কিয়ারা আদবানির সঙ্গে মিষ্টি একটা ছবি শেয়ার করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ৷ আলো দিয়ে সুন্দর করে সাজানো ছাদে দাঁড়িয়ে ছবি তুলেছেন সিড-কিয়ারা ৷ ক্যাপশনে লিখেছেন, "মাই লাভ উইথ হার লাইট ৷" পরিণীতি চোপড়া ইন্সটাস্টোরিতে ফুল দিয়ে সাজানো রঙ্গোলির ছবি শেয়ার করে সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন ৷ তবে রাঘবের সঙ্গে এখনও পর্যন্ত ছবি সোশাল মিডিয়ায় দেননি অভিনেত্রী ৷

বলিউডের আর এক কিউট কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ৷ স্বামীর গালে আলতো ঠোঁট ছোঁয়ানো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পাশাপাশি শেয়ার করেছেন দিওয়ালিতে বাড়িতে পুজোর ছবিও ৷ যা ট্যাগ করেছেন রণবীর সিংকে ৷ দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছে হোম-যজ্ঞ করতে ৷

অভিনেত্রী আলিয়া ভাটও স্বামী রণবীর কাপুরের সঙ্গে দিওযালিতে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ করিনা কাপুর খানের দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছিল দুই তারকাকে ৷ সেই সময়ের তাঁদের কিছু ছবি সোশাল মিডিয়া শেয়ার করেন আলিয়া ৷ যেখানে রণবীরকে দেখা যায়, আলিয়ার গালে চুমু এঁকে দেয়েছেন ৷

পরিবার ও স্ত্রী ক্যাটরিনার সঙ্গে দিওয়ালি উদযাপন করেছেন ভিকি কৌশল ৷ সোশাল মিডিয়ায় দিয়েছেন মিষ্টি সেই ছবি ৷

দুই ছেলে ও স্বামী সইফের সঙ্গে দারুণভাবে দিওয়ালি উদযাপন করেছেন করিনা কাপুর খানও ৷ গোলাপী সালোয়ার কামিজে দেখা গিয়েছে তাঁকে ৷ সইফকে দেখা গিয়েছে সাদা ধুতি-পাঞ্জাবিতে ৷ ক্যাপশনে লিখেছেন, "বছরের পর বছর পারফেক্ট ফ্যামিলি পিকচার চোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু হয়ে উঠছে না ৷ শুভ দীপাবলি ৷"

দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন পাণ্ডে পরিবার ৷ অনন্যা পাণ্ডে, চাঙ্কি পাণ্ডে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন নেটপাড়ায় ৷

দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে দিওয়ালির ছবি শেয়ার করেছেন অভিনেতা জুনিয়র এনটিআরও ৷ অনুরাগীদের জানিয়েছেন আলোর উৎসবের শুভেচ্ছা ৷

আরও পড়ুন:

1. রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির দিওয়ালি পার্টিতে গ্ল্যামারের ঝলকানি, দেখুন ভিডিয়ো

2. ভক্তদের দীপাবলির শুভেচ্ছায় ভরালেন বি-টাউনের তারকারা

3. ডিসেম্বরেই আসবে 'সালার' ট্রেলার, দিনক্ষণ জানাল প্রযোজনা সংস্থা

হায়দরাবাদ, 13 নভেম্বর: দিওয়ালি পার্টির পর বলিউডের তারকারা পরিবারের সঙ্গে মেতে উঠলেন আলোর উৎসবে ৷ সোশাল মিডিয়ায় এমনই বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটের মতো বলিউডের তারকারা ৷ তার মধ্যে আলাদা করে কয়েকজনের কথা না-বললেই নয়। বিয়ের পর প্রথম দিওয়ালি উদযাপন করলেন কিয়ারা-সিদ্ধার্থ, পরিণীতি-রাঘবরা ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় আসতেই অনুরাগীরা জানালেন শুভেচ্ছা এই পাওয়ার কাপেলকে ৷

Diwali 2023
পরিণীতি চোপড়ার দিওয়ালি

কিয়ারা আদবানির সঙ্গে মিষ্টি একটা ছবি শেয়ার করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ৷ আলো দিয়ে সুন্দর করে সাজানো ছাদে দাঁড়িয়ে ছবি তুলেছেন সিড-কিয়ারা ৷ ক্যাপশনে লিখেছেন, "মাই লাভ উইথ হার লাইট ৷" পরিণীতি চোপড়া ইন্সটাস্টোরিতে ফুল দিয়ে সাজানো রঙ্গোলির ছবি শেয়ার করে সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন ৷ তবে রাঘবের সঙ্গে এখনও পর্যন্ত ছবি সোশাল মিডিয়ায় দেননি অভিনেত্রী ৷

বলিউডের আর এক কিউট কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ৷ স্বামীর গালে আলতো ঠোঁট ছোঁয়ানো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পাশাপাশি শেয়ার করেছেন দিওয়ালিতে বাড়িতে পুজোর ছবিও ৷ যা ট্যাগ করেছেন রণবীর সিংকে ৷ দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছে হোম-যজ্ঞ করতে ৷

অভিনেত্রী আলিয়া ভাটও স্বামী রণবীর কাপুরের সঙ্গে দিওযালিতে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ করিনা কাপুর খানের দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছিল দুই তারকাকে ৷ সেই সময়ের তাঁদের কিছু ছবি সোশাল মিডিয়া শেয়ার করেন আলিয়া ৷ যেখানে রণবীরকে দেখা যায়, আলিয়ার গালে চুমু এঁকে দেয়েছেন ৷

পরিবার ও স্ত্রী ক্যাটরিনার সঙ্গে দিওয়ালি উদযাপন করেছেন ভিকি কৌশল ৷ সোশাল মিডিয়ায় দিয়েছেন মিষ্টি সেই ছবি ৷

দুই ছেলে ও স্বামী সইফের সঙ্গে দারুণভাবে দিওয়ালি উদযাপন করেছেন করিনা কাপুর খানও ৷ গোলাপী সালোয়ার কামিজে দেখা গিয়েছে তাঁকে ৷ সইফকে দেখা গিয়েছে সাদা ধুতি-পাঞ্জাবিতে ৷ ক্যাপশনে লিখেছেন, "বছরের পর বছর পারফেক্ট ফ্যামিলি পিকচার চোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু হয়ে উঠছে না ৷ শুভ দীপাবলি ৷"

দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন পাণ্ডে পরিবার ৷ অনন্যা পাণ্ডে, চাঙ্কি পাণ্ডে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন নেটপাড়ায় ৷

দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে দিওয়ালির ছবি শেয়ার করেছেন অভিনেতা জুনিয়র এনটিআরও ৷ অনুরাগীদের জানিয়েছেন আলোর উৎসবের শুভেচ্ছা ৷

আরও পড়ুন:

1. রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির দিওয়ালি পার্টিতে গ্ল্যামারের ঝলকানি, দেখুন ভিডিয়ো

2. ভক্তদের দীপাবলির শুভেচ্ছায় ভরালেন বি-টাউনের তারকারা

3. ডিসেম্বরেই আসবে 'সালার' ট্রেলার, দিনক্ষণ জানাল প্রযোজনা সংস্থা

Last Updated : Nov 13, 2023, 8:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.