ETV Bharat / entertainment

Bollywood Praises BCCI: সমবেতনের সিদ্ধান্ত! বিসিসিআইকে কুর্নিশ পর্দার মেরি কম থেকে ঝুলনদের

author img

By

Published : Oct 28, 2022, 10:34 AM IST

Updated : Oct 28, 2022, 10:47 AM IST

মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন- বিসিসিআইয়ের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানাল বলিউড ৷ অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা বা প্রিয়াঙ্কা চোপড়া মুখ খুললেন সকলেই ৷

Bolly Celebs on BCCI New Decision
পর্দার মেরি কম, ঝুলন থেকে কবীর খান বিসিসিআই-এর সমবেতনের সিদ্ধান্তের উচ্ছ্বসিত বলিউড

নয়া দিল্লি, 28 অক্টোবর: মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন পাবেন । বিসিসিআই-এর এহেন সিদ্ধান্তকে স্বাগত জানাল বলিউড(Bolly celebs on BCCI equal pay announcement) ৷ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়ে টুইট করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ টুইটে তিনি লেখেন,"আমি এটা ঘোষণা করতে পেরে খুবই খুশি যে বিসিসিআই লিঙ্গ বৈষম্য মোকাবিলার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নিল ৷ আমরা আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য বেতনে 'ইক্যুইটি' নীতি চালু করছি ৷ ভারতীয় ক্রিকেটে লিঙ্গ সমতার একটি যুগ শুরু হয়েছে । তাই এবার থেকে পুরুষ ও মহিলা ক্রিকেটার উভয়ের ম্যাচ ফি একই হবে।"

  • I’m pleased to announce @BCCI’s first step towards tackling discrimination. We are implementing pay equity policy for our contracted @BCCIWomen cricketers. The match fee for both Men and Women Cricketers will be same as we move into a new era of gender equality in 🇮🇳 Cricket. pic.twitter.com/xJLn1hCAtl

    — Jay Shah (@JayShah) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সিদ্ধান্ত সামনে আসতেই কলকাতা নাইট রাইডার্স দলের মালিক তথা বলিউডের বাদশা শাহরুখ খান লেখেন, "ফ্রন্ট ফুটে দারুণ শট ৷ স্পোর্টস দারুণ সাম্য তৈরি করে । আশা করি এই সিদ্ধান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে (Bolly celebs on BCCI) ৷"

  • What a good front foot shot. Sports being such an equaliser ( in more ways than one ) hoping it will pave the way for others to follow. https://t.co/Ko1pZpWm8z

    — Shah Rukh Khan (@iamsrk) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ খুলেছেন পর্দার 'চাকদা এক্সপ্রেস' অনুষ্কা শর্মাও ৷ পর্দায় ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে চলা বিরাট জায়াও জয় শাহের টুইটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তাঁর ইনস্টা স্টোরিতে । করতালি দিয়ে স্বাগতও জানিয়েছেন এই সিদ্ধান্তকে ৷ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পর্দার 'মেরি কম' প্রিয়াঙ্কা চোপড়াও ৷ তিনি, "বিসিসিআই এই শটটা একেবারে মাঠের বাইরে মেরেছে ৷ "

Bolly Celebs on BCCI New Decision
অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া মুখ খুললেন সকলেই ৷
Bolly Celebs on BCCI New Decision
মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন, বিসিসিআইয়ের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানাল বলিউড ৷

পর্দার মিতালী রাজ তাপসী পান্নু লেখেন,"সমান কাজের ক্ষেত্রে সমান বেতনের সিদ্ধান্ত একটি বিশাল পদক্ষেপ ৷ দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ (Bolly Celebs on BCCI New Decision)।"

  • A huge step towards equal pay for equal work. Thank you BCCI for leading with example 👏🏾

    — taapsee pannu (@taapsee) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ খুলেছেন অক্ষয় কুমারও ৷ টুইটে তিনি লেখেন, " এটা পড়ে হৃদয় খুশিতে নেচে উঠল ৷ এটি একটি দারুণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । এটি মহিলা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ।"

  • दिल ख़ुश हो गया यह पढ़ कर. छा गए @BCCI @JayShah ! It’s an absolutely brilliant decision, will go a long way in making our women players take up professional cricket. 👏🏻👏🏻👏🏻 https://t.co/4CyoESa0D2

    — Akshay Kumar (@akshaykumar) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে দীপাবলি পালন নিক-প্রিয়াঙ্কার

বিসিসিআইকে সেলাম জানিয়েছেন অভিনেতা সুনীল শেট্টিও ৷ তিনি লেখেন,"বিসিসিআই এবং সেই সমস্ত মানুষকে সেলাম জানাই যাঁরা এই ঐতিহাসিক সিদ্ধান্তের পিছনে রয়েছেন ৷ এটাই নতুন ভারতের বিজ্ঞাপন ৷ "

নয়া দিল্লি, 28 অক্টোবর: মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন পাবেন । বিসিসিআই-এর এহেন সিদ্ধান্তকে স্বাগত জানাল বলিউড(Bolly celebs on BCCI equal pay announcement) ৷ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়ে টুইট করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ টুইটে তিনি লেখেন,"আমি এটা ঘোষণা করতে পেরে খুবই খুশি যে বিসিসিআই লিঙ্গ বৈষম্য মোকাবিলার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নিল ৷ আমরা আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য বেতনে 'ইক্যুইটি' নীতি চালু করছি ৷ ভারতীয় ক্রিকেটে লিঙ্গ সমতার একটি যুগ শুরু হয়েছে । তাই এবার থেকে পুরুষ ও মহিলা ক্রিকেটার উভয়ের ম্যাচ ফি একই হবে।"

  • I’m pleased to announce @BCCI’s first step towards tackling discrimination. We are implementing pay equity policy for our contracted @BCCIWomen cricketers. The match fee for both Men and Women Cricketers will be same as we move into a new era of gender equality in 🇮🇳 Cricket. pic.twitter.com/xJLn1hCAtl

    — Jay Shah (@JayShah) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সিদ্ধান্ত সামনে আসতেই কলকাতা নাইট রাইডার্স দলের মালিক তথা বলিউডের বাদশা শাহরুখ খান লেখেন, "ফ্রন্ট ফুটে দারুণ শট ৷ স্পোর্টস দারুণ সাম্য তৈরি করে । আশা করি এই সিদ্ধান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে (Bolly celebs on BCCI) ৷"

  • What a good front foot shot. Sports being such an equaliser ( in more ways than one ) hoping it will pave the way for others to follow. https://t.co/Ko1pZpWm8z

    — Shah Rukh Khan (@iamsrk) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ খুলেছেন পর্দার 'চাকদা এক্সপ্রেস' অনুষ্কা শর্মাও ৷ পর্দায় ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে চলা বিরাট জায়াও জয় শাহের টুইটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তাঁর ইনস্টা স্টোরিতে । করতালি দিয়ে স্বাগতও জানিয়েছেন এই সিদ্ধান্তকে ৷ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পর্দার 'মেরি কম' প্রিয়াঙ্কা চোপড়াও ৷ তিনি, "বিসিসিআই এই শটটা একেবারে মাঠের বাইরে মেরেছে ৷ "

Bolly Celebs on BCCI New Decision
অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া মুখ খুললেন সকলেই ৷
Bolly Celebs on BCCI New Decision
মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন, বিসিসিআইয়ের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানাল বলিউড ৷

পর্দার মিতালী রাজ তাপসী পান্নু লেখেন,"সমান কাজের ক্ষেত্রে সমান বেতনের সিদ্ধান্ত একটি বিশাল পদক্ষেপ ৷ দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ (Bolly Celebs on BCCI New Decision)।"

  • A huge step towards equal pay for equal work. Thank you BCCI for leading with example 👏🏾

    — taapsee pannu (@taapsee) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ খুলেছেন অক্ষয় কুমারও ৷ টুইটে তিনি লেখেন, " এটা পড়ে হৃদয় খুশিতে নেচে উঠল ৷ এটি একটি দারুণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । এটি মহিলা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ।"

  • दिल ख़ुश हो गया यह पढ़ कर. छा गए @BCCI @JayShah ! It’s an absolutely brilliant decision, will go a long way in making our women players take up professional cricket. 👏🏻👏🏻👏🏻 https://t.co/4CyoESa0D2

    — Akshay Kumar (@akshaykumar) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে দীপাবলি পালন নিক-প্রিয়াঙ্কার

বিসিসিআইকে সেলাম জানিয়েছেন অভিনেতা সুনীল শেট্টিও ৷ তিনি লেখেন,"বিসিসিআই এবং সেই সমস্ত মানুষকে সেলাম জানাই যাঁরা এই ঐতিহাসিক সিদ্ধান্তের পিছনে রয়েছেন ৷ এটাই নতুন ভারতের বিজ্ঞাপন ৷ "

Last Updated : Oct 28, 2022, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.