ETV Bharat / entertainment

Celebs on Jawan Prevue: মুক্তির পর থেকেই 'জওয়ান'-এর ঝলকে বুঁদ নেটাগরিকরা, শাহরুখ জ্বরে কাঁপছে টলি-বলি দুই পাড়াই - শাহরুখ জ্বরে কাঁপছে টলিউড বলিউড

শুধু সাধারণ অনুরাগীরা নয় 'জওয়ান' ছবির ট্রেলার নিয়ে মাতোয়ারা টলিউড বলিউডও ৷ ট্রেলার শেয়ার করে কিং খানকে শুভেচ্ছা জানালেন শুভশ্রী-বনি-করণ জোহর-সহ আরও অনেকে ৷

Celebs on Jawan Trailer
শাহরুখের ছবির ট্রেলার নিয়ে মাতল টলিউড বলিউড
author img

By

Published : Jul 10, 2023, 3:33 PM IST

Updated : Jul 12, 2023, 10:10 AM IST

কলকাতা, 10 জুলাই: সচিন তেন্ডুলকর সম্পর্কে ক্রিকেটে একটি গল্প খুব প্রচলিত গল্প রয়েছে ৷ সচিন নিজেও বিভিন্ন ইন্টারভিউতে স্বীকার করেছেন এই ঘটনার কথা ৷ তখন তিনি ভারতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছেন ৷ প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হক তাঁর ছেলের সঙ্গে সচিনের কাছে আসেন এবং তাঁকে বলেন, "বেটা মেরা হ্য়ায় ফ্যান আপকা হ্যায় ৷" আজ শাহরুখকে সামনে পেলে কি একই কথা বলতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? কারণ কিং খানের 'জওয়ান' ছবির প্রিভিউ মুক্তি পেতেই তা সোশালে শেয়ার করলেন তৃষাণজিৎ ৷ শুধু তিনিই নয় তালিকায় রয়েছেন শুভশ্রী-বনি-করণ জোহর-সহ আরও অনেকে ৷ সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের প্রিয় বাদশা'কে ৷

Celebs on Jawan Trailer
প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎও শেয়ার করেছেন তাঁর মতামত

পরিচালক করণ জোহরের সঙ্গে শাহরুখের বন্ধুত্বের কথা কারও অজানা নয় ৷ এদিন তাই শাহরুখের নতুন ছবি ট্রেলার আসতে না-আসতেই তা শেয়ার করে প্রশংসায় মাতলেন এই বর্ষীয়ান পরিচালক ৷ করণ লেখেন, "ভাই আবার একটা দুরন্ত ব্লকবাস্টার হতে চলেছে ৷ অ্যাটলি তুমি তো আরও একবার দারুণ কাজ করে দেখালে ৷ সত্য়িই আর অপেক্ষা করতে পারছি না ৷"

Celebs on Jawan Trailer
মতামত জানালেন করণ

অন্যদিকে বলিউডের মতো টলিউডেও অনেকেই শেয়ার করেছেন শাহরুখের ছবির প্রিভিউটি ৷ তালিকায় রয়েছেন বনি সেনগুপ্ত, সৌমিতৃষা কুণ্ডু ৷ অন্য়দিকে একটি সুন্দর ইমোটিকন দিয়ে তাঁর অনুভূতি বুঝিয়ে দিয়েছেন রাজ ঘরণি শুভশ্রী ৷ স্টোরিতে ঝলকটি শেয়ার করে যে ইমোটিকনটি শেয়ার করেছেন তিনি তাতে দেখা যায় একটি মেয়ের চোখ জুড়ে ফুটে উঠেছে ভালোবাসা ৷ তাঁর এই ইমোটিকনটিই বলে দেয় ছবির ঝলক ঠিক কতখানি খুশি করেছে তাঁকে ৷

Celebs on Jawan Trailer
শাহরুখের ছবির ঝলক শেয়ার করলেন বনি

আরও পড়ুন: 'বলিউডকে এড়িয়ে থাকতে পারেন, শাহরুখকে নয়', জওয়ানের ট্রেলারে মেতে নেটপাড়া

অন্যদিকে, প্রিভিউয়ের সঙ্গে একটি রাজমুকুট শেয়ার করেছেন প্রসেনজিৎ-পুত্র তৃষানজিৎ চট্টোপাধ্য়ায় ৷ যা থেকেই বোঝা যায় ঠিক কী বোঝাতে চেয়েছেন তিনি ৷ শুধু সাধারণ অনুরাগীরা নয়, সেলেব মহল থেকে সেলেব কিডস সকলেই উত্তেজিত তাঁর এই নতুন ছবির ট্রেলার নিয়ে ৷ আগমী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের এই ছবি ৷

Celebs on Jawan Trailer
জওয়ান নিয়ে উচ্ছ্বসিত সৌমিতৃষা

কলকাতা, 10 জুলাই: সচিন তেন্ডুলকর সম্পর্কে ক্রিকেটে একটি গল্প খুব প্রচলিত গল্প রয়েছে ৷ সচিন নিজেও বিভিন্ন ইন্টারভিউতে স্বীকার করেছেন এই ঘটনার কথা ৷ তখন তিনি ভারতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছেন ৷ প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হক তাঁর ছেলের সঙ্গে সচিনের কাছে আসেন এবং তাঁকে বলেন, "বেটা মেরা হ্য়ায় ফ্যান আপকা হ্যায় ৷" আজ শাহরুখকে সামনে পেলে কি একই কথা বলতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? কারণ কিং খানের 'জওয়ান' ছবির প্রিভিউ মুক্তি পেতেই তা সোশালে শেয়ার করলেন তৃষাণজিৎ ৷ শুধু তিনিই নয় তালিকায় রয়েছেন শুভশ্রী-বনি-করণ জোহর-সহ আরও অনেকে ৷ সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের প্রিয় বাদশা'কে ৷

Celebs on Jawan Trailer
প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎও শেয়ার করেছেন তাঁর মতামত

পরিচালক করণ জোহরের সঙ্গে শাহরুখের বন্ধুত্বের কথা কারও অজানা নয় ৷ এদিন তাই শাহরুখের নতুন ছবি ট্রেলার আসতে না-আসতেই তা শেয়ার করে প্রশংসায় মাতলেন এই বর্ষীয়ান পরিচালক ৷ করণ লেখেন, "ভাই আবার একটা দুরন্ত ব্লকবাস্টার হতে চলেছে ৷ অ্যাটলি তুমি তো আরও একবার দারুণ কাজ করে দেখালে ৷ সত্য়িই আর অপেক্ষা করতে পারছি না ৷"

Celebs on Jawan Trailer
মতামত জানালেন করণ

অন্যদিকে বলিউডের মতো টলিউডেও অনেকেই শেয়ার করেছেন শাহরুখের ছবির প্রিভিউটি ৷ তালিকায় রয়েছেন বনি সেনগুপ্ত, সৌমিতৃষা কুণ্ডু ৷ অন্য়দিকে একটি সুন্দর ইমোটিকন দিয়ে তাঁর অনুভূতি বুঝিয়ে দিয়েছেন রাজ ঘরণি শুভশ্রী ৷ স্টোরিতে ঝলকটি শেয়ার করে যে ইমোটিকনটি শেয়ার করেছেন তিনি তাতে দেখা যায় একটি মেয়ের চোখ জুড়ে ফুটে উঠেছে ভালোবাসা ৷ তাঁর এই ইমোটিকনটিই বলে দেয় ছবির ঝলক ঠিক কতখানি খুশি করেছে তাঁকে ৷

Celebs on Jawan Trailer
শাহরুখের ছবির ঝলক শেয়ার করলেন বনি

আরও পড়ুন: 'বলিউডকে এড়িয়ে থাকতে পারেন, শাহরুখকে নয়', জওয়ানের ট্রেলারে মেতে নেটপাড়া

অন্যদিকে, প্রিভিউয়ের সঙ্গে একটি রাজমুকুট শেয়ার করেছেন প্রসেনজিৎ-পুত্র তৃষানজিৎ চট্টোপাধ্য়ায় ৷ যা থেকেই বোঝা যায় ঠিক কী বোঝাতে চেয়েছেন তিনি ৷ শুধু সাধারণ অনুরাগীরা নয়, সেলেব মহল থেকে সেলেব কিডস সকলেই উত্তেজিত তাঁর এই নতুন ছবির ট্রেলার নিয়ে ৷ আগমী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের এই ছবি ৷

Celebs on Jawan Trailer
জওয়ান নিয়ে উচ্ছ্বসিত সৌমিতৃষা
Last Updated : Jul 12, 2023, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.