মুম্বই, 30 মে: বিয়ের পর 27টি বসন্ত পার করে ফেললেন ববি দেওল ৷ আর এই বিশেষদিনে সকাল সকাল তাঁর ভালোবাসার মানুষটিকে শুভেচ্ছায় ভরালেন অভিনেতা ৷ শুধু যে স্ত্রী তানিয়া দেওলের মন ছুঁয়ে যাওয়া মেসেজ লিখলেন ববি তা নয় ৷ এদিন তাঁদের একটি সুন্দর ছবিও শেয়ার করেছেন 'আশ্রম'-স্টার ৷
এদিন ইনস্টাগ্রামে ববি একটি সুন্দর ছবি শেয়ার করেছেন ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে স্ত্রী তানিয়ার সঙ্গে ৷ আর সঙ্গে তিনি লিখেছেন, "27তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা আমার প্রিয়তমা ৷ সবসময় আমি শুধু তোমারই ৷" তাঁর এই ছবি সামনে আসতেই শুভেচ্ছার ডালি উপচে দিয়েছেন অনুরাগীরা ৷ কেউ কেউ যেমন হার্ট ইমোজি শেয়ার করেছেন অভিনেতার পোস্টের নীচে আবার তেমনই কেউ কেউ ফায়ার ইমোটিকন শেয়ার করে তাঁদের অনুভূতি ব্যক্ত করেছেন ৷
ছেলেকে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন ধর্মেন্দ্রও ৷ তিনি লেখেন,"শুভ বিবাহবার্ষিকী ৷ ভালোবাসা তোমাদের ৷" অন্যদিকে অভিনেতা চাঙ্কি পাণ্ডে লিখেছেন, "আমার সবচেয়ে কাছের দু'জন মানুষকে বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ৷" 1996 সালের 30 মার্চ তানিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ববি দেওল ৷ তাঁদের প্রথম সন্তান আর্যমানের জন্ম হয় 2001 সালে ৷ আর এরপর 2004 সালে দ্বিতীয়বার মা হন তানিয়া ৷ ববির ছোট ছেলের নাম ধরম ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: আইপিএল ট্রফি ঘরে তুলল ইয়োলো আর্মি, রূদ্ধশ্বাস জয়ের সাক্ষী সারা ভিকি
অভিনয়ের কথা বলতে গেলে শেষবার ববি দেওলকে পর্দায় দেখা প্রকাশ ঝাঁ পরিচালিত সিরিজ 'আশ্রম 3'-এ ৷ এই সিরিজে কাশীপুর ওয়ালে বাবা নিরালার চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন ববি ৷ এই ভণ্ড সাধুর চরিত্রে তাঁর এই অভিনয় ব্যাপক প্রশংসা কুড়োয় ৷ আগামীতে তিনি জুটি বাঁধতে চলেছেন রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা এবং অনিল কাপুরের সঙ্গে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি নাম 'অ্যানিম্যাল' ৷ ছবিটি আগামী 11 অগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷