Ajay Bobby Wishes Dharmendra: কিংবদন্তি ধর্মেন্দ্রর জন্মদিনে শুভেচ্ছা অজয়-ববির - Bobby Ajay wish Dharmendra on his birthday
87 বছর পূর্ণ করলেন হিন্দি সিনেমার ধর্মেন্দ্র(Dharmendra 87th birthday) ৷ জন্মদিনে অভিনেতাকে শুভেচ্ছা জানালেন ববি-অজয়রা ৷
হায়দরাবাদ, 8 ডিসেম্বর: 87 বছর পূর্ণ করলেন ধর্মেন্দ্র(Dharmendra 87th birthday) ৷ 1935 সালের 8 ডিসেম্বর পঞ্জাবের নাসরলিতে জন্ম এই অভিনেতার ৷ গত ছয় দশক ধের একের পর হিট ছবি সিনে অনুরাগীদের উপহার দিয়েছেন এই মানুষটি ৷ ধর্মেন্দ্রর হাত ধরে 'মেরা নাম জোকার', 'নয়া জামানা', 'মেরা গাঁও মেরা দেশ', 'রাজা জানি', 'সীতা অর গীতা', 'শোলে'-এর মতো জনপ্রিয় ছবি উপহার পেয়েছেন সিনে অনুরাগীরা ৷ যা হিন্দি ছবির জগতে আজ ক্লাসিকের মর্যাদা লাভ করেছে ৷ এই বিশেষ দিনে অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ভক্তরা ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগণও(Ajay Devgan and Dharmendra) ৷
অজয় তাঁর ইন্সটা স্টোরিতে ধর্মেন্দ্রর একটি ছবি শেয়ার করে লেখেন, 'শুভ জন্মদিন'(Ajay Bobby Wishes Dharmendra) ৷ শুধু অজয় নয় বলিউডের আরও অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতাকে ৷ ধর্মেন্দ্র পুত্র ববিও একটি সুন্দর ছবি শেয়ার করে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এই ছবিতে রয়েছেন ধর্মেন্দ্রর নাতিও ৷ ববি লিখেছেন,"তোমার ছেলে হতে পেরে গর্বিত ৷ শুভ জন্মদিন বাবা (Bobby Ajay wish Dharmendra on his birthday)৷"
আরও পড়ুন: শুটিংয়ে তাড়া করেছিল কুকুর, জানালেন সায়ন, আনন্দে মাতলেন শ্রেয়াও
ধর্মেন্দ্র 1960 সালে 'দিল ভি তেরা হাম ভি তেরে' ছবির মাধ্যমে হিন্দি সিনেমার জগতে পা রাখেন ৷ 1960-69 সাল পর্যন্ত প্রায় 50টি ছবিতে কাজ করেছেন তিনি ৷ এর মধ্য়ে রয়েছে 'শোলা অর শবনম', 'পূজা কে ফুল', 'আয়ি মিলন কি বেলা'-র মতো আইকনিক সব ছবি ৷ এরপর 1970-79 সালে 140 টিরও বেশি ছবিতে অভিনয় করেন এই অভিনেতা ৷ 2018 সালে তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে' ছবিতে ৷ তবে আগামী করণ জোহরের ছবি 'রকি অর রানি কি প্রেম কাহিনি'-র ফের খুব তাড়াতাড়ি পর্দায় আসতে চলেছেন তিনি ৷