ETV Bharat / entertainment

HBD Aditya Roy Kapur: জন্মদিনে ফিরে দেখা আদিত্যর জীবনের নারী রসায়নের ইতিবৃত্ত - আদিত্যর জীবনের নারী রসায়নের ইতিবৃত্ত

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক আদিত্য রায় কাপুর বুধবার তাঁর 37তম জন্মদিন পালন করছেন ৷ বারবার তাঁর ডেটিং সংক্রান্ত গুজব শিরোনাম এসেছে ৷ আসুন আজ ফিরে দেখা যাক কার কার সঙ্গে নাম জড়িয়েছিল 'মালং' স্টারের(Aditya Roy Kapur dating rumours ) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 16, 2022, 9:58 AM IST

মুম্বই, 16 নভেম্বর: বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক আদিত্য রায় কাপুর বুধবার তাঁর 37তম জন্মদিন পালন করছেন ৷ বক্স অফিস সাফল্যের নিরিখে যদিও একেবারে 'রোলার কোস্টার রাইড'-এর মধ্য় দিয়ে চলেছেন এই অভিনেতা ৷ তবে সোশাল মিডিয়ায় তাঁর ফ্য়ান ফলোইং মোটেই কম নয় ৷ শুধু তাই নয় তাঁর লেডি কিলার স্বভাবের জন্যও বারবার চর্চায় উঠে আসেন তিনি(Aditya Roy Kapur dating rumours) ৷

তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে রীতিমতো আগ্রহী নেটিজেনরা(when Aditya Roy Kapur made headlines For Dating) ৷ বারবার তাঁর ডেটিং সংক্রান্ত গুজব নিয়ে শিরোনাম হয়েছে সংবাদ মাধ্য়মে ৷ আসুন আজ ফিরে দেখা যাক কার কার সঙ্গে নাম জড়িয়েছিল 'মালং' স্টারের ৷ প্রথমেই যে নামটি চর্চায় উঠে আসছে তিনি হলেন শ্রদ্ধা কাপুর ৷ 2013 সালের ব্লকবাস্টার ফিল্ম 'আশিকি 2'-এ অভিনয় করার পর, চর্চা শুরু হয় শ্রদ্ধা-আদিত্য়কে নিয়ে ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মে চর্চা শুরু হয়েছিল যে অন-স্ক্রিন এই জুটি বাস্তব জীবনেও জুটি বাঁধতে চলেছেন ৷ তাঁদের দু'জনকে নিয়ে এই চর্চা চলেছিল বেশ কিছুদিন যাবৎ ৷ বিশেষত, তাঁরা একটি চ্যাট শোয়ে একসঙ্গে উপস্থিত হওয়ার পর তো আরও তুমুল আলোচনা শুরু হয় ৷ তবে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে তাঁদের পথ অন্য অন্য দিকে বাঁক নেয় ৷

দ্বিতীয় নামটি অবশ্য়ই রিয়া চক্রবর্তী ৷ রিয়া-আদিত্য তাঁদের কর্মজীবন শুরুর আগে 'ভিজে' হিসাবে কাজ করতেন ৷ বেশ কিছুদিন জমে উঠেছিল তাঁদের ডেটিং ৷ কিন্তু অজানা কারণে এই সম্পর্ক মাঝপথেই শেষ হয়ে যায় ৷ এরপর যে নারীর সঙ্গে নাম জড়িয়েছিল আদিত্যর তিনি অহনা দেওল ৷ হেমা মালিনীর মেয়ে অহনার সঙ্গে আদিত্যর প্রথম দেখা হয় সঞ্জয় লীলা বনসালির 'গুজারিশ' ছবির সেটে। খবর অনুযায়ী, দু'জনের ডেটিং পর্ব চলেছিল প্রায় চার বছর ৷ কিন্তু এরপর আসে বিচ্ছেদের মরশুম ৷

আরও পড়ুন: লিউডের কোন পরিচালকের অপেক্ষায় 'মহিষাসুরমর্দ্দিনী'র ছাত্রনেতা শাশ্বত ?

ক্যাটরিনা এবং আদিত্যের মধ্যে প্রণয়ের গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে 'ফিতুর' ছবিতে স্ক্রিনশেয়ার করার পর থেকে ৷ তবে এই সম্পর্কের গুজব খুব বেশিদিন স্থায়ী হয়নি ৷ 'কফি উইথ করণ'-এর শো থেকে জানা যায় অনন্য়া পাণ্ডের জীবনের ক্রাশও নাকি আদিত্য রায় কাপুর । তাঁদের একসঙ্গে পার্টিতেও দেখা গিয়েছে ।

মুম্বই, 16 নভেম্বর: বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক আদিত্য রায় কাপুর বুধবার তাঁর 37তম জন্মদিন পালন করছেন ৷ বক্স অফিস সাফল্যের নিরিখে যদিও একেবারে 'রোলার কোস্টার রাইড'-এর মধ্য় দিয়ে চলেছেন এই অভিনেতা ৷ তবে সোশাল মিডিয়ায় তাঁর ফ্য়ান ফলোইং মোটেই কম নয় ৷ শুধু তাই নয় তাঁর লেডি কিলার স্বভাবের জন্যও বারবার চর্চায় উঠে আসেন তিনি(Aditya Roy Kapur dating rumours) ৷

তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে রীতিমতো আগ্রহী নেটিজেনরা(when Aditya Roy Kapur made headlines For Dating) ৷ বারবার তাঁর ডেটিং সংক্রান্ত গুজব নিয়ে শিরোনাম হয়েছে সংবাদ মাধ্য়মে ৷ আসুন আজ ফিরে দেখা যাক কার কার সঙ্গে নাম জড়িয়েছিল 'মালং' স্টারের ৷ প্রথমেই যে নামটি চর্চায় উঠে আসছে তিনি হলেন শ্রদ্ধা কাপুর ৷ 2013 সালের ব্লকবাস্টার ফিল্ম 'আশিকি 2'-এ অভিনয় করার পর, চর্চা শুরু হয় শ্রদ্ধা-আদিত্য়কে নিয়ে ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মে চর্চা শুরু হয়েছিল যে অন-স্ক্রিন এই জুটি বাস্তব জীবনেও জুটি বাঁধতে চলেছেন ৷ তাঁদের দু'জনকে নিয়ে এই চর্চা চলেছিল বেশ কিছুদিন যাবৎ ৷ বিশেষত, তাঁরা একটি চ্যাট শোয়ে একসঙ্গে উপস্থিত হওয়ার পর তো আরও তুমুল আলোচনা শুরু হয় ৷ তবে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে তাঁদের পথ অন্য অন্য দিকে বাঁক নেয় ৷

দ্বিতীয় নামটি অবশ্য়ই রিয়া চক্রবর্তী ৷ রিয়া-আদিত্য তাঁদের কর্মজীবন শুরুর আগে 'ভিজে' হিসাবে কাজ করতেন ৷ বেশ কিছুদিন জমে উঠেছিল তাঁদের ডেটিং ৷ কিন্তু অজানা কারণে এই সম্পর্ক মাঝপথেই শেষ হয়ে যায় ৷ এরপর যে নারীর সঙ্গে নাম জড়িয়েছিল আদিত্যর তিনি অহনা দেওল ৷ হেমা মালিনীর মেয়ে অহনার সঙ্গে আদিত্যর প্রথম দেখা হয় সঞ্জয় লীলা বনসালির 'গুজারিশ' ছবির সেটে। খবর অনুযায়ী, দু'জনের ডেটিং পর্ব চলেছিল প্রায় চার বছর ৷ কিন্তু এরপর আসে বিচ্ছেদের মরশুম ৷

আরও পড়ুন: লিউডের কোন পরিচালকের অপেক্ষায় 'মহিষাসুরমর্দ্দিনী'র ছাত্রনেতা শাশ্বত ?

ক্যাটরিনা এবং আদিত্যের মধ্যে প্রণয়ের গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে 'ফিতুর' ছবিতে স্ক্রিনশেয়ার করার পর থেকে ৷ তবে এই সম্পর্কের গুজব খুব বেশিদিন স্থায়ী হয়নি ৷ 'কফি উইথ করণ'-এর শো থেকে জানা যায় অনন্য়া পাণ্ডের জীবনের ক্রাশও নাকি আদিত্য রায় কাপুর । তাঁদের একসঙ্গে পার্টিতেও দেখা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.