মুম্বই, 25 অক্টোবর: "শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধী ধূপ জ্বেলে আসন পেতেছি..." হ্যাঁ এই কালজয়ী বাংলা গান দিয়েই দীপাবলি পালন করলেন বিপাশা বসু ৷ সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী করণ সিং গ্রোভারও(Bipasha Karan Diwali Celebration) ৷ টলিউড হোক বা বলিউড-সমস্ত তারকাই মেতে উঠেছেন দীপাবলির আনন্দে ৷ আলোর উৎসবে সামিল হলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী বিপাশাও ৷ মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গনেশের পূজায় মেতে উঠতে দেখা গেল বিপসকে (Bipasha Basu Celebrating Diwali )৷
সোমবার নিজেই সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করলেন বিপাশা (Bipasha Karan Diwali Celebration Video )৷ নায়িকাকে এদিন দেখা গেল বেগুনি ঝলমলে পোশাকে ৷ অন্যদিকে করণের পরনে ছিল কালো কুর্তা এবং ম্যাচিং ট্রাউজার ৷ ভিডিয়োটি শেয়ার করে অনুরাগীদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ সোমবার আরও একটি ভিডিয়োও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ যেখানে বেশ ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গিয়েছেন করণ এবং বিপাশাকে ৷ এই রোমান্টিক ভিডিয়োটিও এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সবমিলিয়ে দীপাবলি যে বেশ দারুণ কাটল এই দম্পতির এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
খুব তাড়াতাড়ি মা হতে চলেছেন বলিউডের এই পরিচিত নায়িকা ৷ কয়েকদিন আগেই অনুরাগীদের এই সুখবর দিয়েছিলেন তিনি ৷ প্রসঙ্গত বিয়ের প্রায় ছয় বছর পর মা হতে চলেছেন তিনি ৷ 2016 সালে করণকে স্বামী হিসেবে বরণ করে নেন অভিনেত্রী ৷ 2015 সালে 'অ্যালোন' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারকা জুটি ৷ ছবির সেট থেকেই প্রেমের শুরু আর পরের বছর এপ্রিলে তা পরিণতি পায় বিবাহে ৷ সেভাবে ওঠা পড়ার গল্প অবশ্য় খুব বেশি শোনা যায়নি এই পরিবারে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: কেমন কাটল ভিক্যাট রণলিয়ার দীপাবলি...দেখুন কিছু ঝলক...
কয়েকদিন আগেই স্বামীকে নিয়ে সাধের অনুষ্ঠান পালনে মেতে উঠেছিলেন বিপাশা ৷ অভিনয়ের কথা বললে বিপাশা শেষবার পর্দায় ধরা দিয়েছেন মিনি সিরিজ 'ডেঞ্জারাস'-এ ৷ অন্যদিকে করণকে শেষবার দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'কুবুল হ্যায় 2.0'-এ ৷