মুম্বই, 12 নভেম্বর: সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মেয়ের নাম জানিয়ে দিলেন বিপাশা ও করণ। সোশাল মিডিয়ায় (Social Media) শেয়ার করলেন ছবিও ৷ সদ্যোজাত কন্যাসন্তানের গোলাপী পায়ের ছবি দিয়ে দম্পতি জানালেন, মেয়ের নাম 'দেবী বসু সিংহ গ্রোভার' (Devi Basu Singh Grover) । এই পোস্টের নীচে ক্যাপশানে তাঁরা লিখেছেন, "আমাদের ভালোবাসার বাস্তব রূপ এবং মা দুর্গার আশীর্বাদ এখন আমাদের মাঝখানে..ও সত্যিই ঐশ্বরিক ৷"
এই পোস্টের পর বিপাশা-করণের ভক্তরা থেকে সেলিব্রিটিরা (Celebrity) কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়েছেন তাঁদের পোস্ট ৷ ভক্তরা তাঁদের অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন। একইসঙ্গে ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিরাও এই খুশির খবরে অভিনন্দন জানিয়েছেন দম্পতিকে। দম্পতিকে অভিনন্দন জানিয়ে অভিনেত্রী সোফি চৌধুরী লিখেছেন, "এখনও পর্যন্ত সেরা খবর, আপনার ছোট্ট দেবদূতের জন্য ঈশ্বরের আশীর্বাদ।" বঙ্গতনয়ার ঘরে ফুটফুটে 'দেবীকন্যা' আসায় আনন্দের আবহ চারিদিকে। অগস্ট মাসে তাঁর এই মা হওয়ার খবর জানার পর থেকে ভক্তরা তাঁদের প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
উল্লেখ্য, 2016 সালে এই দম্পতি বিয়ে করেন। বিপাশা গর্ভাবস্থার পুরো সময় ধরে নিজের যত্ন নিয়েছেন ৷ মাঝে মাঝে ভক্তদের জন্য ভিডিয়ো, কখনও ছবি শেয়ার করে নিজের অবস্থা জানিয়েছেন। একই সঙ্গে বিপাশাকে অনেক ভিডিওতে বেশ মজা করতে দেখা গিয়েছে। এর পাশপাশি করণ এবং বিপাশা একসঙ্গে মাতৃত্বকালীন ফটোশুটও করেছিলেন, যার কারণে বিপাশাকে ট্রোলডও হতে হয়েছিল।
2015 সালে, 'একা' ছবির সেটে দেখা হয়েছিল এবং পরের বছর 2016 সালে, এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের 6 বছর পর, এদিন তাঁদের পরিবারে এল নতুন সদস্য ৷ কয়েকদিন আগে বলিপাড়ায় আরও এক সুখবর পাওয়া গিয়েছে ৷ রণবীর কাপুর ও আলিয়া ভাটও এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেয়ে ও স্ত্রী আলিয়াকে বাড়িতে নিয়ে যান রণবীর। কন্যার আগমনে কাপুর পরিবারেও আনন্দের পরিবেশ।
আরও পড়ুন: বিয়ের ছ'বছর পর মা হলেন বিপাশা বস