ETV Bharat / entertainment

Bickram Ghosh: সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত হলেন পণ্ডিত বিক্রম ঘোষ

সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হল পণ্ডিত বিক্রম ঘোষকে (Bickram Ghosh wins the Sangeet Natak Akademi Award) ৷

Bickram Ghosh
সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত হলেন পণ্ডিত বিক্রম ঘোষ
author img

By

Published : Nov 26, 2022, 11:13 AM IST

Updated : Nov 26, 2022, 12:45 PM IST

কলকাতা, 26 নভেম্বর: সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হল সঙ্গীত শিল্পী পণ্ডিত বিক্রম ঘোষকে ৷ 2019 থেকে 2021 সাল পর্যন্ত বন্ধ ছিল এই পুরস্কার প্রদান পর্ব ৷ আর তাই এবার গোটা ভারতবর্ষ থেকে মোট 128 জন সঙ্গীত শিল্পীকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য ৷ তাঁদেরই অন্যতম হলেন যন্ত্রসঙ্গীত শিল্পী তথা সুরকার পণ্ডিত বিক্রম ঘোষ ৷ শিল্পী নিজেও আপ্লুত এই পুরস্কার লাভ করে (Bickram Ghosh wins the Sangeet Natak Akademi Award)৷

কেন্দ্রীয় সরকারের জেনারেল কাউন্সিল অফ সঙ্গীত নাটক আকাদেমির পক্ষ থেকে প্রতিবছর নৃত্য, নাটক, গান, আদিবাসী সঙ্গীত, লোকসঙ্গীত, যন্ত্রসঙ্গীত-সহ বিভিন্ন ক্ষেত্রের দিকপালদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় ৷ এবার বেছে নেওয়া হয়েছে 128 জনকে ৷ 1952 সালে প্রথমবার শিল্পীদের এই পুরস্কারে সম্মানিত করতে শুরু করে কাউন্সিল ৷ এই পুরস্কারের মূল উদ্দেশ্য় হল সেই সমস্ত মানুষদের দক্ষতা এবং অবদানকে সম্মান জানানো যাঁরা সৃজনশীলতার এক অনন্য় মাইলফলক স্থাপন করেছেন ৷

আরও পড়ুন: 'নতুন বার্সা ফ্যানের আগমন', রণলিয়াকে শুভেচ্ছা স্প্যানিশ ক্লাবের

পুরস্কার পেয়ে আপ্লুত বিক্রম বলেন, "ভারত সরকারের কাছ থেকে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার (আকাদেমি পুরস্কার) পেয়ে সম্মানিত বোধ করছি ৷ আমার সমস্ত গুরুকে আমার প্রণাম(Bickram Ghosh Wins Akademi Award) ৷" বিক্রম ঘোষের সঙ্গেই এই পুরস্কার তুলে দেওয়া হবে অনুপ জালোটা, এন ইরাবত সিং, কুশল দাস, জি বালাকৃষ্ণ প্রসাদ-সহ আরও অনেক পরিচিত শিল্পীদের হাতে ৷ শিল্পীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ৷ নৃত্যের জন্য় একদিকে যেমন এই পুরস্কার তুলে দেওয়া হবে নির্মলা পানিকর, সুতপা তালুকদারদের হাতে তেমনই পুরস্কৃত হচ্ছেন মমতা শংকরও( Sangeet Natak Akademi Award) ৷

কলকাতা, 26 নভেম্বর: সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হল সঙ্গীত শিল্পী পণ্ডিত বিক্রম ঘোষকে ৷ 2019 থেকে 2021 সাল পর্যন্ত বন্ধ ছিল এই পুরস্কার প্রদান পর্ব ৷ আর তাই এবার গোটা ভারতবর্ষ থেকে মোট 128 জন সঙ্গীত শিল্পীকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য ৷ তাঁদেরই অন্যতম হলেন যন্ত্রসঙ্গীত শিল্পী তথা সুরকার পণ্ডিত বিক্রম ঘোষ ৷ শিল্পী নিজেও আপ্লুত এই পুরস্কার লাভ করে (Bickram Ghosh wins the Sangeet Natak Akademi Award)৷

কেন্দ্রীয় সরকারের জেনারেল কাউন্সিল অফ সঙ্গীত নাটক আকাদেমির পক্ষ থেকে প্রতিবছর নৃত্য, নাটক, গান, আদিবাসী সঙ্গীত, লোকসঙ্গীত, যন্ত্রসঙ্গীত-সহ বিভিন্ন ক্ষেত্রের দিকপালদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় ৷ এবার বেছে নেওয়া হয়েছে 128 জনকে ৷ 1952 সালে প্রথমবার শিল্পীদের এই পুরস্কারে সম্মানিত করতে শুরু করে কাউন্সিল ৷ এই পুরস্কারের মূল উদ্দেশ্য় হল সেই সমস্ত মানুষদের দক্ষতা এবং অবদানকে সম্মান জানানো যাঁরা সৃজনশীলতার এক অনন্য় মাইলফলক স্থাপন করেছেন ৷

আরও পড়ুন: 'নতুন বার্সা ফ্যানের আগমন', রণলিয়াকে শুভেচ্ছা স্প্যানিশ ক্লাবের

পুরস্কার পেয়ে আপ্লুত বিক্রম বলেন, "ভারত সরকারের কাছ থেকে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার (আকাদেমি পুরস্কার) পেয়ে সম্মানিত বোধ করছি ৷ আমার সমস্ত গুরুকে আমার প্রণাম(Bickram Ghosh Wins Akademi Award) ৷" বিক্রম ঘোষের সঙ্গেই এই পুরস্কার তুলে দেওয়া হবে অনুপ জালোটা, এন ইরাবত সিং, কুশল দাস, জি বালাকৃষ্ণ প্রসাদ-সহ আরও অনেক পরিচিত শিল্পীদের হাতে ৷ শিল্পীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ৷ নৃত্যের জন্য় একদিকে যেমন এই পুরস্কার তুলে দেওয়া হবে নির্মলা পানিকর, সুতপা তালুকদারদের হাতে তেমনই পুরস্কৃত হচ্ছেন মমতা শংকরও( Sangeet Natak Akademi Award) ৷

Last Updated : Nov 26, 2022, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.