ETV Bharat / entertainment

Kangana Pats Kartik Kiara : 'ধাকড়'-এর সঙ্গে লড়াই তাও প্রথমদিনে বাজি মাত 'ভুল ভুলাইয়া 2'-এর, কার্তিককে অভিনন্দন জানালেন কঙ্গনা - ধাকড়এর সঙ্গে লড়াই তাও প্রথমদিনে বাজি মাত ভুল ভুলাইয়া 2 এর কার্তিককে অভিনন্দন জানালেন কঙ্গনা

বক্স অফিসে প্রথমদিনেই 14.11 কোটি আয় করল কার্তিকের 'ভুল ভুলাইয়া 2' ৷ লড়াইয়ে রয়েছে তাঁর ছবি 'ধাকড়'-ও ৷ তবে তা সত্ত্বেও খেলোয়াড়ি মানসিকতা বজায় রেখে কার্তিককে সাফল্যের অভিনন্দন জানাতে ভুললেন না কঙ্গনা ৷

Kangana Pats Kartik Kiara
'ধাকড়'-এর সঙ্গে লড়াই তাও প্রথমদিনে বাজি মাত 'ভুল ভুলাইয়া 2'-এর, কার্তিককে অভিনন্দন জানালেন কঙ্গনা
author img

By

Published : May 21, 2022, 5:52 PM IST

মুম্বই, 21 মে: পরিচালক আনিস বাজমীর বহু প্রতিক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া 2' নিয়ে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছিল ট্রেলার সামনে আসার পর থেকেই ৷ বক্স অফিসে প্রথম দিনেই 14.11 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ যা এখনও পর্যন্ত কার্তিক আরিয়ানের ছবির জন্য প্রথমদিনে সবচেয়ে বড় আয় ৷ একইদিনে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানওয়াতের নতুন ছবি 'ধাকড়'-ও ৷ তবে তা সত্ত্বেও খেলোয়াড় মানসিকতা বজায় রেখে কার্তিককে সাফল্যের অভিনন্দন জানাতে ভুললেন না তিনি ৷

তাঁর আগে মুক্তি পাওয়া সবকটি ছবির প্রথমদিনের আয়ের ভিত্তিতে এগিয়ে রয়েছে 'ভুল ভুলাইয়া 2' ৷ ট্রেড অ্যানালিস্ট তথা ফিল্ম ক্রিটিক তরণ আর্দশ যে তথ্য় দিয়েছেন তাতে দেখা যায়, 'ভুল ভুলাইয়া 2' হল কার্তিক আরিয়ানের সবচেয়ে বড় ওপেনার ৷ কারণ এর আগে তাঁর 'লাভ আজকাল' ছবির প্রথমদিনের আয় ছিল 9.10 কোটি, 'লুকাছুপি'-র আয় ছিল 8.01 কোটি 'পেয়ার কা পঞ্চনামা 2' ছবির প্রথম দিনের সংগ্রহ ছিল 6.80 কোটি ৷ সেই অর্থে দেখতে গেলে 'বচ্চন পাণ্ডে' এবং 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র থেকেও প্রথমদিনে বেশি আয় করেছে 'ভুল ভুলাইয়া 2' ৷ প্রথমদিনের অক্ষয়ের ছবির আয় ছিল 13.25 কোটি আর আলিয়ার ছবির আয় ছিল 10.50 কোটি ৷

Kangana Pats Kartik Kiara
খেলোয়াড়ি মানসিকতা বজায় রেখে কার্তিককে সাফল্যের অভিনন্দন জানাতে ভুললেন না কঙ্গনা

আরও পড়ুন : রাজনীতি থেকে পরিচালনা, তরুণ মজুমদারকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন সিপিএমের শতরূপ

কার্তিকের ছবির সাফল্যের খবর সামনে আসার পরেই তাঁকে শুভেচ্ছা জানান কঙ্গনা ৷ ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, "হিন্দি বক্স অফিসে যে ড্রাই স্পেল চলছিল তা শেষ করার জন্য় অভিনন্দন 'ভুল ভুলাইয়া 2'... ছবির পুরো টিমকে অনেক অভিনন্দন ৷" 'ভুল ভুলাইয়া 2' ছবিতে কার্তিকের সঙ্গেই রয়েছেন কিয়ারা আদবাণী এবং টাব্বুর মত অভিনেত্রীরাও ৷ নিজের পোস্টে কিয়ারাকেও ট্যাগ করেছেন কঙ্গনা ৷

মুম্বই, 21 মে: পরিচালক আনিস বাজমীর বহু প্রতিক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া 2' নিয়ে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছিল ট্রেলার সামনে আসার পর থেকেই ৷ বক্স অফিসে প্রথম দিনেই 14.11 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ যা এখনও পর্যন্ত কার্তিক আরিয়ানের ছবির জন্য প্রথমদিনে সবচেয়ে বড় আয় ৷ একইদিনে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানওয়াতের নতুন ছবি 'ধাকড়'-ও ৷ তবে তা সত্ত্বেও খেলোয়াড় মানসিকতা বজায় রেখে কার্তিককে সাফল্যের অভিনন্দন জানাতে ভুললেন না তিনি ৷

তাঁর আগে মুক্তি পাওয়া সবকটি ছবির প্রথমদিনের আয়ের ভিত্তিতে এগিয়ে রয়েছে 'ভুল ভুলাইয়া 2' ৷ ট্রেড অ্যানালিস্ট তথা ফিল্ম ক্রিটিক তরণ আর্দশ যে তথ্য় দিয়েছেন তাতে দেখা যায়, 'ভুল ভুলাইয়া 2' হল কার্তিক আরিয়ানের সবচেয়ে বড় ওপেনার ৷ কারণ এর আগে তাঁর 'লাভ আজকাল' ছবির প্রথমদিনের আয় ছিল 9.10 কোটি, 'লুকাছুপি'-র আয় ছিল 8.01 কোটি 'পেয়ার কা পঞ্চনামা 2' ছবির প্রথম দিনের সংগ্রহ ছিল 6.80 কোটি ৷ সেই অর্থে দেখতে গেলে 'বচ্চন পাণ্ডে' এবং 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র থেকেও প্রথমদিনে বেশি আয় করেছে 'ভুল ভুলাইয়া 2' ৷ প্রথমদিনের অক্ষয়ের ছবির আয় ছিল 13.25 কোটি আর আলিয়ার ছবির আয় ছিল 10.50 কোটি ৷

Kangana Pats Kartik Kiara
খেলোয়াড়ি মানসিকতা বজায় রেখে কার্তিককে সাফল্যের অভিনন্দন জানাতে ভুললেন না কঙ্গনা

আরও পড়ুন : রাজনীতি থেকে পরিচালনা, তরুণ মজুমদারকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন সিপিএমের শতরূপ

কার্তিকের ছবির সাফল্যের খবর সামনে আসার পরেই তাঁকে শুভেচ্ছা জানান কঙ্গনা ৷ ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, "হিন্দি বক্স অফিসে যে ড্রাই স্পেল চলছিল তা শেষ করার জন্য় অভিনন্দন 'ভুল ভুলাইয়া 2'... ছবির পুরো টিমকে অনেক অভিনন্দন ৷" 'ভুল ভুলাইয়া 2' ছবিতে কার্তিকের সঙ্গেই রয়েছেন কিয়ারা আদবাণী এবং টাব্বুর মত অভিনেত্রীরাও ৷ নিজের পোস্টে কিয়ারাকেও ট্যাগ করেছেন কঙ্গনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.