ETV Bharat / entertainment

Bheed Twitter Review: কেমন লাগল অনুভব সিনহার নতুন ছবি 'ভিড়', কী বলছে নেটপাড়া?

মুক্তি পেল অনুভব সিনহার নতুন ছবি 'ভিড়' (Bheed Getting a Huge Appreciation)৷ সিনে অনুরাগী থেকে সমালোচক সকলের প্রশংসা কুড়োলো 'ভিড়' ৷

Etv Bharat
অনুভব সিনহার নতুন ছবি ভিড়ের টুইটার রিভিউ
author img

By

Published : Mar 24, 2023, 12:53 PM IST

হায়দরাবাদ, 24 মার্চ: শুক্রবার মুক্তি পেল অনুভব সিনহার নতুন সিনেমা 'ভিড়' ৷ রাজকুমার রাও এবং ভূমি পেড়নেকর জুটির এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ তুঙ্গে ছিল অনুরাগীদের ৷ এবার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হল ছবিটি ৷ গতকালই এই ছবি নিয়ে মুখ খুলেছিলেন হনসল মেহেতা ৷ রাজকুমার রাওকে প্রশংসায় রীতিমতো ভরিয়ে দিয়েছিলেন এই নির্মাতা ৷ এর আগে মুলুক এবং আর্টিকেল 15-এর মতো ছবিতে নিজেকে প্রমাণ করেছিলেন অনুভব (Bheed Getting a Huge Appreciation)৷ এবারও তাঁর নতুন ছবিতে ফুটে উঠল সমাজ সচেতন এক পরিচালকের নির্লিপ্ত দৃষ্টিভঙ্গি ৷

অনুভবের এই ছবিতে তুলে ধরা হয়েছে করোনার সময়কাল ৷ ছবিতে সাদা এবং কালোর মিশেলে সমাজের যন্ত্রণাক্লিষ্ট একটি মুখকে নিঁখুত ভাস্করের মতোই খোদাই করেছেন অনুভব ৷ তাঁর এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা রাজকুমারের মানবিক দৃষ্টি ভঙ্গি এবং কিছু না-করতে পারার হতাশা ছুঁয়ে গিয়েছে দর্শক হৃদয়ও ৷ করোনার সময়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল দেখেছিল একাধিক জনপদ। সামান্য একটু খাবারের জন্য় সব হারানো মানুষগুলির হাহাকার ভোলার নয় ৷

  • #BheedReview : ⭐️⭐️⭐️#Bheed is entertainless, not a feel good movie, but it needs your attention to analyze the circumstance which occurred during pandemic and a scope for change if the situation re-arrives in future. @RajkummarRao & @bhumipednekar

    — Mr Feroze (@shorts_feroze) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেটপাড়াকেও ছুঁয়ে গিয়েছে এই ছবির দৃশ্য়গুলি ৷ একজন নেটিজেন লেখেন, 'ভিড় একটি দারুণ ছবি ৷ গল্প গড়ে উঠেছে অতিমারিকে কেন্দ্র করে ৷ ভূমি এবং রাজকুমারের পারফরম্য়ান্স দুরন্ত ৷' আরও একজন লেখেন, 'ভিড় বিনোদনমূলক ছবি নয ৷ ফিল গুড ছবিও নয় ৷ কিন্তু এই ছবিটা এই কারণেই মনোযোগ দাবি করে যে অতিমারিকে কীভাবে সামলানো যায় ? পরে যদি আবার কোনও অতিমারি আসে তাকে আমরা কীভাবে দেখব তা তুলে ধরে এই ছবি ৷'

আরও পড়ুন: একাধিক স্মরণীয় সৃষ্টি, প্রদীপকে মনে রাখবে বলিউড

শুধু সিনে অনুরাগীরা নয়, সিনে সমালোচকদেরও মনে ধরেছে 'ভিড়' ৷ প্রত্যেকেই মেনে নিয়েছেন কোভিডের সময়ের দলিল হয়ে উঠেছে এই ছবি ৷ সাহিত্য়ে এবং শিল্পের একটি দায় সমাজকে তুলে ধরা ৷ সেই কাজটিই সুন্দরভাবে করে দেখিয়েছেন অনুভব ৷ এখন দর্শক দরবারে কতটা পৌঁছাবে এই ছবি সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 24 মার্চ: শুক্রবার মুক্তি পেল অনুভব সিনহার নতুন সিনেমা 'ভিড়' ৷ রাজকুমার রাও এবং ভূমি পেড়নেকর জুটির এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ তুঙ্গে ছিল অনুরাগীদের ৷ এবার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হল ছবিটি ৷ গতকালই এই ছবি নিয়ে মুখ খুলেছিলেন হনসল মেহেতা ৷ রাজকুমার রাওকে প্রশংসায় রীতিমতো ভরিয়ে দিয়েছিলেন এই নির্মাতা ৷ এর আগে মুলুক এবং আর্টিকেল 15-এর মতো ছবিতে নিজেকে প্রমাণ করেছিলেন অনুভব (Bheed Getting a Huge Appreciation)৷ এবারও তাঁর নতুন ছবিতে ফুটে উঠল সমাজ সচেতন এক পরিচালকের নির্লিপ্ত দৃষ্টিভঙ্গি ৷

অনুভবের এই ছবিতে তুলে ধরা হয়েছে করোনার সময়কাল ৷ ছবিতে সাদা এবং কালোর মিশেলে সমাজের যন্ত্রণাক্লিষ্ট একটি মুখকে নিঁখুত ভাস্করের মতোই খোদাই করেছেন অনুভব ৷ তাঁর এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা রাজকুমারের মানবিক দৃষ্টি ভঙ্গি এবং কিছু না-করতে পারার হতাশা ছুঁয়ে গিয়েছে দর্শক হৃদয়ও ৷ করোনার সময়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল দেখেছিল একাধিক জনপদ। সামান্য একটু খাবারের জন্য় সব হারানো মানুষগুলির হাহাকার ভোলার নয় ৷

  • #BheedReview : ⭐️⭐️⭐️#Bheed is entertainless, not a feel good movie, but it needs your attention to analyze the circumstance which occurred during pandemic and a scope for change if the situation re-arrives in future. @RajkummarRao & @bhumipednekar

    — Mr Feroze (@shorts_feroze) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেটপাড়াকেও ছুঁয়ে গিয়েছে এই ছবির দৃশ্য়গুলি ৷ একজন নেটিজেন লেখেন, 'ভিড় একটি দারুণ ছবি ৷ গল্প গড়ে উঠেছে অতিমারিকে কেন্দ্র করে ৷ ভূমি এবং রাজকুমারের পারফরম্য়ান্স দুরন্ত ৷' আরও একজন লেখেন, 'ভিড় বিনোদনমূলক ছবি নয ৷ ফিল গুড ছবিও নয় ৷ কিন্তু এই ছবিটা এই কারণেই মনোযোগ দাবি করে যে অতিমারিকে কীভাবে সামলানো যায় ? পরে যদি আবার কোনও অতিমারি আসে তাকে আমরা কীভাবে দেখব তা তুলে ধরে এই ছবি ৷'

আরও পড়ুন: একাধিক স্মরণীয় সৃষ্টি, প্রদীপকে মনে রাখবে বলিউড

শুধু সিনে অনুরাগীরা নয়, সিনে সমালোচকদেরও মনে ধরেছে 'ভিড়' ৷ প্রত্যেকেই মেনে নিয়েছেন কোভিডের সময়ের দলিল হয়ে উঠেছে এই ছবি ৷ সাহিত্য়ে এবং শিল্পের একটি দায় সমাজকে তুলে ধরা ৷ সেই কাজটিই সুন্দরভাবে করে দেখিয়েছেন অনুভব ৷ এখন দর্শক দরবারে কতটা পৌঁছাবে এই ছবি সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.