ETV Bharat / entertainment

Bhediya Teaser Out: হাজির কৃতি-বরুণের আগামী ছবি 'ভেড়িয়া'-র টিজার

সামনে এল কৃতি শ্যানন এবং বরুণ ধাওয়ানের আগামী ছবি 'ভেড়িয়া'-র টিজার (Varun Dhawan Kriti Sanon Bhediya Teaser) ৷ 19 অক্টোবর মুক্তি পেতে চেলেছে এই ছবির ট্রেলার ৷ আর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী 25 নভেম্বর ৷

Bhediya Teaser Out
হাজির কৃতি-বরুণের আগামী ছবি 'ভেড়িয়া'-র টিজার
author img

By

Published : Sep 30, 2022, 5:28 PM IST

মুম্বই, 30 সেপ্টেম্বর: সামনে এল কৃতি শ্যানন এবং বরুণ ধাওয়ানের আগামী ছবি 'ভেড়িয়া'-র টিজার ৷ এই ছবির মাধ্য়মে এক বন্য অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন দর্শকরা ৷ শুক্রবার ছবির টিজার শেয়ার করেছেন নির্মাতারা ৷ তবে এই ছোট্ট ভিডিয়োতে অভিনেতাদের লুক অবশ্য শেয়ার করেননি তাঁরা ৷ অর্থাৎ, বরুণ বা কৃতি ঠিক কেমন সাজে সামনে আসতে চলেছেন তা এখনও অজানা(Varun Dhawan Kriti Sanon Bhediya Teaser) ৷

অরুণাচল প্রদেশের রহস্যময় পাহাড়ি অঞ্চলের গল্প ফুটে উঠবে এই ছবিতে ৷ ছবির বেশিরভাগ শ্য়ুটিংই করা হয়েছে এই অঞ্চলে(Bhediya film news) ৷ টিজারে শুরুতেই দেখানো হয়েছে একটি নেকড়ের শিকারকে তাড়া করার দৃশ্য় ৷ এরপর কিছু মানুষকে আগুনের চারধারে বসে মন্ত্রোচ্চারণ করতেও দেখা যায় ৷ আর তারপর সেই আগুনের শিখাটি ধীরে ধীরে নেকড়ের মুখ হয়ে উঠে ৷ যার জেরে মনে হয় এই ছবিতে অলৌকিক কাহিনির কিছু বাতাবরণ তৈরি হতে চলেছে (Bhediya teaser out) ৷

টিজারের লিঙ্ক শেয়ার করে বরুণ ইনস্টাগ্রামে গিয়ে লিখেছেন, "বানেঙ্গে ইনসান উসকা নাশতা!" অর্থাৎ মানুষ তার খাদ্য হতে চলেছে ৷ হরর কমেডি জনারে নিজের কাজের জন্য় বিখ্যাত পরিচালক অমর কৌশিক রয়েছেন এই ছবির পরিচালনার দায়িত্বে ৷ এর আগে 2018 সালে ব্লকবাস্টার হিট 'স্ত্রী' ছবিটি পরিচালনা করেছিলেন তিনি ৷ ছবিতে অলৌকিক আর সামাজিক কমেডির একটি দারুণ মিশেল তৈরি করেছিলেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: প্রসেনজিতের জন্মদিনেই মুক্তি পেল 'কাছের মানুষ'

19 অক্টোবর মুক্তি পেতে চেলেছে এই ছবির ট্রেলার ৷ আর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী 25 নভেম্বর ৷ এই ছবিতে বরুণ ধাওয়ানকে নতুন রূপে দেখার জন্য় মুখিয়ে রয়েছেন ভক্তরা ৷ এই ছবির হাত ধরে দ্বিতীয়বার পর্দায় জুটি বাঁধতে চলেছেন কৃতি এবং বরুণ ৷ এর আগে 2015 'দিলওয়ালে' ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা ৷

মুম্বই, 30 সেপ্টেম্বর: সামনে এল কৃতি শ্যানন এবং বরুণ ধাওয়ানের আগামী ছবি 'ভেড়িয়া'-র টিজার ৷ এই ছবির মাধ্য়মে এক বন্য অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন দর্শকরা ৷ শুক্রবার ছবির টিজার শেয়ার করেছেন নির্মাতারা ৷ তবে এই ছোট্ট ভিডিয়োতে অভিনেতাদের লুক অবশ্য শেয়ার করেননি তাঁরা ৷ অর্থাৎ, বরুণ বা কৃতি ঠিক কেমন সাজে সামনে আসতে চলেছেন তা এখনও অজানা(Varun Dhawan Kriti Sanon Bhediya Teaser) ৷

অরুণাচল প্রদেশের রহস্যময় পাহাড়ি অঞ্চলের গল্প ফুটে উঠবে এই ছবিতে ৷ ছবির বেশিরভাগ শ্য়ুটিংই করা হয়েছে এই অঞ্চলে(Bhediya film news) ৷ টিজারে শুরুতেই দেখানো হয়েছে একটি নেকড়ের শিকারকে তাড়া করার দৃশ্য় ৷ এরপর কিছু মানুষকে আগুনের চারধারে বসে মন্ত্রোচ্চারণ করতেও দেখা যায় ৷ আর তারপর সেই আগুনের শিখাটি ধীরে ধীরে নেকড়ের মুখ হয়ে উঠে ৷ যার জেরে মনে হয় এই ছবিতে অলৌকিক কাহিনির কিছু বাতাবরণ তৈরি হতে চলেছে (Bhediya teaser out) ৷

টিজারের লিঙ্ক শেয়ার করে বরুণ ইনস্টাগ্রামে গিয়ে লিখেছেন, "বানেঙ্গে ইনসান উসকা নাশতা!" অর্থাৎ মানুষ তার খাদ্য হতে চলেছে ৷ হরর কমেডি জনারে নিজের কাজের জন্য় বিখ্যাত পরিচালক অমর কৌশিক রয়েছেন এই ছবির পরিচালনার দায়িত্বে ৷ এর আগে 2018 সালে ব্লকবাস্টার হিট 'স্ত্রী' ছবিটি পরিচালনা করেছিলেন তিনি ৷ ছবিতে অলৌকিক আর সামাজিক কমেডির একটি দারুণ মিশেল তৈরি করেছিলেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: প্রসেনজিতের জন্মদিনেই মুক্তি পেল 'কাছের মানুষ'

19 অক্টোবর মুক্তি পেতে চেলেছে এই ছবির ট্রেলার ৷ আর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী 25 নভেম্বর ৷ এই ছবিতে বরুণ ধাওয়ানকে নতুন রূপে দেখার জন্য় মুখিয়ে রয়েছেন ভক্তরা ৷ এই ছবির হাত ধরে দ্বিতীয়বার পর্দায় জুটি বাঁধতে চলেছেন কৃতি এবং বরুণ ৷ এর আগে 2015 'দিলওয়ালে' ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.