কলকাতা, 19 জুন: অভিনেতা কৌশিক সেনের সঙ্গে সোমবার সকাল সকাল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ৷ লিখেছিলেন, আবার একবার তাঁদের দেখা যাবে একসঙ্গে ৷ কিন্তু কোন প্রজেক্টের হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন তাঁরা তা অবশ্য় জানাননি তিনি ৷ বরং লিখেছিলেন, অনুরাগীরা একটু অনুমান করে বুঝে নিন আসল ব্যপারটা কী?
তবে আমাদের কাছে সরাসরি ধরা দিলেন এই রহস্যের জাল বোনার কারিগর নিজেই ৷ ভাস্বরের কাছে জানা গেল হইচইতে আসছে 'সম্পূর্ণা'র সিজন টু । আর সেখানেই এবার দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়কে। কৌশিক সেনের সঙ্গে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তিনি ৷ আর তাই এই আবেগী পোস্ট দিয়েছেন অভিনেতা । দিনকয়েক আগেই শেষ হয়েছে তাঁদের দু'জনের অভিনীত বাংলা ধারাবাহিক 'গোধূলি আলাপ'। সেখানে দু'জনকে দেখা গিয়েছিল দুই ভাইয়ের চরিত্রে । তবে, এখানে তাঁরা কীভাবে জুড়ে আছেন একে অপরের সঙ্গে তা এখনই খোলসা করা যাবে না বলে জানিয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ।
ইটিভি ভারতের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি খুব খুশি সম্পূর্ণা নিয়ে। কারণ এর মাধ্যমে অনেকের সঙ্গে একটা রি-ইউনিয়ন হতে চলেছে। প্রথমেই বলি, বাবানদা'র (কৌশিক সেন) সঙ্গে একদম স্বল্প বিরতিতেই ফিরছি । ক'দিন আগেই 'গোধূলি আলাপ' শেষ করলাম। ওদিকে মানসী সিনহার সঙ্গে আবার অনেকদিন পর কাজ করতে চলেছি আমি । সেই 'অগ্নিপরীক্ষা' শেষ কাজ ছিল আমাদের একসঙ্গে । এখানে মানসীদি আমার মায়ের ভূমিকায় অভিনয় করবেন । এবার আসি সোহিনীর কথায় । ওঁর সঙ্গে 'সাহিত্যের সেরা সময়'-এ 'ঘুঘু'তে অভিনয় করি। এখানে অবশ্য আমি ওর দাদার চরিত্রে রয়েছি । সবমিলিয়ে আমি দারুণ খুশি এই কাজটা নিয়ে।"
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের পর প্রথম জন্মদিনে খোশমেজাজে আশিস, দেখুন ভিডিয়ো
প্রথম সিজনে দারুণ সাড়া ফেলেছিল 'সম্পূর্ণা'। এবার সময় দ্বিতীয় সিজনের । শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। পরিচালক সায়ন্তনের সঙ্গে কাজ প্রসঙ্গে ভাস্বর বলেন, "সায়ন্তনের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ । এর আগে 'রক্তকরবী'তে কাজ করেছি আমি ওঁর পরিচালনায় । খুব গোছানো একজন পরিচালক । এবারও ভালো হবে বলেই আশাবাদী।"