কলকাতা, 26 জুলাই: বারাণসী জংশনের পর আর একটি ওয়েব সিরিজ আনতে চলেছেন পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় ৷ আসন্ন ওয়েব সিরিজের নাম 'পিলকুঞ্জ'। 2017 উত্তরপ্রদেশের পিলভিট অভয়ারণ্যের সত্য ঘটনাই এই সিরিজের মূল উপজীব্য বলে জানিয়েছেন পরিচালক রিঙ্গো।
সালটা 2017। সামনে আসে উত্তরপ্রদেশের বুকে ঘটে চলা একটি ঘটনা। কেবলমাত্র ক্ষতিপূরণ পাওয়ার লোভে যেখানে নরখাদক বাঘের বলি হতেন গ্রামবাসীরা। সেই সত্যি ঘটনাকে সম্বল করেই এবার নতুন সিরিজ বানালেন পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে দেখানো হবে রিঙ্গোর নয়া ওয়েব সিরিজ 'পিলকুঞ্জ'। রিঙ্গোর হাত ধরেই পর্দায় প্রথম জুটি বাঁধলেন এই প্রজন্মের হার্টথ্রব শন বন্দ্যোপাধ্যায় এবং তৃণা সাহা। সিরিজ নিয়ে পরিচালক রিঙ্গো বলেন, "সিরিজিটি নিয়ে প্রথম থেকেই বেশি বলে দিলে মজাটা চলে যাবে। সত্যি ঘটনা অবলম্বনে। তাই সকলের ভালো লাগবে।"
সিরিজে শনের চরিত্রটি একজন সাংবাদিকের। চরিত্রের নাম সিদ্ধার্থ। দিনের পর দিন যে ঘটনা অভয়ারন্যে ঘটে চলেছে তার সত্যতা যাচাই করতে এক ছবি শিকারির ছদ্মবেশে ওই গ্রামে যান সিদ্ধার্থ। ঘটনাচক্রে ধরা পড়ে যান এলাকার দুষ্কৃতীদের হাতে। এখানেই তাঁর সঙ্গে দেখা হয় বিদিতা ওরফে তৃণার সঙ্গে। বিদিতা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। তিনিও জড়িয়ে পড়েন সিদ্ধার্থর কর্মযজ্ঞের সঙ্গে। তারপর কী হয়, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর কিছুদিন ৷
ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় সিরিজটির স্ট্রিমিং শুরু হবে অগস্টে । শন-তৃণা ছাড়াও ‘পিলকুঞ্জ’তে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, সৌরভ সাহা, দেবতনু, জয়ী দেবরায়, বৃষ্টি রায় প্রমুখ। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, ক্যামেরা, সম্পাদনা ও নেপথ্য সঙ্গীতের দায়িত্বও সামলেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়।
![Pilkunj](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/26-07-2023/19102867_wb_1.jpg)
জানা গিয়েছে, সিরিজের গভীর জঙ্গলের অংশ শুট হয়েছে ঝাড়খণ্ডের দুমকাতে। পাহাড়, ঝর্ণা, নদীর অংশের শুট হয়েছে মাসাঞ্জোরে। ভিএফএক্সের বাঘের পাশাপাশি শুটে জায়গা করে নিয়েছিল সত্যিকারের বাঘও। এমনকী, এই সিরিজের জন্য গাছের মগডালে উঠে শট দিয়েছেন অভিনেতা শন। দৃশ্য জীবন্ত করে তুলতে সারা গায়ে পাঁক, কাদা মেখেছিলেন অভিনেতা। অভিনেত্রী তৃণাও কম যান না। জলের প্রতি ভীতি থাকলেও চিত্রনাট্যের প্রয়োজনে মাঝনদীতে নেমে শট দিয়েছেন তিনিও।
আরও পড়ুন: 'মহানায়ক' পুরস্কারপ্রাপ্তি নিয়ে নেটাগরিকদের কটাক্ষের পালটা দিলেন অনির্বাণ-শ্রাবন্তী
প্রসঙ্গত, শন অভিনীত শেষ ধারাবাহিক 'মন ফাগুন'। আর তৃণা অভিনীত শেষ ধারাবাহিক 'বালিঝড়'। দু'জনেই আগেই পা রেখেছেন ওয়েব দুনিয়ায়। তবে, জুটিতে এই প্রথমবার।