ETV Bharat / entertainment

Samaresh Majumdar Demise: না-ফেরার দেশে সমরেশ মজুমদার, সাহিত্যিকের মৃত্যুতে মনমরা টলিউডও - কালজয়ী উপন্যাসের স্রষ্টা

নক্ষত্রপতন বাংলা সাহিত্যের জগতে। সকলকে কাঁদিয়ে চলে গেলেন সাহিত্য়িক সমরেশ মজুমদার। কালপুরুষের জগতে বিলীন হয়ে গেলেন 'কালবেলা'র স্রষ্টা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ৷ অভিনেতারা জানালেন 'বাংলা সাহিত্যে একটা শূন্যস্থান তৈরি হল আজ' ৷

Samaresh Majumdar Demise
সমরেশ প্রয়াণে শোকস্তব্ধ টলিউড
author img

By

Published : May 8, 2023, 9:38 PM IST

কলকাতা, 8 মে: চলে গেলেন বাংলার প্রবাদপ্রতিম সাহিত্যিক সমরেশ মজুমদার। 'কালপুরুষ', 'কালবেলা'-সহ একাধিক কালজয়ী উপন্যাসের স্রষ্টা তিনি। তাঁর লেখা গল্প, উপন্যাস একাধিকবার উঠে এসেছে সিনেমার পর্দায়। সোমবার বিকেল 5.45 মিনিট নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অসুস্থ ছিলেন দীর্ঘদিন। লড়াই করছিলেন জীবনযুদ্ধে। শেষ হল সেই লড়াই।

  • সাহিত্যিকের মৃত্যুর খবর ইটিভি ভারত মারফত পেয়ে শোকপ্রকাশ করেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তিনি সম্প্রতি সাহিত্যিকের লেখা 'জালবন্দী' গল্পে পীযূষ সাহার পরিচালনায় অভিনয় করেন। তিনি বলেন, "মানুষটার সঙ্গে ওঠাবসা ছিল আমার। বয়সে অনেকটা ছোট ছিলাম। তবে আড্ডা হত মাঝেমাঝেই। সমৃদ্ধ হতাম সেই আড্ডায়। পুজোয় ওঁর লেখা না-পড়লে মনে হত কী যেন একটা অসম্পূর্ণ থেকে গেল। ওঁর গল্পে চরিত্রগুলোকে যেভাবে বিশ্লেষণ করা আছে সেগুলিকে আত্মউপলব্ধি করা ছাড়া উপায় ছিল না। প্রত্যেকটা চরিত্র খুব জীবন্ত করে তুলতেন উনি নিজের লেখনীতে। উনি ছিলেন দার্শনিকের মতো। বাংলা সাহিত্যে ধীরে ধীরে নিজের লেখার মাধ্যমে আধুনিকতা নিয়ে আসেন তিনিই। বাংলা সাহিত্যের আজ অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একটা শূন্যস্থান তৈরি হয়ে গেল আজ। আমরা যে সমস্ত জিনিস মুখে বলতে পারতাম না তা উনি ওনার লেখায় তুলে ধরেছিলেন।"
  • তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিচালক অরিন্দম শীল সামাজিক মাধ্যমে লিখেছেন, "সমরেশ দার (মজুমদার) চলে যাওয়াটা মানতে কষ্ট হচ্ছে। ক'দিন আগে গল্প করলাম। ভালো থেকো।…"
  • সমরেশ মজুমদারের গল্পের অনুকরণে নির্মিত 'বুনোহাঁস' ছবিতে অভিনয় করেন তনুশ্রী চক্রবর্তী। ইটিভি ভারতের মাধ্যমেই সাহিত্যিকের মৃত্যু সংবাদ শুনে হতবাক অভিনেত্রী। তিনি বলেন, "আমি সারাদিন ফোন বন্ধ রেখেছিলাম। এইমাত্র ফোন খুলেই এই খবরটা পেলাম। আমার ব্যাপারটা সামলে উঠতে সময় লাগবে। ওঁর লেখা গল্পে আমি অভিনয় করেছি 'বুনোহাঁস'-এ। আমার ফিল্মি কেরিয়ারের টার্নিং পয়েন্ট এই 'বুনোহাঁস'। ওঁর গল্প, উপন্যাস পড়ে আমরা বড় হয়েছি। বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেল আজ।"
  • সমরেশ মজুমদারের লেখা 'জালবন্দী' তে অভিনয় করেছেন দর্শনা বণিকও। তিনিও খবর পেয়ে চমকে ওঠেন ৷ বলেন, "ছোটবেলায় পড়েছি, হাইস্কুলেও পড়েছি ওঁর লেখা। বাংলা সাহিত্যের বড় ক্ষতি হল আজ। তবে, আমার একটা প্রাপ্তি যে আমি ওঁর লেখা 'জালবন্দী' গল্পে অভিনয় করার সুযোগ পেয়েছি।"

কলকাতা, 8 মে: চলে গেলেন বাংলার প্রবাদপ্রতিম সাহিত্যিক সমরেশ মজুমদার। 'কালপুরুষ', 'কালবেলা'-সহ একাধিক কালজয়ী উপন্যাসের স্রষ্টা তিনি। তাঁর লেখা গল্প, উপন্যাস একাধিকবার উঠে এসেছে সিনেমার পর্দায়। সোমবার বিকেল 5.45 মিনিট নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অসুস্থ ছিলেন দীর্ঘদিন। লড়াই করছিলেন জীবনযুদ্ধে। শেষ হল সেই লড়াই।

  • সাহিত্যিকের মৃত্যুর খবর ইটিভি ভারত মারফত পেয়ে শোকপ্রকাশ করেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তিনি সম্প্রতি সাহিত্যিকের লেখা 'জালবন্দী' গল্পে পীযূষ সাহার পরিচালনায় অভিনয় করেন। তিনি বলেন, "মানুষটার সঙ্গে ওঠাবসা ছিল আমার। বয়সে অনেকটা ছোট ছিলাম। তবে আড্ডা হত মাঝেমাঝেই। সমৃদ্ধ হতাম সেই আড্ডায়। পুজোয় ওঁর লেখা না-পড়লে মনে হত কী যেন একটা অসম্পূর্ণ থেকে গেল। ওঁর গল্পে চরিত্রগুলোকে যেভাবে বিশ্লেষণ করা আছে সেগুলিকে আত্মউপলব্ধি করা ছাড়া উপায় ছিল না। প্রত্যেকটা চরিত্র খুব জীবন্ত করে তুলতেন উনি নিজের লেখনীতে। উনি ছিলেন দার্শনিকের মতো। বাংলা সাহিত্যে ধীরে ধীরে নিজের লেখার মাধ্যমে আধুনিকতা নিয়ে আসেন তিনিই। বাংলা সাহিত্যের আজ অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একটা শূন্যস্থান তৈরি হয়ে গেল আজ। আমরা যে সমস্ত জিনিস মুখে বলতে পারতাম না তা উনি ওনার লেখায় তুলে ধরেছিলেন।"
  • তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিচালক অরিন্দম শীল সামাজিক মাধ্যমে লিখেছেন, "সমরেশ দার (মজুমদার) চলে যাওয়াটা মানতে কষ্ট হচ্ছে। ক'দিন আগে গল্প করলাম। ভালো থেকো।…"
  • সমরেশ মজুমদারের গল্পের অনুকরণে নির্মিত 'বুনোহাঁস' ছবিতে অভিনয় করেন তনুশ্রী চক্রবর্তী। ইটিভি ভারতের মাধ্যমেই সাহিত্যিকের মৃত্যু সংবাদ শুনে হতবাক অভিনেত্রী। তিনি বলেন, "আমি সারাদিন ফোন বন্ধ রেখেছিলাম। এইমাত্র ফোন খুলেই এই খবরটা পেলাম। আমার ব্যাপারটা সামলে উঠতে সময় লাগবে। ওঁর লেখা গল্পে আমি অভিনয় করেছি 'বুনোহাঁস'-এ। আমার ফিল্মি কেরিয়ারের টার্নিং পয়েন্ট এই 'বুনোহাঁস'। ওঁর গল্প, উপন্যাস পড়ে আমরা বড় হয়েছি। বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেল আজ।"
  • সমরেশ মজুমদারের লেখা 'জালবন্দী' তে অভিনয় করেছেন দর্শনা বণিকও। তিনিও খবর পেয়ে চমকে ওঠেন ৷ বলেন, "ছোটবেলায় পড়েছি, হাইস্কুলেও পড়েছি ওঁর লেখা। বাংলা সাহিত্যের বড় ক্ষতি হল আজ। তবে, আমার একটা প্রাপ্তি যে আমি ওঁর লেখা 'জালবন্দী' গল্পে অভিনয় করার সুযোগ পেয়েছি।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.