হায়দরাবাদ, 24 জুলাই: বক্স অফিসে লড়াই রীতিমতো জমে উঠেছে দুই যুযুধান পক্ষের মধ্যে ৷ একদিকে রয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত নতুন ছবি 'ওপেনহাইমার' আর অন্যদিকে গ্রেটা গেরিং পরিচালিত 'বার্বি' ৷ রায়ান গসলিং এবং ম্যারগট রবির 'বার্বি' রবিবার বেশ অনেকটাই ওপরে উঠে এসেছে বক্স অফিসের লড়াইয়ের নিরিখে ৷ যদিও ভারতের হিসাব দেখতে গেলে 'ওপেনহাইমার'-এর পাল্লা কিন্তু ভারী ৷ আবার বিশ্ব বাজারে নোলানকে টেক্কা দিয়েছেন গ্রেটা ৷
স্যাকনিল্কের রিপোর্ট বলছে, রবিবার 'বার্বি'-র শুধু ভারতের হিসাবে আয় ছিল 7 কোটি টাকা ৷ এর আগে শুক্রবার 5 কোটি এবং শনিবার 6.5 কোটির ব্যবসা করেছিল 'বার্বি' ৷ অর্থাৎ মোট আয় দাঁড়িয়েছে 18.50 কোটিতে ৷ অন্যদিকে নোলানের ছবি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে ৷ যদিও কেউ কেউ ছবি নিয়ে আলোচনা করতে গিয়ে এও বলেছেন যে 'ওপেনহাইমার'-কে বড় বেশি তথ্যে ভরপুর এবং জটিল করে তুলে ধরেছেন নোলান ৷ তবে ছবির প্রশংসাতেও অনেকেই পঞ্চমুখ ৷ আর তারই প্রভাব দেখা গেল এই ছবিতেও ৷
পরমানু বিজ্ঞানী ওপেনহাইমারের কাহিনিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তুলে ধরেছেন নোলান ৷ শুধু হিরোসিমা বা নাগাসাকির বিস্ফোরণ নয় ইতিহাসের নানা ঘটনা নিয়ে এক সুন্দর নকশিকাঁথা রচনা করেছেন নোলান ৷ 'ওপেনহাইমার' ভারতে খাতা খুলেছিল 14.50 কোটি টাকা দিয়ে ৷ এর পরের দু'দিনে আয় আরও বেড়েছে ৷ শনি এবং রবিবার দু'দিনই 17.25 কোটি টাকা করে মোট 34.50 কোটি টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷ অর্থাৎ প্রথম সপ্তাহের শেষে মোট আয় 49 কোটি ৷
আরও পড়ুন: 'অন্তর্জলী যাত্রা' থেকে 'আবার অরণ্যে', জন্মদিনে ফিরে দেখা বাঙালির 'মনের মানুষ' গৌতম ঘোষকে
কিলিয়ান মারফি অভিনীত 'ওপেনহাইমার' অবশ্য় বিশ্বের নিরিখে পিছিয়ে পড়েছে 'বার্বি'র কাছে ৷ উত্তর আমেরিকাতেই এই ছবি অনেকখানি পিছনে ফেলে দিয়েছে নোলানের এই দুরন্ত বায়োপিককে ৷ সপ্তাহ শেষে সারা বিশ্বের নিরিখে 'ওপেনহাইমার' ছবির মোট আয় এখন 80.5 মিলিয়ন ডলার ৷ অন্যদিকে 'বার্বি'র আয় সেখানে প্রায় 155 মিলিয়ন ডলার ৷