ETV Bharat / entertainment

BaghaJatin Pre Teaser: স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন উপহার, মুক্তি পেল দেবের 'বাঘা যতীন' ছবির প্রি টিজার - BaghaJatin Pre Teaser

সোমবার মুক্তি পেল দেবের 'বাঘা যতীন' ছবির প্রি টিজার ৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের উৎসাহ প্রি টিজার ঘিরে । আগামী 19 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

Pic Dev Instagram
বাঘা যতীন ছবির প্রি টিজার মুক্তি পেল সোমবার
author img

By

Published : Aug 14, 2023, 12:52 PM IST

Updated : Aug 15, 2023, 12:27 PM IST

কলকাতা, 14 অগস্ট: বীর সংগ্রামীদের রক্ত দিয়ে আনা স্বাধীনতা ৷ ব্রিটিশদের উৎখাত করার যুদ্ধে যাঁরা হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তাঁদেরই একজন হলেন বাঘা যতীন ৷ এবার সেই কাহিনি নিয়েই বড় পর্দায় হাজির হতে চলেছেন দেব ৷ আগামী 19 অক্টোবর অর্থাৎ পুজো উপলক্ষ্যে আসতে চলেছে ছবিটি ৷ স্বাধীনতা দিবসের একদিন আগে সোমবার মুক্তি পেল এই ছবির প্রি টিজার ৷

ছবির খুব বেশি ঝলক যে প্রি টিজারে নির্মাতারা দেবেননা তা বলাই বাহুল্য় ৷ ক্যামেরার ফোকাস মূলত ছিল দেবের ওপরেই ৷ আর সেক্ষেত্রে নজর কাড়তে সফলও হয়ে্ছেন এই সুপারস্টার ৷ বিপ্লবী বাঘা যতীনকে দেবের ছবির ফরমুলা মেনে 'লার্জার দ্যান লাইফ হিরো' বানিয়ে নিতে কোনও খামতি রাখেননি পরিচালক অরুণ রায় ৷ দেবের প্রতিটি অ্যাকশন একেবারে নিঁখুত ৷ অন্য়দিকে কণ্ঠে শোনা গিয়েছে বেশ ঝোড়ো সংলাপও ৷ দেব বলেন, "যতি মুখার্জি হয় লড়ে না হয় মরে ৷ ধরা পড়ে না ৷"

এদিন নির্মাতারা প্রি টিজারটি শেয়ার করে লিখেছেন, "ভারতের স্বাধীনতার বর্ষপূর্তিতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন বাঘা যতীন। বাংলা তথা ভারতের অবিস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্বাধীন স্বদেশ গড়ার স্বপ্নের অকথিত কাহিনি । আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। বন্দে মাতরম!"

অন্যদিকে দেবকে এই লুকে দেখে খুশি অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "আরেকটা ব্লকবাস্টার আসছে ৷" আবার কেউ লিখছেন, "এবার বাংলা ইন্ডাস্ট্রির মোড় অন্য়দিকে ঘুরবে ৷" আবার কেউ খুশি দেবের সাম্প্রতিক কাজ দেখে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'ব্যোমকশ ও দুর্গরহস্য' ছবিটি ৷ এই ছবিতে ব্যোমকেশের ভূমিকায় দেখা গিয়েছে দেবকে ৷ সেই ছবি দেখেও খুশি অনেকেই ৷ তাঁদেরই একজন লিখেছেন, "এই রবিবার দেখলাম তোমার ব্যোমকেশ দুরন্ত লাগলো ৷"

আরও পড়ুন: হিট সানির 'গদর 2', দেড়শো কোটি ছুঁতে চলেছেন রজনী আন্নাও; কিছুটা ফিকে অক্ষয়

এবার দেবের নতুন ছবি 'বাঘাযতীন' কতটা মন কাড়বে দর্শকের সেটাই দেখার ৷ কারণ এই ছবির জন্যও বক্স অফিস লড়াইটা বেশ কঠিনই হবে ৷ একদিকে যেমন প্রসেনজিৎ-সৃজিতের 'দশম অবতার' আসছে পুজোয় তেমন রয়েছে কোয়েলের 'জঙ্গলে মিতিন মাসি'ও ৷ আবার 20 অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে যশের 'ইয়ারিয়াঁ 2' ছবিটিও ৷

কলকাতা, 14 অগস্ট: বীর সংগ্রামীদের রক্ত দিয়ে আনা স্বাধীনতা ৷ ব্রিটিশদের উৎখাত করার যুদ্ধে যাঁরা হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তাঁদেরই একজন হলেন বাঘা যতীন ৷ এবার সেই কাহিনি নিয়েই বড় পর্দায় হাজির হতে চলেছেন দেব ৷ আগামী 19 অক্টোবর অর্থাৎ পুজো উপলক্ষ্যে আসতে চলেছে ছবিটি ৷ স্বাধীনতা দিবসের একদিন আগে সোমবার মুক্তি পেল এই ছবির প্রি টিজার ৷

ছবির খুব বেশি ঝলক যে প্রি টিজারে নির্মাতারা দেবেননা তা বলাই বাহুল্য় ৷ ক্যামেরার ফোকাস মূলত ছিল দেবের ওপরেই ৷ আর সেক্ষেত্রে নজর কাড়তে সফলও হয়ে্ছেন এই সুপারস্টার ৷ বিপ্লবী বাঘা যতীনকে দেবের ছবির ফরমুলা মেনে 'লার্জার দ্যান লাইফ হিরো' বানিয়ে নিতে কোনও খামতি রাখেননি পরিচালক অরুণ রায় ৷ দেবের প্রতিটি অ্যাকশন একেবারে নিঁখুত ৷ অন্য়দিকে কণ্ঠে শোনা গিয়েছে বেশ ঝোড়ো সংলাপও ৷ দেব বলেন, "যতি মুখার্জি হয় লড়ে না হয় মরে ৷ ধরা পড়ে না ৷"

এদিন নির্মাতারা প্রি টিজারটি শেয়ার করে লিখেছেন, "ভারতের স্বাধীনতার বর্ষপূর্তিতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন বাঘা যতীন। বাংলা তথা ভারতের অবিস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্বাধীন স্বদেশ গড়ার স্বপ্নের অকথিত কাহিনি । আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। বন্দে মাতরম!"

অন্যদিকে দেবকে এই লুকে দেখে খুশি অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "আরেকটা ব্লকবাস্টার আসছে ৷" আবার কেউ লিখছেন, "এবার বাংলা ইন্ডাস্ট্রির মোড় অন্য়দিকে ঘুরবে ৷" আবার কেউ খুশি দেবের সাম্প্রতিক কাজ দেখে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'ব্যোমকশ ও দুর্গরহস্য' ছবিটি ৷ এই ছবিতে ব্যোমকেশের ভূমিকায় দেখা গিয়েছে দেবকে ৷ সেই ছবি দেখেও খুশি অনেকেই ৷ তাঁদেরই একজন লিখেছেন, "এই রবিবার দেখলাম তোমার ব্যোমকেশ দুরন্ত লাগলো ৷"

আরও পড়ুন: হিট সানির 'গদর 2', দেড়শো কোটি ছুঁতে চলেছেন রজনী আন্নাও; কিছুটা ফিকে অক্ষয়

এবার দেবের নতুন ছবি 'বাঘাযতীন' কতটা মন কাড়বে দর্শকের সেটাই দেখার ৷ কারণ এই ছবির জন্যও বক্স অফিস লড়াইটা বেশ কঠিনই হবে ৷ একদিকে যেমন প্রসেনজিৎ-সৃজিতের 'দশম অবতার' আসছে পুজোয় তেমন রয়েছে কোয়েলের 'জঙ্গলে মিতিন মাসি'ও ৷ আবার 20 অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে যশের 'ইয়ারিয়াঁ 2' ছবিটিও ৷

Last Updated : Aug 15, 2023, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.