ETV Bharat / entertainment

BAFTA awards 2023: ব্রিটিশ অ্যাকাডেমিতেও সেরার সেরা 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট', রইল সম্পূর্ণ তালিকা

বাফটা-র মঞ্চে 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট'-এর জয়জয়কার ৷ সাতটি পুরস্কার জিতে নিল জার্মানির যুদ্ধ বিরোধী এই ছবি ৷ চারটি করে পুরস্কার জিতে নিল 'দ্য ব্যানশিস অফ ইনশারিন' এবং 'এলভিস' (British Academy Film Awards) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 20, 2023, 10:18 AM IST

লন্ডন, 20 ফেব্রুয়ারি: ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডের মঞ্চে রবিবার সাতটি পুরস্কার জিতে নিয়েছে জার্মানির যুদ্ধ বিরোধী ছবি 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট' ৷ এই ছবি অস্কারের দৌড়েও যে অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই শুরু করতে চলেছে তা বলাই বাহুল্য ৷ তবে BAFTA-এর মঞ্চে এছাড়াও চারটি করে পুরস্কার জিতে নিয়েছে, আইরিশ ট্র্যাজিকমেডি 'দ্য ব্যানশিস অফ ইনশারিন' এবং বায়োপিক 'এলভিস' (British Academy Film Awards) ৷

এরিখ মারিয়ার উপন্যাস অবলম্বনে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট' ছবির জন্য় সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন এডওয়ার্ড বার্গার ৷ এছাড়া অ্যাডাপটেড স্ক্রিনপ্লে, সিনেমাটোগ্রাফি, বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, বেস্ট সাউন্ড এবং বেস্ট ফিল্ম নট ইন ইংলিশ বিভাগেও সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবি ৷ সেরা অভিনেতার পুরস্কার গিয়েছে অস্টিন বাটলারের ঝুলিতে ৷ 'এলভিস' ছবিতে তাঁর অনবদ্য অভিনয় তাঁকে এই পুরস্কার এনে দিয়েছে ৷ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন কেট ব্ল্যানচেট ৷ ছবির নাম 'টার' ৷

একইভাবে সেরা মৌলিক চিত্রনাট্য বা বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগেও সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে ম্যানডোনাঘের ছবি 'দ্য ব্যানশিস অফ ইনশারিন' ৷ ছবিটির বেশির ভাগ শ্যুটিং সম্পন্ন হয়েছে আয়ারল্যান্ডে ৷ এই ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রী হিসাবে সম্মানিত হয়েছেন কেরি কনডন । পাশাপাশি সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ব্যারি কেওহান ৷ ম্যাডকাপ মেটাভার্স ছবি 'এভরিথিং এভরিহয়ার অল অল অ্যাট ওয়ান্স' 10টি বিভাগে মনোনয়ন পেলেও মাত্র একটিই পুরস্কার জিততে পেরেছে ৷

অনুষ্ঠান ঘিরে চাঁদের হাট বসেছিল ৷ একদিকে যেমন ছিলেন প্রিন্স উইলিয়াম, তেমনই ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড সভাপতিও উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী কেটের সঙ্গে ৷ ছিলেন বাফটার চেয়ারম্য়ান কৃষ্ণেন্দু মজুমদারও ৷ এছাড়া দেখা মিলেছে ডিবোস ব্ল্যানচেট, মিশেল ইয়োহ এবং ভায়োলা ডেভিসেরও ৷

  • বাফটা-র পুরস্কার তালিকা:
  • সেরা ছবি: 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট'
  • সেরা ব্রিটিশ ছবি: 'দ্য ব্যানশিস অফ ইনশারিন'
  • সেরা অভিনেতা: অস্টিন বাটলার (ছবির নাম:এলভিস)
  • সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট (ছবির নাম: টার)
  • সেরা সহ অভিনেতা: ব্যারি কেওহান (ছবির নাম: দ্য ব্যানশিস অফ ইনশারিন)
  • সেরা সহ অভিনেত্রী: কেরি কনডন (ছবির নাম: দ্য ব্যানশিস অফ ইনশারিন)
  • সেরা পরিচালক: এডওয়ার্ড বার্গার (ছবির নাম:অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট)
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: ভালকার বার্টেলম্যান (ছবির নাম:অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট)
  • সেরা সম্পাদনা: পল রজার্স (ছবির নাম:অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট)
  • সেরা নন ইংলিশ ফ্লিম: 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট'
  • ল্যাঙ্গুয়েজ: 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট'
  • সেরা সাউন্ড: 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট'
  • সেরা সিনেমাটোগ্রাফি: জেমস ফ্রেন্ড (ছবির নাম:অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট)
  • বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: এডওয়ার্ড বার্গার, লেসলি প্যাটারসন এবং ইয়ান স্টোকেল (ছবির নাম:অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট)
  • বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে: মার্টিন ম্যাকডোনাঘ (ছবির নাম: দ্য ব্যানশিস অফ ইনশারিন)ট
  • রাইজিং স্টার(জনগনের বিচারে): এমা ম্যাকি
  • আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ডেবিউ: শার্টেল ওয়েলস (ছবির নাম: আফটারসান)
  • প্রোডাকশন ডিজাইনিং: 'ব্যবিলন'
  • কস্টিউম ডিজাইন: ক্যাথরিন মার্টিন (ছবির নাম: এলভিস)
  • কাস্টিং: নিকি বার্টলেট এবং ডেনিস চ্যামিয়ান (ছবির নাম: এলভিস)
  • সেরা ভিজ্যুয়াল এফেক্টস: 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার'
  • মেকআপ অ্যান্ড হেয়ার: 'এলভিস'
  • সেরা অ্যানিমেটড ফিল্ম: 'গুইলারমো দেল তোরোর পিনোকিও'
  • সেরা ব্রিটিশ শর্ট ফিল্ম: 'অ্যান আইরিশ গুডবাই'
  • সেরা ব্রিটিশ অ্যানিমেটেড শর্ট ফিল্ম: 'দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স'
  • সেরা ডকুমেন্টারি ফিল্ম: 'নাভালনি'

    আরও পড়ুন: মৃণাল সেনের সঙ্গে তাঁর সম্পর্ক এবার বড় পর্দায় আনছেন অঞ্জন

লন্ডন, 20 ফেব্রুয়ারি: ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডের মঞ্চে রবিবার সাতটি পুরস্কার জিতে নিয়েছে জার্মানির যুদ্ধ বিরোধী ছবি 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট' ৷ এই ছবি অস্কারের দৌড়েও যে অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই শুরু করতে চলেছে তা বলাই বাহুল্য ৷ তবে BAFTA-এর মঞ্চে এছাড়াও চারটি করে পুরস্কার জিতে নিয়েছে, আইরিশ ট্র্যাজিকমেডি 'দ্য ব্যানশিস অফ ইনশারিন' এবং বায়োপিক 'এলভিস' (British Academy Film Awards) ৷

এরিখ মারিয়ার উপন্যাস অবলম্বনে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট' ছবির জন্য় সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন এডওয়ার্ড বার্গার ৷ এছাড়া অ্যাডাপটেড স্ক্রিনপ্লে, সিনেমাটোগ্রাফি, বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, বেস্ট সাউন্ড এবং বেস্ট ফিল্ম নট ইন ইংলিশ বিভাগেও সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবি ৷ সেরা অভিনেতার পুরস্কার গিয়েছে অস্টিন বাটলারের ঝুলিতে ৷ 'এলভিস' ছবিতে তাঁর অনবদ্য অভিনয় তাঁকে এই পুরস্কার এনে দিয়েছে ৷ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন কেট ব্ল্যানচেট ৷ ছবির নাম 'টার' ৷

একইভাবে সেরা মৌলিক চিত্রনাট্য বা বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগেও সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে ম্যানডোনাঘের ছবি 'দ্য ব্যানশিস অফ ইনশারিন' ৷ ছবিটির বেশির ভাগ শ্যুটিং সম্পন্ন হয়েছে আয়ারল্যান্ডে ৷ এই ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রী হিসাবে সম্মানিত হয়েছেন কেরি কনডন । পাশাপাশি সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ব্যারি কেওহান ৷ ম্যাডকাপ মেটাভার্স ছবি 'এভরিথিং এভরিহয়ার অল অল অ্যাট ওয়ান্স' 10টি বিভাগে মনোনয়ন পেলেও মাত্র একটিই পুরস্কার জিততে পেরেছে ৷

অনুষ্ঠান ঘিরে চাঁদের হাট বসেছিল ৷ একদিকে যেমন ছিলেন প্রিন্স উইলিয়াম, তেমনই ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড সভাপতিও উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী কেটের সঙ্গে ৷ ছিলেন বাফটার চেয়ারম্য়ান কৃষ্ণেন্দু মজুমদারও ৷ এছাড়া দেখা মিলেছে ডিবোস ব্ল্যানচেট, মিশেল ইয়োহ এবং ভায়োলা ডেভিসেরও ৷

  • বাফটা-র পুরস্কার তালিকা:
  • সেরা ছবি: 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট'
  • সেরা ব্রিটিশ ছবি: 'দ্য ব্যানশিস অফ ইনশারিন'
  • সেরা অভিনেতা: অস্টিন বাটলার (ছবির নাম:এলভিস)
  • সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট (ছবির নাম: টার)
  • সেরা সহ অভিনেতা: ব্যারি কেওহান (ছবির নাম: দ্য ব্যানশিস অফ ইনশারিন)
  • সেরা সহ অভিনেত্রী: কেরি কনডন (ছবির নাম: দ্য ব্যানশিস অফ ইনশারিন)
  • সেরা পরিচালক: এডওয়ার্ড বার্গার (ছবির নাম:অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট)
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: ভালকার বার্টেলম্যান (ছবির নাম:অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট)
  • সেরা সম্পাদনা: পল রজার্স (ছবির নাম:অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট)
  • সেরা নন ইংলিশ ফ্লিম: 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট'
  • ল্যাঙ্গুয়েজ: 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট'
  • সেরা সাউন্ড: 'অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট'
  • সেরা সিনেমাটোগ্রাফি: জেমস ফ্রেন্ড (ছবির নাম:অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট)
  • বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: এডওয়ার্ড বার্গার, লেসলি প্যাটারসন এবং ইয়ান স্টোকেল (ছবির নাম:অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট)
  • বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে: মার্টিন ম্যাকডোনাঘ (ছবির নাম: দ্য ব্যানশিস অফ ইনশারিন)ট
  • রাইজিং স্টার(জনগনের বিচারে): এমা ম্যাকি
  • আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ডেবিউ: শার্টেল ওয়েলস (ছবির নাম: আফটারসান)
  • প্রোডাকশন ডিজাইনিং: 'ব্যবিলন'
  • কস্টিউম ডিজাইন: ক্যাথরিন মার্টিন (ছবির নাম: এলভিস)
  • কাস্টিং: নিকি বার্টলেট এবং ডেনিস চ্যামিয়ান (ছবির নাম: এলভিস)
  • সেরা ভিজ্যুয়াল এফেক্টস: 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার'
  • মেকআপ অ্যান্ড হেয়ার: 'এলভিস'
  • সেরা অ্যানিমেটড ফিল্ম: 'গুইলারমো দেল তোরোর পিনোকিও'
  • সেরা ব্রিটিশ শর্ট ফিল্ম: 'অ্যান আইরিশ গুডবাই'
  • সেরা ব্রিটিশ অ্যানিমেটেড শর্ট ফিল্ম: 'দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স'
  • সেরা ডকুমেন্টারি ফিল্ম: 'নাভালনি'

    আরও পড়ুন: মৃণাল সেনের সঙ্গে তাঁর সম্পর্ক এবার বড় পর্দায় আনছেন অঞ্জন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.