ETV Bharat / entertainment

বাবার অভাব পূরণ করেছেন কেকে মেনন, স্বীকারোক্তি ইরফান-পুত্র বাবিলের - বাবিল খান

Babil on Kay Kay Menon: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'দ্য রেলওয়ে মেন' ৷ কেকে মেনন ও বাবিল খানের অনস্ক্রিন জুটি নজর কেড়েছে দর্শকদের ৷ বাবার অভাব পূরণ করেছেন কেকে মেনন, সাক্ষাৎকারে বাবিলের স্বীকারোক্তি ৷

Babil on Kay Kay Menon
'দ্য রেলওয়ে মেন'
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 8:39 PM IST

হায়দরাবাদ, 26 নভেম্বর: নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে 'দ্য রেলওয়ে মেন' ৷ ইতিমধ্যে দর্শক দরবারে প্রশংসিত হয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি ৷ শিব রাওয়াইল পরিচালিত সিরিজে দেখা গিয়েছে আর মাধবন, কেকে মেনন, দিবেন্দ্যু ও বাবিল খানকে ৷ 1984 ভোপালে দুর্ঘটনার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে নজর লোকো পাইলটের চরিত্রে নজর কেড়েছে প্রয়াত ইরফান খান-পুত্র বাবিল খানের অভিনয় ৷ প্রশংসিত হয়েছে কেকে মেনন ও বাবিলের অনস্ক্রিন অভিনয় ৷ রবিবার আবারও কেকে মেননের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রকাশ করলেন বাবিল ৷ শুধু তাই নয়, অভিনেতা মেনন যে অনেকটা তাঁর বাবা ইরফান খানের মতো প্রতি পদক্ষেপে পাশে দাঁড়িয়ে গাইড করে গিয়েছে, তাও জানান প্রকাশিত ভিডিয়োতে ৷

তিনি বলেন, "এই ছবিতে কাজ করে দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি ৷ এখানে আমাকে আলাদা করে ভাষার উপর জোর দিতে হয়েছে ৷ পাশাপাশি কেকে স্যারের সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখা ৷ তিনি আমার কাজটাকে অনেক সহজ করে দিয়েছিলেন ৷ এমনকী, সেটেও তিনি আমার বাবার মতোই ছিলেন ৷ কেকে স্যার একজন মানুষ হিসাবে সেটে আমার বাবার মতোই ছিলেন ৷ তিনি কখনও আমাকে অনুভব করতে দেননি যে আমি বাবাকে হারিয়েছি ৷"

এর আগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এক সাক্ষাৎকারে বাবিল বলেন, "এই ছবির শুটিং যখন শুরু করেছিলাম তখন আমি বাবাকে হারিয়ে ছিলাম ৷ তখন কেকে স্যারের সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম ৷ আমি একটা কথাই বলতে চাই, আমাদের লম্বা শুটিং চলেছে ৷ কেকে স্যারের সঙ্গে কাজ করার সময় একদিনও মনে হয়নি আমার বাবা নেই ৷"

তিনি আরও জানান, "আমি তাঁর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাইতাম ৷ তিনি তার উত্তরও দিতেন ৷ আমার কিছু আবেগঘন দৃশ্য ছিল, যেখানে তাঁর উপস্থিতি ভীষণ দরকার মনে হয়েছিল ৷ আমি এত বোকা ছিলাম, যা ইচ্ছে তাই আমি তাঁকে প্রশ্ন করতাম এবং তিনি ধৈর্য্য ধরে সেই প্রশ্নের উত্তর দিতেন তারপর শট দিতে যেতেন ৷" প্রসঙ্গত, 2021 সালের ডিসেম্বর থেকে 2022-এর মে মাস পর্যন্ত চলেছে এই সিরিজের শুটিং ৷ 18 নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে দ্য রেলওয়ে মেন ৷

আরও পড়ুন:

1. না ভোলার নৃশংস চারটে দিন! সিনেপর্দায় ফিরে দেখা মুম্বই হামলার 15 বছর

2. 'মৃত্যুর কোনও ভিসা লাগে না'- সলমন ঘনিষ্ঠ বলেই পাঞ্জাবি গায়ক গিপ্পির বাড়ি লক্ষ্য করে গুলি!

3. মুক্তির আগে প্রচারে ঝড় তুলতে চলেছে হৃত্বিক-দীপিকার 'ফাইটার'

হায়দরাবাদ, 26 নভেম্বর: নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে 'দ্য রেলওয়ে মেন' ৷ ইতিমধ্যে দর্শক দরবারে প্রশংসিত হয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি ৷ শিব রাওয়াইল পরিচালিত সিরিজে দেখা গিয়েছে আর মাধবন, কেকে মেনন, দিবেন্দ্যু ও বাবিল খানকে ৷ 1984 ভোপালে দুর্ঘটনার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে নজর লোকো পাইলটের চরিত্রে নজর কেড়েছে প্রয়াত ইরফান খান-পুত্র বাবিল খানের অভিনয় ৷ প্রশংসিত হয়েছে কেকে মেনন ও বাবিলের অনস্ক্রিন অভিনয় ৷ রবিবার আবারও কেকে মেননের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রকাশ করলেন বাবিল ৷ শুধু তাই নয়, অভিনেতা মেনন যে অনেকটা তাঁর বাবা ইরফান খানের মতো প্রতি পদক্ষেপে পাশে দাঁড়িয়ে গাইড করে গিয়েছে, তাও জানান প্রকাশিত ভিডিয়োতে ৷

তিনি বলেন, "এই ছবিতে কাজ করে দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি ৷ এখানে আমাকে আলাদা করে ভাষার উপর জোর দিতে হয়েছে ৷ পাশাপাশি কেকে স্যারের সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখা ৷ তিনি আমার কাজটাকে অনেক সহজ করে দিয়েছিলেন ৷ এমনকী, সেটেও তিনি আমার বাবার মতোই ছিলেন ৷ কেকে স্যার একজন মানুষ হিসাবে সেটে আমার বাবার মতোই ছিলেন ৷ তিনি কখনও আমাকে অনুভব করতে দেননি যে আমি বাবাকে হারিয়েছি ৷"

এর আগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এক সাক্ষাৎকারে বাবিল বলেন, "এই ছবির শুটিং যখন শুরু করেছিলাম তখন আমি বাবাকে হারিয়ে ছিলাম ৷ তখন কেকে স্যারের সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম ৷ আমি একটা কথাই বলতে চাই, আমাদের লম্বা শুটিং চলেছে ৷ কেকে স্যারের সঙ্গে কাজ করার সময় একদিনও মনে হয়নি আমার বাবা নেই ৷"

তিনি আরও জানান, "আমি তাঁর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাইতাম ৷ তিনি তার উত্তরও দিতেন ৷ আমার কিছু আবেগঘন দৃশ্য ছিল, যেখানে তাঁর উপস্থিতি ভীষণ দরকার মনে হয়েছিল ৷ আমি এত বোকা ছিলাম, যা ইচ্ছে তাই আমি তাঁকে প্রশ্ন করতাম এবং তিনি ধৈর্য্য ধরে সেই প্রশ্নের উত্তর দিতেন তারপর শট দিতে যেতেন ৷" প্রসঙ্গত, 2021 সালের ডিসেম্বর থেকে 2022-এর মে মাস পর্যন্ত চলেছে এই সিরিজের শুটিং ৷ 18 নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে দ্য রেলওয়ে মেন ৷

আরও পড়ুন:

1. না ভোলার নৃশংস চারটে দিন! সিনেপর্দায় ফিরে দেখা মুম্বই হামলার 15 বছর

2. 'মৃত্যুর কোনও ভিসা লাগে না'- সলমন ঘনিষ্ঠ বলেই পাঞ্জাবি গায়ক গিপ্পির বাড়ি লক্ষ্য করে গুলি!

3. মুক্তির আগে প্রচারে ঝড় তুলতে চলেছে হৃত্বিক-দীপিকার 'ফাইটার'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.