ETV Bharat / entertainment

Celebs Reaction India on Moon: বিগ বি থেকে বাদশা, খিলাড়ি থেকে সানি; চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বাস বলিপাড়ায় - ল্যান্ডার বিক্রম

Celebs Reaction After Chandrayaan 3 Landed on Moon: স্বপ্নপূরণ ভারতের। বুধবার 23 অগস্ট সকল ভারতবাসীর কাছে গর্বের দিন ৷ সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদের বুকে নেমেছে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। ভারতবাসীর এই চন্দ্রাভিযানের সাফল্য উদযাপন সিনেজগতের তারকারা। বহু তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

Celebs Reaction India on Moon
চন্দ্রযানের সাফল্য উচ্ছ্বসিত বলি থেকে টলি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 10:58 PM IST

Updated : Aug 23, 2023, 11:08 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট: প্রবাদে আছে 'মঙ্গলে ঊষা বুধে পা' ৷ আর বুধেই পা রাখল বিক্রম ৷ তাই চাঁদে ভারত! চাঁদের পৃষ্ঠে পাখির পালকের মতো ভেসে ভেসে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান 3-এর ল্যান্ডার 'বিক্রম'। প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে পা ফেলতে সক্ষম হয়েছে। বুধবার সন্ধে 6টা 4 মিনিটে চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি চন্দ্রযান 3 এর অবতরণের সেই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন।

  • T 4748 - For far too long when India was referred to , it was spoken of as 3rd World Country .. and I hated it ..
    TODAY I AM PROUD TO SAY , INDIA IS 1ST WORLD .. in more ways than one ..
    भारत माता की जय ! 🇮🇳
    वन्दे मातरम् ! 🇮🇳 pic.twitter.com/sYb9PIE6oX

    — Amitabh Bachchan (@SrBachchan) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • বলিউড সিনেমা জগতের বহু তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
  • টুইট করে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে সানি লিওনি-সহ তারকারা ৷
  • পাশাপাশি অনুপম খের, কার্তিক আরিয়ান, আল্লু অর্জুন, সানি দেওল, অমিতাভ বচ্চন, রজনীকান্ত, থেকে দেব, মিমি ও নুসরত-সহ টলি সেলেবরাও উচ্ছসিত চন্দ্রযানের সাফল্যে ৷
    • A billion hearts saying THANK YOU @isro. You’ve made us so proud. Lucky to be watching India make history. India is on the moon, we are over the moon. #Chandrayaan3

      — Akshay Kumar (@akshaykumar) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাশিয়া যেখানে পরাস্ত, সেখানে করে দেখাল ভারত। অবতরণের শেষ 20 মিনিট ইসরোর মহাকাশবিজ্ঞানীদের মতো গোটা দেশ প্রহর গুণছিল। তবে সমস্তটাই পরিকল্পনা মাফিক হওয়ায় চাঁদে সফটল্যান্ডিং করল ল্যান্ডার বিক্রম। ইসরো বিজ্ঞানীদের এহেন গগনচুম্বী সাফল্যেই উচ্ছ্বসিত বিনোদন দুনিয়ার তারকারা।

রয়েছে বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকারাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়, জিতু কামালরাও শুভেচ্ছা জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের। সন্ধে 6টায় সকলেই যে টিভির পর্দায় চোখ রেখেছিলেন, তা তাঁদের পোস্টেই প্রমাণ।

  • Chaand Taare todh laoon….Saari Duniya par main chhaoon. Aaj india aur @isro chhaa gaya. Congratulations to all the scientists and engineers…the whole team which has made India so proud. Chandrayaan-3 has successfully
    soft-landed on the moon. #Chandrayaan3 pic.twitter.com/yBJu9k7Q8a

    — Shah Rukh Khan (@iamsrk) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গর্বিত দেশ, চন্দ্রযান-3'র সাফল্যে সেলিব্রেশন মুডে মহানগরী

হায়দরাবাদ, 23 অগস্ট: প্রবাদে আছে 'মঙ্গলে ঊষা বুধে পা' ৷ আর বুধেই পা রাখল বিক্রম ৷ তাই চাঁদে ভারত! চাঁদের পৃষ্ঠে পাখির পালকের মতো ভেসে ভেসে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান 3-এর ল্যান্ডার 'বিক্রম'। প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে পা ফেলতে সক্ষম হয়েছে। বুধবার সন্ধে 6টা 4 মিনিটে চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি চন্দ্রযান 3 এর অবতরণের সেই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন।

  • T 4748 - For far too long when India was referred to , it was spoken of as 3rd World Country .. and I hated it ..
    TODAY I AM PROUD TO SAY , INDIA IS 1ST WORLD .. in more ways than one ..
    भारत माता की जय ! 🇮🇳
    वन्दे मातरम् ! 🇮🇳 pic.twitter.com/sYb9PIE6oX

    — Amitabh Bachchan (@SrBachchan) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • বলিউড সিনেমা জগতের বহু তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
  • টুইট করে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে সানি লিওনি-সহ তারকারা ৷
  • পাশাপাশি অনুপম খের, কার্তিক আরিয়ান, আল্লু অর্জুন, সানি দেওল, অমিতাভ বচ্চন, রজনীকান্ত, থেকে দেব, মিমি ও নুসরত-সহ টলি সেলেবরাও উচ্ছসিত চন্দ্রযানের সাফল্যে ৷
    • A billion hearts saying THANK YOU @isro. You’ve made us so proud. Lucky to be watching India make history. India is on the moon, we are over the moon. #Chandrayaan3

      — Akshay Kumar (@akshaykumar) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাশিয়া যেখানে পরাস্ত, সেখানে করে দেখাল ভারত। অবতরণের শেষ 20 মিনিট ইসরোর মহাকাশবিজ্ঞানীদের মতো গোটা দেশ প্রহর গুণছিল। তবে সমস্তটাই পরিকল্পনা মাফিক হওয়ায় চাঁদে সফটল্যান্ডিং করল ল্যান্ডার বিক্রম। ইসরো বিজ্ঞানীদের এহেন গগনচুম্বী সাফল্যেই উচ্ছ্বসিত বিনোদন দুনিয়ার তারকারা।

রয়েছে বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকারাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়, জিতু কামালরাও শুভেচ্ছা জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের। সন্ধে 6টায় সকলেই যে টিভির পর্দায় চোখ রেখেছিলেন, তা তাঁদের পোস্টেই প্রমাণ।

  • Chaand Taare todh laoon….Saari Duniya par main chhaoon. Aaj india aur @isro chhaa gaya. Congratulations to all the scientists and engineers…the whole team which has made India so proud. Chandrayaan-3 has successfully
    soft-landed on the moon. #Chandrayaan3 pic.twitter.com/yBJu9k7Q8a

    — Shah Rukh Khan (@iamsrk) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গর্বিত দেশ, চন্দ্রযান-3'র সাফল্যে সেলিব্রেশন মুডে মহানগরী

Last Updated : Aug 23, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.