মুম্বই, 9 নভেম্বর: আয়ুষ্মান খুরানা এবং জয়দীপ আহলাওয়াতের আসন্ন ছবি 'অ্যান অ্যাকশন হিরো' পর্দায় আসতে চলেছে আগামী 2 ডিসেম্বর(Ayushmann Khurrana An Action Hero trailer)৷ মুক্তির তারিখ যতই এগিয়ে আসছে ততই আগ্রহ বাড়ছে এই ছবি নিয়ে ৷ বুধবার ছবির একটি নতুন একটি পোস্টার সামনে আনলেন নির্মাতারা ৷ একইসঙ্গে সামনে আনা হয়েছে ছবির ট্রেলার মুক্তির তারিখও ৷ এই নতুন পোস্টারে আয়ুষ্মান খুরানাকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম লুকে ৷ শরীরে ক্ষত এবং আঘাতের দাগ স্পষ্ট, কিন্তু একইসঙ্গে স্পষ্ট তাঁর দৃঢ়চেতা ভঙ্গিও ৷
আয়ুষ্মান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন এই পোস্টারটি ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "ফাটা পোস্টার নিকলা অ্যাকশন হিরো... লড়াইয়ের অভিনয় তো করে নিলাম এবার আসলে লড়াই করতে পারব তো?" অভিনেতা আরও জানিয়েছেন আগামী 11 নভেম্বর আসতে চলেছে তাঁর এই নতুন ছবির ট্রেলার ৷ এখন সেই ট্রেলার কতখানি সফল হয় সেটাই দেখার (An Action Hero trailer)৷
এই ছবির কেন্দ্রে রয়েছেন একজন শিল্পী ৷ তাঁর জীবনের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই গল্প ৷ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ আইয়ার ৷ ছবিটি সম্পর্কে বলতে গিয়ে, পরিচালক অনিরুদ্ধ এর আগেই বলেছিলেন," অ্যান অ্যাকশন হিরো নিয়ে আমাদের যা চিন্তা ভাবনা ছিল তা জীবন্ত করে তুলেছেন আয়ুষ্মান এবং জয়দীপ। দু'জনেই দুর্দান্ত অভিনেতা...আমরা যে সময়সূচী ঠিক করেছিলাম তা এখনও পর্যন্ত বেশ ফলপ্রসূ হয়েছে । ফলাফল যা হয়েছে তা নিয়ে আমি খুশি (An Action Hero new poster)।"
আরও পড়ুন: 'হতাশাজনক', ট্রোলিং-এর শিকার হয়ে মুখ খুললেন রশ্মিকা
ছবির উপস্থাপনার দায়িত্বে রয়েছে গুলশন কুমারের টি-সিরিজ এবং আনন্দ এল রাই ৷ আর ছবির প্রযোজনার দায়ভার রয়েছে কালার ইয়েলো প্রোডাকশন, আনন্দ এল রাই, ভূষণ কুমার এবং কৃষণ কুমারের ওপর। এবছর জানুয়ারিতে লন্ডনে শুরু হয়েছিল এই ছবির শুটিং ৷