ETV Bharat / entertainment

Ayushmann-Neha: ইন্ডিয়ান আইডলে কী ঘটেছিল আয়ুষ্মান-নেহার সঙ্গে ? ফাঁস হল সেই তথ্য

সম্প্রতি, আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ইন্ডিয়ান আইডল-এ (Indian Idol) তাঁর অভিজ্ঞতার কথা ৷ আর সেই কথা বলতে গিয়েই তিনি ফাঁস করলেন এক গোপন তথ্য । কী এমন হয়েছিল আয়ুষ্মান-নেহার সঙ্গে ?

Ayushmann Khurrana
Ayushmann Khurrana
author img

By

Published : Nov 19, 2022, 9:16 PM IST

Updated : Nov 19, 2022, 9:49 PM IST

কলকাতা, 19 নভেম্বর: আয়ুষ্মান খুরানার আসন্ন ছবি অ্যান অ্যাকশন হিরো (An Action Hero) ৷ সেই ছবির প্রচারে এসেছিলেন তিনি ৷ মঞ্চটা ছিল ইন্ডিয়ান আইডলের (Indian Idol) ৷ আর এখানে বসেই রীতিমতো স্মৃতিচারণা করলেন আয়ুষ্মান ৷ এর মধ্য দিয়েই উঠে এল এক আজানা তথ্য ৷

বর্তমানে এই অনুষ্ঠানের বিচারকের (Judge) আসনে দেখা যায় সঙ্গীতশিল্পী নেহা কক্করকে (Neha Kakkar) ৷ আর ইন্ডিয়ান আইডলে একটা পর্বে আসেন অভিনেতা আয়ুষ্মান ৷ তখনই তিনি জানান, আয়ুষ্মান ও নেহা কক্কর 2003 সালে এই অনুষ্ঠানের জন্য অডিশন দিয়েছিলেন ৷ তখন তাঁদের দু'জনকেই প্রত্যাখ্যান করা হয়েছিল (Ayushmann Neha rejected from Indian idol) ৷ প্রায় দুই দশক পর সেই ইন্ডিয়ান আইডলেই বসে নেহা-আয়ুষ্মান ৷

এই অভিনেতা ও গায়ক তাঁর প্রথম অ্যাকশন ছবির প্রচারে ব্যস্ত । কমেডি, থ্রিলার এবং ফ্যামিলি ড্রামার মতো উল্লেখযোগ্য কিছু ফিল্মে এর আগে অভিনয়ে দক্ষতা দেছিয়েছেন আয়ুষ্মান ৷ এরপর তাঁর এই নতুন অবতার ৷ যাতে দর্শক তাঁকে দেখতে পাবে অ্যাকশন হিরো রূপে ৷ সঙ্গে রয়েছে মারকাটারি অ্যাকশনের দৃশ্য ।

ছবির প্রচারের জন্য আয়ুষ্মান সহ-অভিনেতা জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat) ইন্ডিয়ান আইডল 13-এর সেটে আসেন (yushmann Khurrana on indian idol 13) । চ্যানেলের থেকে শেয়ার করা একটি প্রোমোতে আয়ুষ্মানকে তাঁর অল্প সময়ের ইন্ডিয়ান আইডল যাত্রার কথা বলতে শোনা যায় । আর তার থেকেই উঠে আসে আয়ুষ্মান-নেহার পূর্ব অভিজ্ঞতার কথা ৷

আরও পড়ুন: প্রথম সপ্তাহে তাক লাগানো আয়, সাফল্যের নয়া আখ্যান বুনছে 'দোস্তজী'

উল্লেখ্য, এই অভিনেতা একজন রেডিও জকি হিসেবে কাজ করেছেন ৷ 2012 সালে ভিকি ডোনার (Vicky Donor) মুক্তি পাওয়ার আগে বলিউডে টেলিভিশন শো-হোস্ট করতেন তিনি । এই সিনেমার মাধ্যমেই জনপ্রিয়তা পান আয়ুষ্মান ৷ তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি ৷ একাধারে গায়ক, সঞ্চালক ও অভিনেতা-সহ একাধিক গুণের আধিকারী তিনি ৷ অনিরুদ্ধ আইয়ার (Anirudh Iyer) পরিচালিত অ্যান অ্যাকশন হিরো সিনেমাটি, যেখানে মূখ্য ভূমিকায় রয়েছেন আয়ুষ্মান ৷ মুক্তি পাবে 2 ডিসেম্বর ৷

কলকাতা, 19 নভেম্বর: আয়ুষ্মান খুরানার আসন্ন ছবি অ্যান অ্যাকশন হিরো (An Action Hero) ৷ সেই ছবির প্রচারে এসেছিলেন তিনি ৷ মঞ্চটা ছিল ইন্ডিয়ান আইডলের (Indian Idol) ৷ আর এখানে বসেই রীতিমতো স্মৃতিচারণা করলেন আয়ুষ্মান ৷ এর মধ্য দিয়েই উঠে এল এক আজানা তথ্য ৷

বর্তমানে এই অনুষ্ঠানের বিচারকের (Judge) আসনে দেখা যায় সঙ্গীতশিল্পী নেহা কক্করকে (Neha Kakkar) ৷ আর ইন্ডিয়ান আইডলে একটা পর্বে আসেন অভিনেতা আয়ুষ্মান ৷ তখনই তিনি জানান, আয়ুষ্মান ও নেহা কক্কর 2003 সালে এই অনুষ্ঠানের জন্য অডিশন দিয়েছিলেন ৷ তখন তাঁদের দু'জনকেই প্রত্যাখ্যান করা হয়েছিল (Ayushmann Neha rejected from Indian idol) ৷ প্রায় দুই দশক পর সেই ইন্ডিয়ান আইডলেই বসে নেহা-আয়ুষ্মান ৷

এই অভিনেতা ও গায়ক তাঁর প্রথম অ্যাকশন ছবির প্রচারে ব্যস্ত । কমেডি, থ্রিলার এবং ফ্যামিলি ড্রামার মতো উল্লেখযোগ্য কিছু ফিল্মে এর আগে অভিনয়ে দক্ষতা দেছিয়েছেন আয়ুষ্মান ৷ এরপর তাঁর এই নতুন অবতার ৷ যাতে দর্শক তাঁকে দেখতে পাবে অ্যাকশন হিরো রূপে ৷ সঙ্গে রয়েছে মারকাটারি অ্যাকশনের দৃশ্য ।

ছবির প্রচারের জন্য আয়ুষ্মান সহ-অভিনেতা জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat) ইন্ডিয়ান আইডল 13-এর সেটে আসেন (yushmann Khurrana on indian idol 13) । চ্যানেলের থেকে শেয়ার করা একটি প্রোমোতে আয়ুষ্মানকে তাঁর অল্প সময়ের ইন্ডিয়ান আইডল যাত্রার কথা বলতে শোনা যায় । আর তার থেকেই উঠে আসে আয়ুষ্মান-নেহার পূর্ব অভিজ্ঞতার কথা ৷

আরও পড়ুন: প্রথম সপ্তাহে তাক লাগানো আয়, সাফল্যের নয়া আখ্যান বুনছে 'দোস্তজী'

উল্লেখ্য, এই অভিনেতা একজন রেডিও জকি হিসেবে কাজ করেছেন ৷ 2012 সালে ভিকি ডোনার (Vicky Donor) মুক্তি পাওয়ার আগে বলিউডে টেলিভিশন শো-হোস্ট করতেন তিনি । এই সিনেমার মাধ্যমেই জনপ্রিয়তা পান আয়ুষ্মান ৷ তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি ৷ একাধারে গায়ক, সঞ্চালক ও অভিনেতা-সহ একাধিক গুণের আধিকারী তিনি ৷ অনিরুদ্ধ আইয়ার (Anirudh Iyer) পরিচালিত অ্যান অ্যাকশন হিরো সিনেমাটি, যেখানে মূখ্য ভূমিকায় রয়েছেন আয়ুষ্মান ৷ মুক্তি পাবে 2 ডিসেম্বর ৷

Last Updated : Nov 19, 2022, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.