ETV Bharat / entertainment

Amitabh wishes Shefali: মুক্তির অপেক্ষায় 'থ্রি অফ আস', শেফালিকে শুভেচ্ছা বিগ বির - অমিতাভ বচ্চন

3 নভেম্বর মুক্তি পেতে চলেছে অবিনাশ অরুণ পরিচালিত থ্রি অফ আস ৷ শেফালি শাহকে ছবির জন্য আগাম শুভেচ্ছা জানালেন বিগ বি অমিতাভ বচ্চন ৷

Etv Bharat
শেফালিকে শুভেচ্ছা অমিতাভ বচ্চনের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 6:23 PM IST

হায়দরাবাদ, 30 অক্টোবর: মুক্তির অপেক্ষায় অবিনাশ অরুণ পরিচালিত 'থ্রি অফ আস' ৷ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শেফালি শাহকে ৷ শক্তিশালী এই অভিনেত্রীকে ছবির জন্য আগাম শুভেচ্ছা জানালেন বিগ বি অমিতাভ বচ্চন ৷ সোমবার এক্স (টুইট) বার্তায় থ্রি অফ আস-এর ট্রেলার শেয়ার করে শেফালির সুখ্যাতি করেছেন শাহেনশাহ ৷

  • T 4814 - All my best wishes for the film .. and my deep admiration for Shefali, an incredible actress and performer !!!https://t.co/4ZWl1ibdj8

    — Amitabh Bachchan (@SrBachchan) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি লেখেন, "এই ছবির জন্য অনেক শুভেচ্ছা পুরো টিমকে ৷ অনেক অভিনন্দন ইনক্রেডিবল অভিনেত্রী ও পার্ফরমার শেফালিকে ৷"বিগত কয়েক বছরে অভিনয়ের পর্দায় নিজের জাত চিনিয়েছেন অভিনেত্রী শেফালি শাহ ৷ 'দিল ধড়কনে দো', 'ডার্লিংস' বা 'দিল্লি ক্রাইম'এর মতো ওয়েব সিরিজ বলিউডে মাটি শক্ত করেছে ৷ অন্যরকম অভিনেত্রী হিসাবে বরাবরই স্পটলাইট কেড়ে নেন তিনি ৷ এবারও এক অনবদ্য মেয়ের গল্প নিয়ে হাজির হচ্ছেন শেফালি ৷

ছবির ট্রেলারে দেখানো হয় শৈলজা তথা শেফালি শাহ ডাইমেনশিয়া রোগে আক্রান্ত ৷ ধীরে ধীরে ভুলে যাওয়ার প্রবণতা আরও বাড়বে ৷ চিকিৎসকের এমন জবাবের পরেই নিজের পুরনো বাড়ি, ফেলে আসা গ্রামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শৈলজা ৷ তাঁর স্বামী দিবাকর তথা অভিনেতা-লিরিসিস্ট স্বনন্দ কিরকিরে নিয়ে যান তাঁকে ৷ সেখানে দেখা হয় প্রিয় বন্ধু প্রদীপ তথা জয়দীপ আহওয়ালটের সঙ্গে ৷ মূলত এটি তিনটে মানুষের সম্পর্ককে অন্যরকমভাবে জোরার চেষ্টা করেছেন পরিচালক ৷ পাশাপাশি, শৈলজা কীভাবে নতুন করে নিজেকে আবিষ্কার করে, তাও ফুটিয়ে তোলা হয়েছে থ্রি অফ আস ছবিতে ৷

আরও পড়ুন: বাবার চুম্বন দৃশ্য নিয়ে কফি কাউচে করণের প্রশ্নের মুখে সানি, অস্বস্তি ঢাকতে চরম উত্তর দিলেন !

এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছেন, এই ছবি বলে ভালাবাসা ও যত্নের গল্প ৷ এই ছবি ঘরে ফেরার গান শোনায় ৷ এই ছবি আশার গল্প শোনায় ৷ তিনি বলেন, "এই ছবিতে কাজ করতে পারা আমার কাছে সৌভাগ্যের বিষয় ৷ ভাষায় বলে প্রকাশ করতে পারব না, এই ছবি করার সময় আমি কতটা খুশি হয়েছি ৷ অভিনয় জীবনের অন্যতম সেরা ছবি থ্রি অফ আস ৷" ছবিটি প্রযোজনা করেছে ম্যাচবক্স শটস ও আল্লু অরবিন্দ ৷ চলতি বছর নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী ছবি হিসাবে জায়গা পায় 'থ্রি অফ আস' ৷ 3 নভেম্বর মুক্তি পাবে এই ছবি ৷

হায়দরাবাদ, 30 অক্টোবর: মুক্তির অপেক্ষায় অবিনাশ অরুণ পরিচালিত 'থ্রি অফ আস' ৷ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শেফালি শাহকে ৷ শক্তিশালী এই অভিনেত্রীকে ছবির জন্য আগাম শুভেচ্ছা জানালেন বিগ বি অমিতাভ বচ্চন ৷ সোমবার এক্স (টুইট) বার্তায় থ্রি অফ আস-এর ট্রেলার শেয়ার করে শেফালির সুখ্যাতি করেছেন শাহেনশাহ ৷

  • T 4814 - All my best wishes for the film .. and my deep admiration for Shefali, an incredible actress and performer !!!https://t.co/4ZWl1ibdj8

    — Amitabh Bachchan (@SrBachchan) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি লেখেন, "এই ছবির জন্য অনেক শুভেচ্ছা পুরো টিমকে ৷ অনেক অভিনন্দন ইনক্রেডিবল অভিনেত্রী ও পার্ফরমার শেফালিকে ৷"বিগত কয়েক বছরে অভিনয়ের পর্দায় নিজের জাত চিনিয়েছেন অভিনেত্রী শেফালি শাহ ৷ 'দিল ধড়কনে দো', 'ডার্লিংস' বা 'দিল্লি ক্রাইম'এর মতো ওয়েব সিরিজ বলিউডে মাটি শক্ত করেছে ৷ অন্যরকম অভিনেত্রী হিসাবে বরাবরই স্পটলাইট কেড়ে নেন তিনি ৷ এবারও এক অনবদ্য মেয়ের গল্প নিয়ে হাজির হচ্ছেন শেফালি ৷

ছবির ট্রেলারে দেখানো হয় শৈলজা তথা শেফালি শাহ ডাইমেনশিয়া রোগে আক্রান্ত ৷ ধীরে ধীরে ভুলে যাওয়ার প্রবণতা আরও বাড়বে ৷ চিকিৎসকের এমন জবাবের পরেই নিজের পুরনো বাড়ি, ফেলে আসা গ্রামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শৈলজা ৷ তাঁর স্বামী দিবাকর তথা অভিনেতা-লিরিসিস্ট স্বনন্দ কিরকিরে নিয়ে যান তাঁকে ৷ সেখানে দেখা হয় প্রিয় বন্ধু প্রদীপ তথা জয়দীপ আহওয়ালটের সঙ্গে ৷ মূলত এটি তিনটে মানুষের সম্পর্ককে অন্যরকমভাবে জোরার চেষ্টা করেছেন পরিচালক ৷ পাশাপাশি, শৈলজা কীভাবে নতুন করে নিজেকে আবিষ্কার করে, তাও ফুটিয়ে তোলা হয়েছে থ্রি অফ আস ছবিতে ৷

আরও পড়ুন: বাবার চুম্বন দৃশ্য নিয়ে কফি কাউচে করণের প্রশ্নের মুখে সানি, অস্বস্তি ঢাকতে চরম উত্তর দিলেন !

এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছেন, এই ছবি বলে ভালাবাসা ও যত্নের গল্প ৷ এই ছবি ঘরে ফেরার গান শোনায় ৷ এই ছবি আশার গল্প শোনায় ৷ তিনি বলেন, "এই ছবিতে কাজ করতে পারা আমার কাছে সৌভাগ্যের বিষয় ৷ ভাষায় বলে প্রকাশ করতে পারব না, এই ছবি করার সময় আমি কতটা খুশি হয়েছি ৷ অভিনয় জীবনের অন্যতম সেরা ছবি থ্রি অফ আস ৷" ছবিটি প্রযোজনা করেছে ম্যাচবক্স শটস ও আল্লু অরবিন্দ ৷ চলতি বছর নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী ছবি হিসাবে জায়গা পায় 'থ্রি অফ আস' ৷ 3 নভেম্বর মুক্তি পাবে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.