কলকাতা, 18 অগস্ট: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাসের উপর ভিত্তি করে এবার পর্দায় আসতে চলেছে অশ্বিন গঙ্গারাজুর বহু ভাষিক ছবি '1770-এক সংগ্রাম'। তেলুগু ছাড়াও বাংলা, হিন্দি, কন্নড়, তামিল এবং মালায়ালাম ভাষায় বানানো হয়েছে এই ছবি । ছবির কাহিনির মূল ভিত্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' । তাই প্রযোজক শৈলেন্দ্র কুমার, সুজয় কুট্টি, কৃষ্ণ কুমার বি এবং সুরজ শর্মা বন্দেমাতরমের আজ 150তম বর্ষে প্রকাশ করেছেন ছবির মোশন পোস্টার (New Movie 1770 Ek Sangram)।
উল্লেখ্য, এই ছবির পরিচালক অশ্বিন গঙ্গারাজু 'বাহুবলী' ছবিরও সহ পরিচালক ছিলেন । ছবি নিয়ে বলতে গিয়ে অশ্বিন বলেন,"এই বিষয়টি আমার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ ছিল । একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি সেই গল্পগুলির প্রতি আরও বেশি আকৃষ্ট হয়েছি কারণ এর মধ্যে আবেগ এবং লড়াইয়ের ইতিহাস জড়িয়ে আছে । আমি প্রথম দিকে কাজটা নিয়ে সন্দিহান ছিলাম । পরে রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলি । তিনি আমাকে সাহস দেন । তারপর আমি এগোই । বাকিটা দর্শক বলবেন ।"
এই প্রসঙ্গে তিনি প্রযোজকদের কথাও উল্লেখ করেন তিনি ৷ প্রসঙ্গত, এই বছর 'বন্দেমাতরম' গানের দেড়শো বছর পূর্তি হল । এই গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'আনন্দমঠ'-এ প্রথম আবির্ভূত হয়, যা ব্রিটিশ সাম্রাজ্যের শিকড়কে এক প্রকার নাড়িয়ে দিয়েছিল । ভি বিজয়েন্দ্র প্রসাদ এই ছবির চিত্রনাট্য লিখেছেন ।
আরও পড়ুন: ভাইরাল শাহিদ মীরার নাচের ভিডিয়ো, রোমান্টিক রসায়নে মুগ্ধ নেটপাড়া
তিনি বলেন,"আমি অনুভব করি যে বন্দেমাতরম একটি জাদুকরী শব্দ । এটি একটি মন্ত্র যা মহর্ষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি জাতিকে অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দিয়েছিলেন । 1770 সালে, আমরা চুক্তি করি । সেই সময়কার কাহিনিই তুলে ধরা হয়েছে এই ছবিতে । স্বাধীনতা আন্দোলনের আগুন অজানা যোদ্ধাদের গল্প নিয়েই এই ছবি ।"