ETV Bharat / entertainment

Ashish Vidyarthi: বিয়ের রাতে বউকে ছেড়েই মহানগরের রাস্তায় ম্যাজিকাল সময় কাটালেন আশিস - social media

জামাইষষ্ঠীতে 60 বছর বয়সে নতুন করে বিয়ে সেরেছেন অভিনেতা আশিস বিদ্যার্থী ৷ তবে বিয়ের রাতেই বেরিয়ে এলেন ঘর ছেড়ে ৷ সময় কাটালেন রাস্তায় ৷

Etv Bharat
ম্যাজিকাল সময় আশীষের
author img

By

Published : May 26, 2023, 9:17 AM IST

Updated : May 26, 2023, 10:21 AM IST

হায়দরাবাদ, 26 মে: রূপোলি পর্দায় তাঁর জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ প্রায় 11টি ভাষায় 300টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ বর্তমানে সমান জনপ্রিয় তাঁর ইউটিউব চ্যানেলও ৷ তিনি আশিস বিদ্যার্থী ৷ এক মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার নিয়ে যিনি ডিজিটাল দুনিয়াতেও বেশ সক্রিয় ৷ তিনি বৃহস্পতিবার রাতের দিকে একটি ভিডিয়ো সামনে এনেছেন ৷ কলকাতার রকে বসে আড্ডায় মাতলেন আশীষ ৷ অনুরাগীও ভাসলেন নস্ট্যালজিক মুহূর্তে ৷

1992 সালে 'সিলভার' স্ক্রিনে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল আশিস বিদ্যার্থীর ৷ 'সরদা'র ছবির হাত ধরেই টিনসেল টাউনে বেড়ে ওঠা ৷ দ্বিতীয় ছবি দ্রহকাল-এর জন্য পেয়েছেন জাতীয় পুরষ্কার ৷ খ্যাতি পেতে শুরু করেন '1942 আ লাভ স্টোরি' ছবি দিয়ে ৷ আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ খুব কম সময়ে খলনায়কের ভূমিকায় দর্শক মনে জায়গা করে নেন অভিনেতা ৷ ছবির পর্দায় তিনি যতটা জনপ্রিয় ততটাই তিনি ডিজিটাল দুনিয়াতেও নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন ৷

বৃহস্পতিবার জামাইষষ্ঠীর রাত তিনি কাটিয়েছেন কলকাতায় ৷ নতুন এই ভ্লগে তিনি শেয়ার করেছেন পুরনো দিনের কথা ৷ অভিনেতা টুইট করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, " কলকাতা কি উয়ো রাত..." ভিডিয়োটিতে দেখা গিয়েছে, আশিস জানাচ্ছেন তিনি রাত দশটার সময় ওষুধ নিতে বেরিয়েছেন ৷ সেখানে তিনি দেখেন কিছু এলাকার ছেলেরা রাস্তার এককোণে দাঁড়িয়ে ক্যারাম খেলছেন ৷ এই খেলাটি তাঁর না কি ভীষণ পছন্দের ৷

সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, "আমি যখন ওষুধ নিয়ে ফিরছিলাম যাঁরা ক্যারাম খেলছিলেন দূর থেকে তাঁদের লক্ষ্য করছিলাম ৷ এই খেলাটা আমি আগেও দেখেছি ৷ আমি তাঁদের ছবিও তুলছিলাম ৷ তাঁদের মধ্যেই একজন আমাকে জিজ্ঞাসা করেন ক্য়ারাম খেলব কিনা ! আর দেরি করিনি ৷ ওঁদের সঙ্গে খেলা শুরু করে দিলাম ৷" তাঁর এই ভিডিয়ো ইতিমধ্যেই দর্শকদেরও আনন্দ দিয়েছে ৷

আরও পড়ুন: ষষ্ঠীতে ফের বিয়ের পিঁড়িতে বাংলার জামাই, 60 বছরের বিদ্যার্থীর পাত্রী কে ?

প্রসঙ্গত, 25 মে শুভ কাছের পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে সেরেছেন আশিস ৷ অসমের রূপালি বড়ুয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা ৷ স্ত্রী রূপালি জন্মসূত্রে অসমের গুয়াহাটির বাসিন্দা হলেও এখন কলকলাবাসী ৷ কলকাতার ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত রূপালি ৷ ষাট বছর বয়সে এসে তাঁর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন আশিস বিদ্যার্থী ৷

হায়দরাবাদ, 26 মে: রূপোলি পর্দায় তাঁর জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ প্রায় 11টি ভাষায় 300টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ বর্তমানে সমান জনপ্রিয় তাঁর ইউটিউব চ্যানেলও ৷ তিনি আশিস বিদ্যার্থী ৷ এক মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার নিয়ে যিনি ডিজিটাল দুনিয়াতেও বেশ সক্রিয় ৷ তিনি বৃহস্পতিবার রাতের দিকে একটি ভিডিয়ো সামনে এনেছেন ৷ কলকাতার রকে বসে আড্ডায় মাতলেন আশীষ ৷ অনুরাগীও ভাসলেন নস্ট্যালজিক মুহূর্তে ৷

1992 সালে 'সিলভার' স্ক্রিনে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল আশিস বিদ্যার্থীর ৷ 'সরদা'র ছবির হাত ধরেই টিনসেল টাউনে বেড়ে ওঠা ৷ দ্বিতীয় ছবি দ্রহকাল-এর জন্য পেয়েছেন জাতীয় পুরষ্কার ৷ খ্যাতি পেতে শুরু করেন '1942 আ লাভ স্টোরি' ছবি দিয়ে ৷ আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ খুব কম সময়ে খলনায়কের ভূমিকায় দর্শক মনে জায়গা করে নেন অভিনেতা ৷ ছবির পর্দায় তিনি যতটা জনপ্রিয় ততটাই তিনি ডিজিটাল দুনিয়াতেও নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন ৷

বৃহস্পতিবার জামাইষষ্ঠীর রাত তিনি কাটিয়েছেন কলকাতায় ৷ নতুন এই ভ্লগে তিনি শেয়ার করেছেন পুরনো দিনের কথা ৷ অভিনেতা টুইট করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, " কলকাতা কি উয়ো রাত..." ভিডিয়োটিতে দেখা গিয়েছে, আশিস জানাচ্ছেন তিনি রাত দশটার সময় ওষুধ নিতে বেরিয়েছেন ৷ সেখানে তিনি দেখেন কিছু এলাকার ছেলেরা রাস্তার এককোণে দাঁড়িয়ে ক্যারাম খেলছেন ৷ এই খেলাটি তাঁর না কি ভীষণ পছন্দের ৷

সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, "আমি যখন ওষুধ নিয়ে ফিরছিলাম যাঁরা ক্যারাম খেলছিলেন দূর থেকে তাঁদের লক্ষ্য করছিলাম ৷ এই খেলাটা আমি আগেও দেখেছি ৷ আমি তাঁদের ছবিও তুলছিলাম ৷ তাঁদের মধ্যেই একজন আমাকে জিজ্ঞাসা করেন ক্য়ারাম খেলব কিনা ! আর দেরি করিনি ৷ ওঁদের সঙ্গে খেলা শুরু করে দিলাম ৷" তাঁর এই ভিডিয়ো ইতিমধ্যেই দর্শকদেরও আনন্দ দিয়েছে ৷

আরও পড়ুন: ষষ্ঠীতে ফের বিয়ের পিঁড়িতে বাংলার জামাই, 60 বছরের বিদ্যার্থীর পাত্রী কে ?

প্রসঙ্গত, 25 মে শুভ কাছের পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে সেরেছেন আশিস ৷ অসমের রূপালি বড়ুয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা ৷ স্ত্রী রূপালি জন্মসূত্রে অসমের গুয়াহাটির বাসিন্দা হলেও এখন কলকলাবাসী ৷ কলকাতার ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত রূপালি ৷ ষাট বছর বয়সে এসে তাঁর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন আশিস বিদ্যার্থী ৷

Last Updated : May 26, 2023, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.