ETV Bharat / entertainment

Arjun-Malaika Fight: মুখ লুকোচ্ছেন অর্জুন, মিডিয়াকে এড়াচ্ছেন মালাইকা ! সম্পর্কে ফাটল ?

প্রযোজক রিয়া কাপুরের জন্মদিনে (Malaika and Arjun at Rhea kapoors birthday) তাঁর মুম্বইয়ের বাড়িতে দেখা গেল অর্জুন কাপুর (Arjun Kapoor) ও মালাইকা অরোরাকে (Arjun-Malaika Fight)৷ তবে তাঁদের দেখে স্বাভাবিক বলে মনে হয়নি অনুরাগীদের ৷

Arjun-Malaika ETV Bharat
অর্জুন-মালাইকা
author img

By

Published : Mar 5, 2023, 1:49 PM IST

হায়দরাবাদ, 5 মার্চ: টিনসেল টাউনে মালাইকা অরোরা (Arjun-Malaika Fight) ও অর্জুন কাপুরের (Arjun Kapoor) প্রেমকাহিনী নতুন কিছু নয় ৷ শনিবার আবারও একসঙ্গে এই লাভ বার্ডসকে ক্যামেরাবন্দি করলেন পাপারাৎজিরা ৷ প্রযোজক রিয়া কাপুরের বাড়ির বাইরে তাঁদের দেখা গিয়েছে । 5 মার্চ ভিরে দি ওয়েডিং-এর প্রযোজকের 35তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এই যুগল ৷ তবে, তাঁদের এ দিন স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি ৷ কোনও কারণে তাঁরা সমস্যায় ছিলেন বলে মনে হয়েছে অনুরাগীদের ৷ কারণ মিডিয়ার কোনও প্রশ্নে কোনও প্রতিক্রিয়া দেননি মালাইকা (Malaika and Arjun at Rhea kapoors birthday)৷ আর অর্জুন হাত দিয়ে তাঁর মুখ ঢেকে রাখেন ৷

সম্পর্কে ফাটলের জল্পনা: সোশ্যাল মিডিয়ায় পাপারাৎজিরা ছবি এবং ভিডিয়ো আপলোড করার সঙ্গে সঙ্গেই ভক্তরা দ্রুত লক্ষ্য করেন যে, সবকিছু ঠিক ঠাক নেই । তাঁরা এ দিন যে ভাবে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন, তাতে তাঁদের অনুরাগীদের মনে হয়েছে দুজনের মধ্যে কিছু একটা হয়েছে । ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এটি দেখে সন্দেহ করা হচ্ছে, কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে দুজনের মধ্যে ৷ অনেকে তাঁদের সম্পর্কে ফাটলের জল্পনাও করেছেন ৷ কারণ এ দিন মালাইকা ও অর্জুন কেউই সংবাদমাধ্যমকে শুভেচ্ছা জানাননি এবং একে-অপরের সঙ্গে কথাও বলেননি ।

যুগলের ভিডিয়ো দেখে চিন্তায় অনুরাগীরা: তাদের অস্বাভাবিক আচরণ নজর এড়ায়নি অনুরাগীদের ৷ ইতিমধ্যেই ভিডিয়োটি কয়েক হাজার বার দেখা হয়ে গিয়েছে ৷ একটি পার্টিতে গেলেও এই লাভ বার্ডসকে প্রাণবন্ত মেজাজে পাওয়া যায়নি ৷ বরং তাঁদের কোনও কিছুর জন্য দু:খিত ও বিচলিত বলে মনে হয়েছে ৷ মন্তব্য বিভাগে নিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, "তাঁরা ছবি তুলতে চান না, দয়া করে তাঁদের ছবি তুলবেন না !" আর এই যুগলের পাশে দাঁড়িয়ে একজন ভক্ত লিখেছেন, "তাঁরা ক্লান্ত, আপনার বোঝা উচিত । সবকিছু ঢেকে রাখতে হবে না, তাই না ?"

আরও পড়ুন: বাঙালির বলি-উড়ান, চরিত্রে একগুচ্ছ চমক; আসছে কৌশিক করের 'ছিপকলি'

অর্জুনকে ভালোবাসা স্বীকার করে নিতে বললেন এক ভক্ত: একজন আবার লিখেছেন, "অর্জুন, মুখ লুকোচ্ছেন কেন ? তাঁকে ভালোবাসলে তা স্বীকার করুন ৷" এখন ভাইরাল হওয়া ভিডিয়োতে, মালাইকাকে একটি ওভারসাইজ হলুদ-রঙের শার্ট পরতে দেখা গিয়েছে । মাথায় খোঁপা করে চুলটা বাঁধা আর উজ্জ্বল লাল লিপস্টিকে বেশ মানিয়েছে মালাইকাকে ৷ অন্যদিকে, অর্জুন নীল জিন্সের সঙ্গে একটি বাদামী রঙের ফুল-হাতা টি-শার্ট পরেছিলেন ৷

হায়দরাবাদ, 5 মার্চ: টিনসেল টাউনে মালাইকা অরোরা (Arjun-Malaika Fight) ও অর্জুন কাপুরের (Arjun Kapoor) প্রেমকাহিনী নতুন কিছু নয় ৷ শনিবার আবারও একসঙ্গে এই লাভ বার্ডসকে ক্যামেরাবন্দি করলেন পাপারাৎজিরা ৷ প্রযোজক রিয়া কাপুরের বাড়ির বাইরে তাঁদের দেখা গিয়েছে । 5 মার্চ ভিরে দি ওয়েডিং-এর প্রযোজকের 35তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এই যুগল ৷ তবে, তাঁদের এ দিন স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি ৷ কোনও কারণে তাঁরা সমস্যায় ছিলেন বলে মনে হয়েছে অনুরাগীদের ৷ কারণ মিডিয়ার কোনও প্রশ্নে কোনও প্রতিক্রিয়া দেননি মালাইকা (Malaika and Arjun at Rhea kapoors birthday)৷ আর অর্জুন হাত দিয়ে তাঁর মুখ ঢেকে রাখেন ৷

সম্পর্কে ফাটলের জল্পনা: সোশ্যাল মিডিয়ায় পাপারাৎজিরা ছবি এবং ভিডিয়ো আপলোড করার সঙ্গে সঙ্গেই ভক্তরা দ্রুত লক্ষ্য করেন যে, সবকিছু ঠিক ঠাক নেই । তাঁরা এ দিন যে ভাবে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন, তাতে তাঁদের অনুরাগীদের মনে হয়েছে দুজনের মধ্যে কিছু একটা হয়েছে । ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এটি দেখে সন্দেহ করা হচ্ছে, কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে দুজনের মধ্যে ৷ অনেকে তাঁদের সম্পর্কে ফাটলের জল্পনাও করেছেন ৷ কারণ এ দিন মালাইকা ও অর্জুন কেউই সংবাদমাধ্যমকে শুভেচ্ছা জানাননি এবং একে-অপরের সঙ্গে কথাও বলেননি ।

যুগলের ভিডিয়ো দেখে চিন্তায় অনুরাগীরা: তাদের অস্বাভাবিক আচরণ নজর এড়ায়নি অনুরাগীদের ৷ ইতিমধ্যেই ভিডিয়োটি কয়েক হাজার বার দেখা হয়ে গিয়েছে ৷ একটি পার্টিতে গেলেও এই লাভ বার্ডসকে প্রাণবন্ত মেজাজে পাওয়া যায়নি ৷ বরং তাঁদের কোনও কিছুর জন্য দু:খিত ও বিচলিত বলে মনে হয়েছে ৷ মন্তব্য বিভাগে নিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, "তাঁরা ছবি তুলতে চান না, দয়া করে তাঁদের ছবি তুলবেন না !" আর এই যুগলের পাশে দাঁড়িয়ে একজন ভক্ত লিখেছেন, "তাঁরা ক্লান্ত, আপনার বোঝা উচিত । সবকিছু ঢেকে রাখতে হবে না, তাই না ?"

আরও পড়ুন: বাঙালির বলি-উড়ান, চরিত্রে একগুচ্ছ চমক; আসছে কৌশিক করের 'ছিপকলি'

অর্জুনকে ভালোবাসা স্বীকার করে নিতে বললেন এক ভক্ত: একজন আবার লিখেছেন, "অর্জুন, মুখ লুকোচ্ছেন কেন ? তাঁকে ভালোবাসলে তা স্বীকার করুন ৷" এখন ভাইরাল হওয়া ভিডিয়োতে, মালাইকাকে একটি ওভারসাইজ হলুদ-রঙের শার্ট পরতে দেখা গিয়েছে । মাথায় খোঁপা করে চুলটা বাঁধা আর উজ্জ্বল লাল লিপস্টিকে বেশ মানিয়েছে মালাইকাকে ৷ অন্যদিকে, অর্জুন নীল জিন্সের সঙ্গে একটি বাদামী রঙের ফুল-হাতা টি-শার্ট পরেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.