ETV Bharat / entertainment

Arindam on Jongole Mitin Mashi: শ্যুটিং শেষ! 'জঙ্গলে মিতিন মাসি' নিয়ে আবেগে ভাসলেন অরিন্দম

বৃহস্পতিবার শেষ হল 'জঙ্গলে মিতিন মাসি' ছবির শ্য়ুটিং ৷ ছবি নিয়ে আবেগী পরিচালক অরিন্দম শীল ৷ সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে মিতিন মাসি হয়ে পুজোর সময় বড় পর্দায় ধরা দেবেন কোয়েল।

Arindam on Jongole Mitin Mashi
শেষ জঙ্গলে মিতিন মাসি ছবির শ্য়ুটিং
author img

By

Published : Jun 2, 2023, 12:10 PM IST

কলকাতা, 2 জুন: পুজোয় মুক্তি পেতে চলেছে 'জঙ্গলে মিতিন মাসি' ৷ এই খবর আগেই ছড়িয়ে গিয়েছিল পরিচালক অরিন্দম শীল এবং পর্দার মিতিন কোয়েলের সৌজন্যে ৷ বৃহস্পতিবার জানা গেল ছবির শ্য়ুটিংও শেষ হয়ে গিয়েছে ৷ রাতে সহ-অভিনেতা এবং পরিচালকের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন নায়িকা থুড়ি গোয়েন্দা কোয়েল ৷ আর সঙ্গেই লেখেন শ্য়ুটিং শেষের কথা ৷ শুক্রবার ছবির এই জার্নি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন পরিচালক অরিন্দম শীলও ৷

অরিন্দম অনুরাগীদের জন্য শেয়ার করেছেন শ্যুটিংয়ের বেশকিছু ঝলক ৷ আর সঙ্গে তিনি লিখেছেন, "হাতির চোরা শিকার এবং সংরক্ষণ নিয়ে এমন বাংলা সিনেমা বোধহয় এই প্রথম ৷ শিকারিদের বাড়বাড়ন্ত রুখতে অবতীর্ণ মিতিন ৷ একট দারুণ ফ্যামিলি এন্টারটেইনার তো বটেই পাশাপাশি ছবিতে একটা দারুণ বার্তাও রয়েছে ৷ মানুষ আর বন্যপ্রাণীদের এমন এক রসায়নের গল্প-একেবারে এজ অফ সিট থ্রিলার ৷ জঙ্গলে মিতিন মাসির-এর হাত ধরে এবারের পুজোটা অন্য়রকম হতে চলেছে ৷"

শ্য়ুটিং নিয়ে লিখতে গিয়ে অরিন্দম লেখেন, "প্রচণ্ড গরম আর প্রতিকূল পরিবেশে টানা দুই সপ্তাহ শ্যুটিং করে আমরা সবেমাত্র দলমা ও সারন্ডার জঙ্গল থেকে ফিরেছি । পুজোয় আপনাদের একটা দারুণ ছবি উপহার দেওয়ার জন্য় যথাসাধ্য চেষ্টা করে চলেছি ৷" সুচিত্রা ভট্টাচার্যের 'সারান্ডায় শয়তান' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ ব্যোমকেশ, শবর, ফেলুদাকে নিয়ে পরপর কাজ করে চলেছেন অরিন্দম ৷ আর তারই ফাঁকে মিতিন মাসিকে নিয়েও এগিয়ে চলেছে তাঁর যাত্রা ৷

আরও পড়ুন: নেপোটিজম বিতর্ক অতীত ! আজ হিন্দি বিনোদনের নক্ষত্র শত্রুঘ্ন কন্য়া সোনাক্ষী

অন্যদিকে, গতকাল শ্যুটিং শেষের খবর দিয়ে কোয়েল লিখেছিলেন, "শ্যুটিং শেষ ! আবার মিতিন মাসি করতে পারা একটা দারুণ অভিজ্ঞতা ৷ গভীর সারান্ডার বনে 47 ডিগ্রিতে (মনে তো হচ্ছিল 55 ডিগ্রি) গ্রিল আর বার্বিকিউ হতে হতে এই কাজটা কিন্তু ভীষণ আনন্দের সঙ্গেই করেছি ৷ এবার মিতিনের যাত্রাটা ছিল তীব্র আবেগের আর দারুণ রোমাঞ্চকর ৷" ছবিতে কোয়েলের সঙ্গেই অভিনয় করেছেন রিয়া বনিক, শুভ্রজিৎ দত্তরাও ৷

কলকাতা, 2 জুন: পুজোয় মুক্তি পেতে চলেছে 'জঙ্গলে মিতিন মাসি' ৷ এই খবর আগেই ছড়িয়ে গিয়েছিল পরিচালক অরিন্দম শীল এবং পর্দার মিতিন কোয়েলের সৌজন্যে ৷ বৃহস্পতিবার জানা গেল ছবির শ্য়ুটিংও শেষ হয়ে গিয়েছে ৷ রাতে সহ-অভিনেতা এবং পরিচালকের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন নায়িকা থুড়ি গোয়েন্দা কোয়েল ৷ আর সঙ্গেই লেখেন শ্য়ুটিং শেষের কথা ৷ শুক্রবার ছবির এই জার্নি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন পরিচালক অরিন্দম শীলও ৷

অরিন্দম অনুরাগীদের জন্য শেয়ার করেছেন শ্যুটিংয়ের বেশকিছু ঝলক ৷ আর সঙ্গে তিনি লিখেছেন, "হাতির চোরা শিকার এবং সংরক্ষণ নিয়ে এমন বাংলা সিনেমা বোধহয় এই প্রথম ৷ শিকারিদের বাড়বাড়ন্ত রুখতে অবতীর্ণ মিতিন ৷ একট দারুণ ফ্যামিলি এন্টারটেইনার তো বটেই পাশাপাশি ছবিতে একটা দারুণ বার্তাও রয়েছে ৷ মানুষ আর বন্যপ্রাণীদের এমন এক রসায়নের গল্প-একেবারে এজ অফ সিট থ্রিলার ৷ জঙ্গলে মিতিন মাসির-এর হাত ধরে এবারের পুজোটা অন্য়রকম হতে চলেছে ৷"

শ্য়ুটিং নিয়ে লিখতে গিয়ে অরিন্দম লেখেন, "প্রচণ্ড গরম আর প্রতিকূল পরিবেশে টানা দুই সপ্তাহ শ্যুটিং করে আমরা সবেমাত্র দলমা ও সারন্ডার জঙ্গল থেকে ফিরেছি । পুজোয় আপনাদের একটা দারুণ ছবি উপহার দেওয়ার জন্য় যথাসাধ্য চেষ্টা করে চলেছি ৷" সুচিত্রা ভট্টাচার্যের 'সারান্ডায় শয়তান' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ ব্যোমকেশ, শবর, ফেলুদাকে নিয়ে পরপর কাজ করে চলেছেন অরিন্দম ৷ আর তারই ফাঁকে মিতিন মাসিকে নিয়েও এগিয়ে চলেছে তাঁর যাত্রা ৷

আরও পড়ুন: নেপোটিজম বিতর্ক অতীত ! আজ হিন্দি বিনোদনের নক্ষত্র শত্রুঘ্ন কন্য়া সোনাক্ষী

অন্যদিকে, গতকাল শ্যুটিং শেষের খবর দিয়ে কোয়েল লিখেছিলেন, "শ্যুটিং শেষ ! আবার মিতিন মাসি করতে পারা একটা দারুণ অভিজ্ঞতা ৷ গভীর সারান্ডার বনে 47 ডিগ্রিতে (মনে তো হচ্ছিল 55 ডিগ্রি) গ্রিল আর বার্বিকিউ হতে হতে এই কাজটা কিন্তু ভীষণ আনন্দের সঙ্গেই করেছি ৷ এবার মিতিনের যাত্রাটা ছিল তীব্র আবেগের আর দারুণ রোমাঞ্চকর ৷" ছবিতে কোয়েলের সঙ্গেই অভিনয় করেছেন রিয়া বনিক, শুভ্রজিৎ দত্তরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.