কলকাতা, 28 জুন: সম্প্রতি মুক্তি পেয়েছে 'সাবাশ ফেলুদা' ৷ এরই মাঝে শেষ করেছেন 'জঙ্গলে মিতিন মাসি' ছবির শ্য়ুটিংয়ের কাজ ৷ পুজোয় বড় পর্দায় আসছে সেই ছবি ৷ আর তারপরেও একটুও ছুটি নেই ৷ বরং সমান উদ্যমে তিনি শুরু করে দিলেন নতুন ওয়েব সিরিজের শ্যুটিংয়ের কাজ ৷ ঠিক এই খবরই বুধবার সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানালেন অরিন্দম শীল ৷ ছোট্ট একটি নোট এদিন সকলের উদ্দেশ্যে শেয়ার করেছেন তিনি ৷
তাতে তিনি উল্লেখ করেছেন সকলের প্রিয় অভিনেতা রবার্ট ডি নিরোর কথা ৷ তিনি লিখেছেন, "অনেকটা রবার্ট ডি নিরোর মতোই বলতে পারি...তখন বিশ্রাম নেব যখন মৃত্য়ু আসবে ৷ তার আগে পর্যন্ত আমি আমার প্যাশন নিয়ে এগিয়ে যেতে চাই ৷ গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে নতুন প্রজেক্টের শ্যুটিং ৷" যদিও তাঁর এই নতুন প্রজেক্ট আর কিছু খুলে বলেননি অরিন্দম ৷ তবে তিনি তাঁর পোস্টে যে হ্যাশট্য়াগগুলি ব্য়বহার করেছেন তা দেখে বোঝা যায় তাঁর এই আসন্ন ওয়েব সিরিজটির নাম সম্ভবত 'ঊনিশে এপ্রিল' ৷
এর আগে 'ঊনিশে এপ্রিল' নামে একটি ছবি তৈরি করেছিলেন ঋতুপর্ণ ঘোষ ৷ যে ছবি জিতে নিয়েছিল জাতীয় পুরস্কারও ৷ আবার কি সেই একই নামে তাঁর নতুন সিরিজের নাম রাখতে চলেছেন অরিন্দম ৷ উত্তর দেবে সময় ৷ তবে তাঁর এই সিরিজ নিয়ে আগ্রহ যে তুঙ্গে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷
আরও পড়ুন: অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে দ্বিতীয়বার মা হতে চলার ঘোষণা শুভশ্রীর
যতটুকু জানা গিয়েছে তাতে 'ক্যামেলিয়া ফিল্ম স্নো'-এর প্রযোজনাতেই আসতে চলেছে এই ছবি ৷ তবে কোন ওটটি মঞ্চে আসতে চলেছে এই সিরিজ তা এখনও জানা যায়নি ৷ জানা যায়নি অভিনেতা-অভিনেত্রীদের নাম কিংবা মুক্তির তারিখও ৷ তবে অরিন্দমের সাম্প্রতিক কাজ 'সাবাশ ফেলুদা' অবশ্য় বেশ বিতর্কের মুখে পড়েছিল ৷ এবার ঊনিশে এপ্রিল কেমন হয়, তা জানার জন্য়ই অপেক্ষায় সকলে ৷