কলকাতা, 23 মার্চ: এই পুজোতে আবার রহস্যের গন্ধ ছড়াবে শহরে । তবে ভয় নেই । সঙ্গে আছে তো মিতিন মাসি (Mitin Mashi)। তিনিই রহস্যের জট খুলবেন । ইতিমধ্যেই ছবির ঘোষণা সেরে ফেলেছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil Film)।
এসভিএফ এবং ক্যামেলিয়া প্রোডাকশনের যৌথ প্রযোজনায় আসছে এই ছবি । সুচিত্রা ভট্টাচার্যের 'সারান্ডায় শয়তান' গল্প অবলম্বনে পরিচালক অরিন্দম শীল এ বার বানাতে চলেছেন 'জঙ্গলে মিতিন'। আর এই ছবির মাধ্যমেই বড় পর্দায় বেশ অনেকদিন পর ফিরছেন কোয়েল মল্লিক (Koel Mallick)।
এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক অরিন্দম শীল ইটিভি ভারতকে জানিয়েছিলেন যে, তিনি আর ব্যোমকেশ বানাবেন না । এর মাঝে তিনি 'তীরন্দাজ শবর' উপহার দিয়েছেন দর্শকদের । এ বার ফের একবার মিতিন মাসিকে নিয়ে আসতে চলেছেন তিনি ।
এই ছবিতেও দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে ৷ এবং বোনঝির চরিত্রে দেখা যাবে রিয়া বণিককে । এছাড়াও সোনালি চৌধুরীকে দেখতে পাওয়া যাবে কোয়েল মল্লিক তথা মিতিনের দিদির ভূমিকায় । কোয়েলের অ্যাকশন দেখতে এ বারেও দর্শক উতসাহী হবেন তা বলাই বাহুল্য । 30 এপ্রিল থেকে 25 মে-এর মধ্যে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন: কেরালায় চললেন 'মিতিন মাসি'
এই ছবির শ্যুটিং হওয়ার কথা রয়েছে সারান্ডা ও দলমায় । এই বছরের পুজোতেই ছবি মুক্তি পাবে বলে সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন পরিচালক অরিন্দম শীল । ওই সময়েই আবার মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'রক্তবীজ' এবং দেবের ব্যোমকেশ । এরই সঙ্গে থাকছে মিতিন মাসি । সুতরাং কোনটা ছেড়ে কোনটা দেখবেন তা নিয়ে দর্শক খানিকটা হলেও খাবি খাবেন তা বলাই বাহুল্য । এই ব্যাপারে অরিন্দম শীলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই মুহূর্তে ছবির বিষয়ে কিছু বলতে রাজি হননি ।