কলকাতা, 8 জুলাই: চলতি মাসেই মুক্তি পেতে চলেছে রাজা চন্দ পরিচালিত নতুন ছবি 'বিয়ে বিভ্রাট' ৷ ছবিতে স্ক্রিনশেয়ার করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্য়ায় এবং আবির চট্টোপাধ্যায় ৷ এর আগেও বহুবার একসঙ্গে কাজ করেছেন এই চট্টোপাধ্যায় স্কোয়ার ৷ ছবির তালিকায় রয়েছে 'শাহজাহান রিজেন্সি', 'বাইশে শ্রাবণ', 'বাস্তুশাপ'-এর মতো ছবি ৷ এবার আরও একবার ত্রিকোণ প্রেমের গল্পে জুটি বাঁধছেন আবির-পরম ৷ শনিবার মুক্তি পেল ছবির প্রথম গান 'জিয়া তুই ছাড়া' ৷
এই গানে কণ্ঠ দিয়েছেন গায়ক অরিজিৎ সিং ৷ জিয়াগঞ্জের মেলোডি কিং আপাতত রয়েছেন কেরিয়ারের মধ্যগগনে ৷ বলিউড-টলিউড দুই ক্ষেত্রেই চুটিয়ে কাজ করছেন তিনি ৷ সম্প্রতি করণ জোহরের ছবিতেও গান গেয়েছেন এই গায়ক ৷ আলিয়া ভাট-রণবীর সিংয়ের কেমিস্ট্রির পাশাপাশি 'তুম ক্যায়া মিলে' শীর্ষক এই গানটিতে অরিজিৎ সিং-শ্রেয়া ঘোষাল জুটির রসায়নও রীতিমতো হিট ৷ অনুরাগীরা দুই অসামান্য শিল্পীর কণ্ঠে রীতিমতো মোহিত হয়েছেন ৷ আর এবার আরও একটি বাংলা গানে কন্ঠ দিলেন অরিজিৎ ৷
'জিয়া তুই ছাড়া' গানটির কথা লিখেছেন সুব্রত বারিষওয়ালা ৷ আর সুরের দায়িত্ব সামলেছেন রণজয় ভট্টাচার্য ৷ গানের মূল শক্তি অবশ্য়ই প্রেম ৷ সুন্দরভাবে ফুটে উঠেছে পরমব্রত এবং লহমার প্রেমের কাহিনি ৷ তাঁদের কেমিস্ট্রিও এখানে বেশ চমৎকার ৷ ছবির গল্পের দিকে তাকালে আমরা দেখা পাই চন্দ্রমৌলি হাজরা আর শাক্য সেনের কেমিষ্ট্রি ৷ শাক্য একজন ইউটিউবার ৷ বিয়ের জন্য পাত্রী খুঁজতে গিয়ে তার আলাপ মোহরের সঙ্গে ৷ আর এই মোহর অর্থাৎ লহমাকে আবার ভালোবাসে তার গানের শিক্ষক চন্দ্রমৌলিও ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: দেবদাস, শ্রীকান্তদের পর এবার বড় পর্দায় শরৎচন্দ্রের 'লালু', অভিনয়ে কৌশিক বিশ্বজিৎ
এ পর্যন্ত ছকটা চেনা চেনা মনে হলেও গল্পে রয়েছে আরও নতুন নতুন টুইস্ট ৷ কোনদিকে এগোবে এই প্রেমের কাহিনি তার উত্তর জানতে গেলে অপেক্ষা করতে হবে 14 জুলাই পর্যন্ত ৷ কারণ ওইদিনই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির কাহিনিকারও পরম নিজেই ৷ তাঁর প্রযোজনা সংস্থা রোড শো ফিল্মসের হাত ধরেই আসতে চলেছে 'বিয়ে বিভ্রাট' ৷