ETV Bharat / entertainment

বিয়ে করছেন আরবাজ খান! পাত্রী বলিউডের তারকা মেক-আপ আর্টিস্ট, রইল বিস্তারিত পরিচয় - entertainment

Arbaaz Khan Wedding: জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে বিচ্ছেদর পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ খান ৷ শোনা যাচ্ছে, 24 ডিসেম্বর বলিউড মেক-আপ আর্টিস্ট সৌরা খানকে 'নিকাহ' করতে চলেছেন মালাইকা অরোরার প্রাক্তন স্বামী ৷

Etv Bharat
বিয়ে করছেন আরবাজ খান!
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 10:20 AM IST

Updated : Dec 22, 2023, 10:26 AM IST

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: বছর শেষে বড় খবর ৷ খান পরিবারে এখন বিয়ের মরশুম ৷ ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আরবাজ খান ৷ পাত্রী দীর্ঘ চারবছরের সঙ্গী জর্জিয়া আন্দ্রিয়ানি নন ৷ বরং এই পাত্রীকে শুধুমাত্র চেনেন বলিউডের অন্দরমহল লোকেরাই ৷ সূত্রের খবর, সৌরা খানকে পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করতে চলেছেন আরবাজ ৷ সরকারিভাবে এই খবর সামনে না এলেও বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে বিটাউনে ৷ জানেন কে এই সৌরা খান?

24 ডিসেম্বর বিয়ের তারিখ সামনে এলেও সেই আসর খানেদের গ্যালাক্সি আপার্টমেন্টে বসবে কি না তা এখনও জানা যায়নি ৷ তবে জানা গিয়েছে সৌরার পরিচয় ৷ তিনি আসলে বলিউডের পরিচিত মেক-আপ আর্টিস্ট ৷ জানা গিয়েছে, সৌরা বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন ও তাঁর মেয়ে রাশা থাডানির প্রফেশনাল মেক-আপ আর্টিস্ট হিসেবে কাজ করেন ৷ তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল চেক করলে জানা যায়, তিনি 350টির বেশি ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তাঁর ফলোয়ার সংখ্যা 13 হাজারের একটু বেশি ৷ তিনি নিজে ফলো করেন 423 জনকে ৷ শুধু তাই নয়, সৌরা খান নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেট করে রেখেছেন ৷ ফলে এর থেকে বেশি আর কোনও তথ্য আপাতত পাওয়া যায়নি ৷

সূত্রের খবর, 'পাটনা শুক্লা' ছবির শেটে পরিচয় সৌরার সঙ্গে পরিচয় হয়েছিল আরবাজের ৷ বিবেক বুদাকোটি পরিচালিত এই ছবির প্রযোজক হলেন আরবাজ ৷ ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন রবিনা টন্ডন, চন্দন রায় স্যান্যাল, মানব ভিজ, যতিন গোস্বামী, অনুষ্কা কৌশিক ও প্রয়াত সতীশ কৌশিক ৷ অনুমান করা যায়, রবিনার মেক-আপ আর্টিস্ট সৌরা সেই ছবির শুটিং স্পটে ছিলেন ৷ সেখান থেকেই আরবাজ খানের সঙ্গে পরিচয় ৷ সেখান থেকেই শুরু সম্পর্কের।
অন্যদিকে, 1998 সালে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আরবাজ ৷ 2002 সালে তাঁদের এক পুত্র সন্তান হয়, নাম আরহান খান ৷ এরপর 2017 সালে দীর্ঘ সম্পর্ক শেষে আরবাজ ও মালাইকার বিচ্ছেদ হয়ে যায় ৷ এরপর মালাইকা সম্পর্ক জড়ান অর্জুন কাপুরের সঙ্গে ৷ অন্যদিকে, আরবাজ খানের নাম জড়ায় ইতালিয়ান অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ৷ নানা অনুষ্ঠানে আরবাজ খানের সঙ্গে দেখা যেত জর্জিয়াকে ৷

তাঁদের এই প্রেম দীর্ঘ চারবছর স্থায়ী ছিল ৷ তবে আচমকাই তাঁদের বিচ্ছেদর খবর সামনে আসে ৷ এক সাক্ষাৎকারে জর্জিয়া জানিয়েছেন, এই বিচ্ছেদের পর তাঁরা খুব ভালো বন্ধু ৷ আরবাজের জন্য তাঁর যে অনুভূতি ছিল, তা সবসময় থাকবে ৷ তারপরই সামনে আসে আরবাজ খানের বিয়ের গুঞ্জন ৷ এখন সেই গুঞ্জনে বিয়ের ভ্রমর বসে কি না তা জানা যাবে 24 ডিসেম্বর ৷

আরও পড়ুন

1. দেড় দশক আগে শুরু হয়েছিল 'সালার' কাহিনী! 'ডাঙ্কি'র ভিড়ে বক্সঅফিসে ঘুরে দাঁড়ানোর লড়াই প্রভাসের

2. নতুন অবতারে বিজয় সেতুপতি, ক্যাটরিনার সঙ্গে প্রেম আর রোমাঞ্চে ভরা কাহিনি নিয়ে হাজির শ্রীরাম

3. 'অ্যানিম্যাল' ছবির নতুন পর্বের জন্য তৈরি সন্দীপ, কবে শুরু শুটিং?

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: বছর শেষে বড় খবর ৷ খান পরিবারে এখন বিয়ের মরশুম ৷ ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আরবাজ খান ৷ পাত্রী দীর্ঘ চারবছরের সঙ্গী জর্জিয়া আন্দ্রিয়ানি নন ৷ বরং এই পাত্রীকে শুধুমাত্র চেনেন বলিউডের অন্দরমহল লোকেরাই ৷ সূত্রের খবর, সৌরা খানকে পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করতে চলেছেন আরবাজ ৷ সরকারিভাবে এই খবর সামনে না এলেও বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে বিটাউনে ৷ জানেন কে এই সৌরা খান?

24 ডিসেম্বর বিয়ের তারিখ সামনে এলেও সেই আসর খানেদের গ্যালাক্সি আপার্টমেন্টে বসবে কি না তা এখনও জানা যায়নি ৷ তবে জানা গিয়েছে সৌরার পরিচয় ৷ তিনি আসলে বলিউডের পরিচিত মেক-আপ আর্টিস্ট ৷ জানা গিয়েছে, সৌরা বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন ও তাঁর মেয়ে রাশা থাডানির প্রফেশনাল মেক-আপ আর্টিস্ট হিসেবে কাজ করেন ৷ তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল চেক করলে জানা যায়, তিনি 350টির বেশি ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তাঁর ফলোয়ার সংখ্যা 13 হাজারের একটু বেশি ৷ তিনি নিজে ফলো করেন 423 জনকে ৷ শুধু তাই নয়, সৌরা খান নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেট করে রেখেছেন ৷ ফলে এর থেকে বেশি আর কোনও তথ্য আপাতত পাওয়া যায়নি ৷

সূত্রের খবর, 'পাটনা শুক্লা' ছবির শেটে পরিচয় সৌরার সঙ্গে পরিচয় হয়েছিল আরবাজের ৷ বিবেক বুদাকোটি পরিচালিত এই ছবির প্রযোজক হলেন আরবাজ ৷ ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন রবিনা টন্ডন, চন্দন রায় স্যান্যাল, মানব ভিজ, যতিন গোস্বামী, অনুষ্কা কৌশিক ও প্রয়াত সতীশ কৌশিক ৷ অনুমান করা যায়, রবিনার মেক-আপ আর্টিস্ট সৌরা সেই ছবির শুটিং স্পটে ছিলেন ৷ সেখান থেকেই আরবাজ খানের সঙ্গে পরিচয় ৷ সেখান থেকেই শুরু সম্পর্কের।
অন্যদিকে, 1998 সালে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আরবাজ ৷ 2002 সালে তাঁদের এক পুত্র সন্তান হয়, নাম আরহান খান ৷ এরপর 2017 সালে দীর্ঘ সম্পর্ক শেষে আরবাজ ও মালাইকার বিচ্ছেদ হয়ে যায় ৷ এরপর মালাইকা সম্পর্ক জড়ান অর্জুন কাপুরের সঙ্গে ৷ অন্যদিকে, আরবাজ খানের নাম জড়ায় ইতালিয়ান অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ৷ নানা অনুষ্ঠানে আরবাজ খানের সঙ্গে দেখা যেত জর্জিয়াকে ৷

তাঁদের এই প্রেম দীর্ঘ চারবছর স্থায়ী ছিল ৷ তবে আচমকাই তাঁদের বিচ্ছেদর খবর সামনে আসে ৷ এক সাক্ষাৎকারে জর্জিয়া জানিয়েছেন, এই বিচ্ছেদের পর তাঁরা খুব ভালো বন্ধু ৷ আরবাজের জন্য তাঁর যে অনুভূতি ছিল, তা সবসময় থাকবে ৷ তারপরই সামনে আসে আরবাজ খানের বিয়ের গুঞ্জন ৷ এখন সেই গুঞ্জনে বিয়ের ভ্রমর বসে কি না তা জানা যাবে 24 ডিসেম্বর ৷

আরও পড়ুন

1. দেড় দশক আগে শুরু হয়েছিল 'সালার' কাহিনী! 'ডাঙ্কি'র ভিড়ে বক্সঅফিসে ঘুরে দাঁড়ানোর লড়াই প্রভাসের

2. নতুন অবতারে বিজয় সেতুপতি, ক্যাটরিনার সঙ্গে প্রেম আর রোমাঞ্চে ভরা কাহিনি নিয়ে হাজির শ্রীরাম

3. 'অ্যানিম্যাল' ছবির নতুন পর্বের জন্য তৈরি সন্দীপ, কবে শুরু শুটিং?

Last Updated : Dec 22, 2023, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.