ETV Bharat / entertainment

Karar Oi Louho Kapat Song: নজরুলগীতি 'বিকৃত' করেছেন! এআর রহমানের ক্ষমা চাওয়া উচিত, তীব্র প্রতিবাদ নেটপাড়ায় - Kazi Nazrul Islam

কাজী নজরুল ইসলামের 'কারার ওই লৌহ কপাট' গানের সুর বদল নিয়ে বিতর্ক নেটপাড়ায় ৷ এই গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে বলে প্রতিবাদে সোচ্চার নেটিজেনরা ৷ এআর রহমানের মতো শিল্পীর কাছ থেকে এমনটা আশা করা যায় না বলেই মনে করেন অনেকে।

Karar Oi Louho Kapat Song
নজরুলগীতি বিকৃতি বিতর্কে এআর রহমান
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 9:57 AM IST

Updated : Nov 10, 2023, 10:11 AM IST

হায়দরাবাদ, 10 নভেম্বর: বাঙালির ভাবাবেগে আঘাত দিলেন অস্কারজয়ী পরিচালক এ আর রহমান ৷ কবি নজরুল ইসলামের কারার ওই লৈহ কপাট গানের রিমেক করে নেটপাড়ায় বিতর্কের মুখে পড়েছেন এই স্বনামধন্য সঙ্গীতশিল্পী ৷ নেটিজেনদের অভিযোগ, রিমেক করে নজরুল ইসলামের গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে। এমন স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যায় না বলে উত্তাল সোশাল মিডিয়া ৷

10 নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেল পিপ্পা ৷ 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন 45 ক্যাভালরি রেজিমেন্টের ক্যাপ্টেন বলরাম সিং মেহতা ৷ তাঁর জীবনকে কেন্দ্র করেই তৈরি এই সিনেমা ৷ সেই সিনেমায় কাজ করেছেন সুরকার এ আর রহমান ৷ বাংলার সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সেই লড়াই পর্দায় তুলে ধরেছেন পরিচালক রাজাকৃষ্ণ মেনন ৷ প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায়কাপুর ও রনি স্ক্রুওয়ালা৷

  • AR Rahman is being ripped apart in the comments section for his version of karar oi loukopat – and rightly so.

    This is a special song with a historical significance, hard-hitting lyrics. Not a Bollywood item number.

    (please tell me he outsourced it)https://t.co/Ps2areBRHQ

    — Abhishek Mukherjee (@ovshake42) November 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ছবিতে বলরাম সিং মেহতার চরিত্রে দেখা যাবে ঈশান খট্টরকে ৷ রয়েছেন ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনুলির মতো অভিনেতারা ৷ ছবিটির মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানোর জন্য সুরকার এআর রহমান বেছে নিয়েছিলেন নজরুলগীতি ৷

সেই গানের সুর আদ্যপ্রান্ত বদলে ফেলেছেন রহমান ৷ তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন এপার বাংলা-ওপার বাংলার সাধারণ মানুষ ৷ নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায় ৷ কেউ লিখেছেন, "কিছু গান, কিছু কবিতা এবং কিছু সুরের সামান্য বদলও করা যায় না। একজন মহান শিল্পী হিসেবে আপনার সেটা বোঝা উচিত।" কারও মন্তব্য, "একি কান্ড!! সুর নিয়ে এমন স্বেচ্ছাচারিতা অত্যন্ত নিন্দনীয় কাজ। ধিক্কার জানাই।" কেউ লিখেছেন, "এই ধৃষ্টতা ও ভুল এআর রহমানের কাছে কাম্য ছিল না।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মজার বিষয় হল, এই গানে কণ্ঠ দিয়েছেন রাহুল দত্ত, তীর্থ ভট্টাচার্য, পীযূষ দাস, শ্রয়ী পাল, শালিনী মুখোপাধ্যায়, দিলাশা চৌধুরী-সহ একদল বাঙালি শিল্পী। আর প্রশ্নটা সেখানেই বাঙালি হয়ে তাঁরা কী করে কাজী নজরুল ইসলামের পরিবর্তিত গান বিনাবাক্যে গাইলেন ? এ নিয়ে সন্দিহান সকলেই ৷ একজন লিখেছেন, "সব থেকে অবাক হচ্ছি যারা গানটা গাইলেন তাঁরা গাওয়ার সময় একটু ভাবলেন না!একবার প্রতিবাদটুকু করলেন না?? এরা কেমন শিল্পী???!! নাম তো দেখছি প্রত্যেকে বাঙালি!" আবার কেউ লিখেছেন, "এই গানের ইতিহাস জানা উচিত ছিল । এটা সত্যিই রহমান সাহেবের অজ্ঞতা।" কারও মতে, "এই গান শুনলে যেখানে রক্ত গরম হয়ে যায় , সেখানে এটা শুনে রক্ত শূন্য হয়ে যাবে। সবমিলিয়ে মুক্তির শুরু থেকেই পিপ্পা জনসাধারণের মনের কাছাকাছি যাওয়ার আগেই অনেক দূরে সরে গিয়েছে শুধুমাত্র নজরুল সঙ্গীতকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য ৷ তবে এই গানের কোনও পরিবর্তন হবে নাকি, একই রকম থাকবে এই প্রতিবাদের পর, তা সময়ই বলবে ৷

আরও পড়ুন:

জয়া-সঞ্জনার সঙ্গে পর্দায় পঙ্কজ ত্রিপাঠি, মুক্তি পেল 'কড়ক সিং' ছবির ফার্স্ট লুক পোস্টার

প্রকাশ্যে সুহানা-খুশিদের ছবির ট্রেলার, শুভেচ্ছায় ভরালেন শাহরুখ-অভিষেক

প্রথমবার এক মঞ্চে শিবামণি-কৌশিকী-বিক্রম, হেমন্তের শহরে ফিউশন-মিউজিক সন্ধে

হায়দরাবাদ, 10 নভেম্বর: বাঙালির ভাবাবেগে আঘাত দিলেন অস্কারজয়ী পরিচালক এ আর রহমান ৷ কবি নজরুল ইসলামের কারার ওই লৈহ কপাট গানের রিমেক করে নেটপাড়ায় বিতর্কের মুখে পড়েছেন এই স্বনামধন্য সঙ্গীতশিল্পী ৷ নেটিজেনদের অভিযোগ, রিমেক করে নজরুল ইসলামের গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে। এমন স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যায় না বলে উত্তাল সোশাল মিডিয়া ৷

10 নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেল পিপ্পা ৷ 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন 45 ক্যাভালরি রেজিমেন্টের ক্যাপ্টেন বলরাম সিং মেহতা ৷ তাঁর জীবনকে কেন্দ্র করেই তৈরি এই সিনেমা ৷ সেই সিনেমায় কাজ করেছেন সুরকার এ আর রহমান ৷ বাংলার সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সেই লড়াই পর্দায় তুলে ধরেছেন পরিচালক রাজাকৃষ্ণ মেনন ৷ প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায়কাপুর ও রনি স্ক্রুওয়ালা৷

  • AR Rahman is being ripped apart in the comments section for his version of karar oi loukopat – and rightly so.

    This is a special song with a historical significance, hard-hitting lyrics. Not a Bollywood item number.

    (please tell me he outsourced it)https://t.co/Ps2areBRHQ

    — Abhishek Mukherjee (@ovshake42) November 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ছবিতে বলরাম সিং মেহতার চরিত্রে দেখা যাবে ঈশান খট্টরকে ৷ রয়েছেন ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনুলির মতো অভিনেতারা ৷ ছবিটির মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানোর জন্য সুরকার এআর রহমান বেছে নিয়েছিলেন নজরুলগীতি ৷

সেই গানের সুর আদ্যপ্রান্ত বদলে ফেলেছেন রহমান ৷ তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন এপার বাংলা-ওপার বাংলার সাধারণ মানুষ ৷ নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায় ৷ কেউ লিখেছেন, "কিছু গান, কিছু কবিতা এবং কিছু সুরের সামান্য বদলও করা যায় না। একজন মহান শিল্পী হিসেবে আপনার সেটা বোঝা উচিত।" কারও মন্তব্য, "একি কান্ড!! সুর নিয়ে এমন স্বেচ্ছাচারিতা অত্যন্ত নিন্দনীয় কাজ। ধিক্কার জানাই।" কেউ লিখেছেন, "এই ধৃষ্টতা ও ভুল এআর রহমানের কাছে কাম্য ছিল না।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মজার বিষয় হল, এই গানে কণ্ঠ দিয়েছেন রাহুল দত্ত, তীর্থ ভট্টাচার্য, পীযূষ দাস, শ্রয়ী পাল, শালিনী মুখোপাধ্যায়, দিলাশা চৌধুরী-সহ একদল বাঙালি শিল্পী। আর প্রশ্নটা সেখানেই বাঙালি হয়ে তাঁরা কী করে কাজী নজরুল ইসলামের পরিবর্তিত গান বিনাবাক্যে গাইলেন ? এ নিয়ে সন্দিহান সকলেই ৷ একজন লিখেছেন, "সব থেকে অবাক হচ্ছি যারা গানটা গাইলেন তাঁরা গাওয়ার সময় একটু ভাবলেন না!একবার প্রতিবাদটুকু করলেন না?? এরা কেমন শিল্পী???!! নাম তো দেখছি প্রত্যেকে বাঙালি!" আবার কেউ লিখেছেন, "এই গানের ইতিহাস জানা উচিত ছিল । এটা সত্যিই রহমান সাহেবের অজ্ঞতা।" কারও মতে, "এই গান শুনলে যেখানে রক্ত গরম হয়ে যায় , সেখানে এটা শুনে রক্ত শূন্য হয়ে যাবে। সবমিলিয়ে মুক্তির শুরু থেকেই পিপ্পা জনসাধারণের মনের কাছাকাছি যাওয়ার আগেই অনেক দূরে সরে গিয়েছে শুধুমাত্র নজরুল সঙ্গীতকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য ৷ তবে এই গানের কোনও পরিবর্তন হবে নাকি, একই রকম থাকবে এই প্রতিবাদের পর, তা সময়ই বলবে ৷

আরও পড়ুন:

জয়া-সঞ্জনার সঙ্গে পর্দায় পঙ্কজ ত্রিপাঠি, মুক্তি পেল 'কড়ক সিং' ছবির ফার্স্ট লুক পোস্টার

প্রকাশ্যে সুহানা-খুশিদের ছবির ট্রেলার, শুভেচ্ছায় ভরালেন শাহরুখ-অভিষেক

প্রথমবার এক মঞ্চে শিবামণি-কৌশিকী-বিক্রম, হেমন্তের শহরে ফিউশন-মিউজিক সন্ধে

Last Updated : Nov 10, 2023, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.