মুম্বই, 11 জানুয়ারি: যাঁর বিশ্বব্যাপি খ্যাতি, একদিন তিনিও খারাপ সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন ৷ আজ যাঁর হাতে অস্কার উঠেছে, একদিন পরিবারকে খাওয়ানোর মতো অর্থ তাঁর কাছে ছিল না ৷ তিনি এআর রহমান ৷ 57 বছর বয়সী সঙ্গীত তারকা প্রথমবার নিদের সেই দুর্দিনের কথা বললেন প্রকাশ্যে ৷
অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটি সোসাইটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'জয় হো' সঙ্গীত তারকা ৷ সেখানে একাধিক পড়ুয়াদের সঙ্গে কথা বলার সময় জীবনের অন্ধকার দিক, সম্পর্ক ও কেরিয়ারের অজানা দিক তুলে ধরেন শিল্পী ৷ খারাপ সময় সকলেরই আসে ৷ সেটাকে অতিক্রম করে জীবনের ছন্দে এগিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ ৷ রহমান বলেন, "আমাদের প্রত্যেকে খারাপ সময়ের সম্মুখীন হয় ৷ একটা কথা বলা যেতে পারে, সেই সময়টা অতিক্রম করাই বড় ব্যাপার ৷ আমরা এই পৃথিবীতে জন্মাই, একটা সময়ের পর চলেও যাই ৷ কোনও কিছুই স্থায়ী নয় এখানে ৷ আমরা নিজেদেরকে জীবনের কোথায় নিয়ে যাব সেটা নির্ভর করে আমাদের কল্পনা ও ভাবনাচিন্তার উপরে ৷"
শিল্পী আরও বলেন, "আমি যখন কিশোর বয়সে ছিলাম তখন আত্মহত্যার কথা ভেবেছিলাম ৷ আমার মা বলতেন, যদি তুমি অন্যের জন্য বাঁচো, তাহলে এই ধরনের চিন্তা তোমার আসবে না ৷ আমি মায়ের থেকে পাওয়া সুন্দর এই উপদেশ আজও মনে রেখেছি ৷ যদি তুমি অন্যের জন্য বাঁচো তাহলে তুমি স্বার্থপর হতে পারবে না ৷ সেখানে তোমার জীবনের একটা মানে তৈরি হবে ৷ যখন তুমি কারোর জন্য গান তৈরি করছ, কারোর জন্য কিছু লিখছ, কারোর জন্য খাওয়ার কিনছ বা কাউকে দেখে একটু হেসে কথা বলছ, সেই সব কিছু পজিটিভ চিন্তভাবনা গেঁথে যায় মনে ৷ একবার মনে হবে সবার জন্য সবকিছু করা হয়ে গিয়েছে ৷ তারপর দেখা যাবে সেই জার্নি যেন আবার নতুন করে শুরু হচ্ছে ৷"
সম্প্রতি অস্কারজয়ী শিল্পী 'পিপ্পা' ছবির গানের দায়িত্ব সামলেছেন ৷ ঈশান খট্টর ও ম্রুণাল ঠাকুর অভিনীত এই ছবিতে ব্যবহার করা নজরুল গীতির সুর পরিবর্তন নিয়ে বিতর্কের মুখে পড়েন এআর রহমান ৷ সঙ্গীত জগতে আলোড়ন পড়ে যায় শিল্পীর কাজ নিয়ে ৷ নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েন তিনি ৷
আরও পড়ুন
1. সামনেই 'ম্যায় অটল হুঁ' মুক্তি, তার আগে অভিনয় থেকে বিরতি পঙ্কজ ত্রিপাঠীর! কিন্তু কেন?
2. চলতি বছরই প্রেক্ষাগৃহে আসছে 'কালকি 2898এডি'! নয়া ঘোষণা নিয়ে জল্পনা
3. 'বিনোদুনিয়াতেও রাজনীতি আছে', বলিউড জার্নি নিয়ে মুখ খুললেন পাক অভিনেতা ফাওয়াদ